ETV Bharat / bharat

জননিরাপত্তা সুরক্ষা আইনের অধীনে ফের গৃহবন্দী ওমর-মেহবুবা - বিভাগীয় কমিশনার

ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি ছাড়া ন্যাশনাল কনফারেন্স পার্টির আলি মহম্মদ সাগর এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির সরতাজ মাধবীকেও জননিরাপত্তা সুরক্ষা আইনের অধীনে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

omar abdullah and mehbooba mufti
গৃহবন্দি অমর আবদুল্লা ও মেহবুবা মুফতি
author img

By

Published : Feb 7, 2020, 1:06 PM IST

Updated : Feb 7, 2020, 1:54 PM IST

শ্রীনগর, 7 ফেব্রুয়ারি: ফের গৃহবন্দি ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি ৷ 370 ধারা তুলে নেওয়ার পর থেকে বিগত ছয় মাস ধরেই গৃহবন্দি আবদুল্লা, মুফতি ও অন্যান্য কাশ্মীরী নেতারা ৷ আজ গৃহবন্দির ছয় মাস শেষ হওয়ার আগেই গতকাল ফের গৃহবন্দি থাকার নির্দেশ এল পাবলিক সেফটি আইনের অধীনে ৷

পাবলিক সেফটি বা জননিরাপত্তা সুরক্ষা আইন হল এমন একটি কঠোর আইন যা তিন মাস পর্যন্ত বিনা বিচারে আটকে রাখার অনুমতি দেয় ৷ এই আটক রাখার সময়সীমা আরও দীর্ঘ করা যায় ৷

শুধু ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিই নন, ন্যাশনাল কনফারেন্স পার্টির আলি মহম্মদ সাগর এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির সরতাজ মাধবীকেও জননিরাপত্তা সুরক্ষা আইনের অধীনে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এর মধ্যে NC-র সাধারণ সম্পাদক সাগরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কাশ্মীরে নির্বাচনে জনগণকে প্রভাবিত করার ৷
ওমর আবদুল্লাকে হরি নিবাসে এবং মেহবুবা মুফতিকে শ্রীনগরের একটি সরকারী অতিথি নিবাসে রাখা হবে ৷ জননিরাপত্তা সুরক্ষা আইনের অধীনে ওমর আবদুল্লার বাবা ফারুখ আবদুল্লাকেও সেপ্টেম্বর মাসে গৃহবন্দী করা হয় ৷

জননিরাপত্তা সুরক্ষা আইনটি ফারুখ আবদুল্লার বাবা, তৎকালীন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লা আনেন কাঠ পাচারকারীদের রোখার জন্য ৷ এই আইনের 13 অনুচ্ছেদে বলা হয়েছে যে,আটক করার নির্দেশ কেবল বিভাগীয় কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা জারি করা যেতে পারে ৷ তারা এই আটক সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করতে বাধ্য নন, কারণ এটি ‘‘জনস্বার্থের পরিপন্থী’’ বলে বিবেচিত হয় ৷

এই আইনের দুটি ভাগ রয়েছে, প্রথমভাগে ‘জনজীবনকে ব্যাহত করা’র অভিযোগে বিনা বিচারে তিন মাস অবধি আটক করার অধিকার, যা ছয় মাস অবধি সম্প্রসারিত করা যায় ৷ অন্যদিকে রাজ্য নিরাপত্তায় বাধা’র কারণ হিসাবে দুই বছর অবধি আটক করে রাখা যায় ৷ মূলত চোরাচালানকারী, সন্ত্রাসবাদী, পাথর ছোড়া বা অন্য কোনও উপায়ে জনজীবনকে ব্যাহত করার অভিযোগে সাধারণ মানুষকে আটক করা যায় ৷ ফারুখ আবদুল্লাই প্রথম ব্যক্তি যিনি তিনবারের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হয় ৷

  • Ms Mufti received a PSA order sometime back.Slapping the draconian PSA on 2 ex J&K CMs is expected from an autocratic regime that books 9 year olds for ‘seditious remarks’. Question is how much longer will we act as bystanders as they desecrate what this nation stands for?

