ETV Bharat / bharat

ওমর আবদুল্লাহর গৃহবন্দী : সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বোন

অবিলম্বে ওমর আবদুল্লাহকে মুক্তি দিতে হবে । এমন দাবি নিয়ে জননিরপত্তা আইনের অধীনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ওমর আবদুল্লার বোন সারা আবদুল্লা পাইলট । তাঁর দাবি, তার ভাইকে গৃহবন্দী করায়, সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে ৷

Omar Abdullah
ওমর আবদুল্লাহ
author img

By

Published : Feb 10, 2020, 12:42 PM IST

Updated : Feb 10, 2020, 1:11 PM IST

দিল্লি, 10 ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে অবিলম্বে মুক্তি দিতে হবে ৷ এমনই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁর বোন সারা আবদুল্লাহ পাইলট। ওমর আবদুল্লার গৃহবন্দী দশা ও তাঁকে পাবলিক সেফটি অ্যাক্টে অভিযুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন সারা ৷

বলেন, "তাঁর ভাইকে গৃহবন্দী করে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে ৷ পাশাপাশি এটা বাক স্বাধীনতা লঙ্ঘনও। সব রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে বিদ্রুপ করার সম্মিলিত চেষ্টা ৷"

জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপের পর 5 অগাস্ট থেকে গৃহবন্দী করে রাখা হয়েছে ওমর আবদুল্লাহকে। কোনও অভিযোগ ছাড়াই তাঁকে আটকে রাখা হয়েছে। গত সপ্তাহে তাঁকে PSA -র অধীনে আটক করা হয় ৷ সারা তাঁর পিটিশনে লিখেছেন, একইভাবে "সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে" অন্য বন্দীদেরও আটক করা হয়েছে ৷

গত 6 মাসে যেন 25-30 টা বছর পেরিয়ে গেছেন । ছবিতে স্পষ্ট চোখের কোণে বলিরেখা । সেই সঙ্গে মুখ ভরতি কাঁচা-পাকা দাড়ি । প্রায় 6 মাস গৃহবন্দী ওমরের এই ছবি দেখে হকচকিয়ে গেছেন নেটিজ়েনরা । বাদ পড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়ও । ছবি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, "আমি এই ছবিতে চিনতেই পারিনি ওমরকে । আমার খুব খারাপ লাগছে । গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা দেখতে হচ্ছে (গৃহবন্দী রয়েছেন ওমর) ।" শেষে তিনি প্রশ্ন করেন, "এসব শেষ কবে হবে ?"

যদিও ওমর আবদুল্লার এই ছবি দেখে অনেকেই সরাসরি দুষেছেন কেন্দ্রীয় সরকারকে । তবে, বন্দীদশা না কাটা পর্যন্ত চুল-দাড়ি কাটবেন না বলে শপথ নিয়েছেন ওমর আবদুল্লা । নেটিজ়েনদের অনেকের আবার বক্তব্য, "কেউ চুল-দাড়ি কাটবেন কি না, তা ব্যক্তিগত পছন্দের ব্যাপার । এতে সরকারের কী-ই বা করার আছে ?"

দিল্লি, 10 ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে অবিলম্বে মুক্তি দিতে হবে ৷ এমনই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁর বোন সারা আবদুল্লাহ পাইলট। ওমর আবদুল্লার গৃহবন্দী দশা ও তাঁকে পাবলিক সেফটি অ্যাক্টে অভিযুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন সারা ৷

বলেন, "তাঁর ভাইকে গৃহবন্দী করে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে ৷ পাশাপাশি এটা বাক স্বাধীনতা লঙ্ঘনও। সব রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে বিদ্রুপ করার সম্মিলিত চেষ্টা ৷"

জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপের পর 5 অগাস্ট থেকে গৃহবন্দী করে রাখা হয়েছে ওমর আবদুল্লাহকে। কোনও অভিযোগ ছাড়াই তাঁকে আটকে রাখা হয়েছে। গত সপ্তাহে তাঁকে PSA -র অধীনে আটক করা হয় ৷ সারা তাঁর পিটিশনে লিখেছেন, একইভাবে "সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে" অন্য বন্দীদেরও আটক করা হয়েছে ৷

গত 6 মাসে যেন 25-30 টা বছর পেরিয়ে গেছেন । ছবিতে স্পষ্ট চোখের কোণে বলিরেখা । সেই সঙ্গে মুখ ভরতি কাঁচা-পাকা দাড়ি । প্রায় 6 মাস গৃহবন্দী ওমরের এই ছবি দেখে হকচকিয়ে গেছেন নেটিজ়েনরা । বাদ পড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়ও । ছবি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, "আমি এই ছবিতে চিনতেই পারিনি ওমরকে । আমার খুব খারাপ লাগছে । গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা দেখতে হচ্ছে (গৃহবন্দী রয়েছেন ওমর) ।" শেষে তিনি প্রশ্ন করেন, "এসব শেষ কবে হবে ?"

যদিও ওমর আবদুল্লার এই ছবি দেখে অনেকেই সরাসরি দুষেছেন কেন্দ্রীয় সরকারকে । তবে, বন্দীদশা না কাটা পর্যন্ত চুল-দাড়ি কাটবেন না বলে শপথ নিয়েছেন ওমর আবদুল্লা । নেটিজ়েনদের অনেকের আবার বক্তব্য, "কেউ চুল-দাড়ি কাটবেন কি না, তা ব্যক্তিগত পছন্দের ব্যাপার । এতে সরকারের কী-ই বা করার আছে ?"

New Delhi, Feb 10 (ANI): While speaking to ANI in the national capital on February 10, the veteran leader of Shiv Sena Sanjay Raut spoke on Rashtriya Swayamsevak Sangh (RSS) General Secretary Suresh Bhaiyyaji Joshi's remarks. He said, "Bharatiya Janata Party (BJP) is a political party, so are Shiv Sena and Congress and they all have their different ideologies. Pakistan is an Islamic country but India has yet not become a Hindu nation. You (BJP) never mentioned in your manifesto that your party is a Hindu party and only Hindu people can be associated with them. Our country is huge and its culture is different. So whatever Rashtriya Swayamsevak Sangh (RSS) General Secretary Suresh Bhaiyyaji Joshi has said is correct as BJP believes that they are the sole flag bearers of Hinduism and secularism." On February 09, Bhaiyyaji Joshi said that Hindu community does not mean BJP and opposing BJP does not amount to opposing Hindus. Political fight will continue but it should not be linked to Hindus.
Last Updated : Feb 10, 2020, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.