    — Mehbooba Mufti (@MehboobaMufti) February 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শ্রীনগর, 7 ফেব্রুয়ারি: ফের গৃহবন্দি ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি ৷ 370 ধারা তুলে নেওয়ার পর থেকে বিগত ছয় মাস ধরেই গৃহবন্দি আবদুল্লা, মুফতি ও অন্যান্য কাশ্মীরী নেতারা ৷ আজ গৃহবন্দির ছয় মাস শেষ হওয়ার আগেই গতকাল ফের গৃহবন্দি থাকার নির্দেশ এল পাবলিক সেফটি আইনের অধীনে ৷

পাবলিক সেফটি বা জননিরাপত্তা সুরক্ষা আইন হল এমন একটি কঠোর আইন যা তিন মাস পর্যন্ত বিনা বিচারে আটকে রাখার অনুমতি দেয় ৷ এই আটক রাখার সময়সীমা আরও দীর্ঘ করা যায় ৷

শুধু ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিই নন, ন্যাশনাল কনফারেন্স পার্টির আলি মহম্মদ সাগর এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির সরতাজ মাধবীকেও জননিরাপত্তা সুরক্ষা আইনের অধীনে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এর মধ্যে NC-র সাধারণ সম্পাদক সাগরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কাশ্মীরে নির্বাচনে জনগণকে প্রভাবিত করার ৷
ওমর আবদুল্লাকে হরি নিবাসে এবং মেহবুবা মুফতিকে শ্রীনগরের একটি সরকারী অতিথি নিবাসে রাখা হবে ৷ জননিরাপত্তা সুরক্ষা আইনের অধীনে ওমর আবদুল্লার বাবা ফারুখ আবদুল্লাকেও সেপ্টেম্বর মাসে গৃহবন্দী করা হয় ৷

জননিরাপত্তা সুরক্ষা আইনটি ফারুখ আবদুল্লার বাবা, তৎকালীন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লা আনেন কাঠ পাচারকারীদের রোখার জন্য ৷ এই আইনের 13 অনুচ্ছেদে বলা হয়েছে যে,আটক করার নির্দেশ কেবল বিভাগীয় কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা জারি করা যেতে পারে ৷ তারা এই আটক সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করতে বাধ্য নন, কারণ এটি ‘‘জনস্বার্থের পরিপন্থী’’ বলে বিবেচিত হয় ৷

এই আইনের দুটি ভাগ রয়েছে, প্রথমভাগে ‘জনজীবনকে ব্যাহত করা’র অভিযোগে বিনা বিচারে তিন মাস অবধি আটক করার অধিকার, যা ছয় মাস অবধি সম্প্রসারিত করা যায় ৷ অন্যদিকে রাজ্য নিরাপত্তায় বাধা’র কারণ হিসাবে দুই বছর অবধি আটক করে রাখা যায় ৷ মূলত চোরাচালানকারী, সন্ত্রাসবাদী, পাথর ছোড়া বা অন্য কোনও উপায়ে জনজীবনকে ব্যাহত করার অভিযোগে সাধারণ মানুষকে আটক করা যায় ৷ ফারুখ আবদুল্লাই প্রথম ব্যক্তি যিনি তিনবারের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হয় ৷

  • Ms Mufti received a PSA order sometime back.Slapping the draconian PSA on 2 ex J&K CMs is expected from an autocratic regime that books 9 year olds for ‘seditious remarks’. Question is how much longer will we act as bystanders as they desecrate what this nation stands for?

    — Mehbooba Mufti (@MehboobaMufti) February 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
New Delhi, Feb 07 (ANI): A group of researchers has come up with a unique form of yarn made up of human skin cells that could soon replace conventional sutures in surgical procedures. According to CNN Health, surgeons can use this 'human textile' for knitting, sewing and crocheting damaged organs. The scientists from the University of Bordeaux, France, suggest that their invention could "truly integrate into the host's body." Normal sutures pose a risk of eliciting a detrimental immune response from the patients' bodies. "Most permanent synthetic biomaterials are recognised as foreign by the innate immune system, which leads to the well-described 'foreign body reaction' upon implantation." Stating its efficacy, the scientists wrote: "This material can be used as a simple suture to close a wound or can be assembled into fully biological, human."

Last Updated : Feb 7, 2020, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.