ETV Bharat / bharat

কলকাতার মডেল খুনে গ্রেপ্তার বেঙ্গালুরুর ওলা চালক

author img

By

Published : Aug 24, 2019, 1:00 PM IST

কলকাতার বাসিন্দা পূজা সিং দে খুনে গ্রেপ্তার বেঙ্গালুরুর এক ওলা চালক ।

ফাইল ফোটো

বেঙ্গালুরু, 24 অগাস্ট : বাঙালি মডেল খুনে গ্রেপ্তার করা হল বেঙ্গালুরুর এক ওলা চালককে । পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর বেঙ্গালুরুর হেগ্গানাহাল্লির বাসিন্দা এস এস নাগেশ (22) নামে ওই ব্যক্তি পুলিশের কাছে জেরায় খুনের কথা স্বীকার করেছে । ডাকাতির জন্য খুন বলে জানা গেছে ।

কলকাতার বাসিন্দা পূজা সিং দে নামে এক বাঙালি মডেল বেঙ্গালুরুর বিমানবন্দর সংলগ্ন পরিত্যক্ত এলাকায় 30 জুলাই রাতে খুন হন । পূজার দেহ প্রথমে সনাক্ত করতে পারেনি পুলিশ ৷ পরে ট্যাটু, জামাকাপড়ের ব্র্যান্ড ও হাতঘড়ির ব্র্যান্ড দেখে তদন্তকারীরা তাঁকে চিহ্নিত করেন । তারপর ওলা সংস্থার সঙ্গে যোগাযোগ করে গাড়ির নম্বর নিয়ে নাগেশের পরিচয় জানতে পারে পুলিশ ।

বেঙ্গালুরুতে একদিনের জন্য কাজে গেছিলেন পূজা । তিনি ফ্রিল্যান্স মডেল হিসেবে কাজ করতেন ৷ 30 তারিখ রাতে কাজ শেষে বিমানবন্দরে যাওয়ার জন্য ওলা বুক করেন । নাগেশ ছিল সেই গাড়ির চালক । তাকে জেরায় পুলিশ জানতে পারে, কিছুদিন ধরেই ডাকাতির ছক কষছিল সে । ঘটনার দিন পূজাকে একা পেয়ে তাঁকে খুন করে ডাকাতির ছক কষে নাগেশ । বিমানবন্দরে যাওয়ার বদলে নাগেশ এক নির্জেন জায়গায় পূজাকে নিয়ে যায় । সেখানেই গাড়ি থেকে নামিয়ে মাথা থেঁতলে পূজাকে খুন করে সে । পূজার দেহে 22 টি আঘাতের চিহ্ন মিলেছে বলে জানিয়েছে পুলিশ । দেহটি ওইদিন রাতেই এক ব্যক্তির চোখে পড়ে । তিনি পুলিশে খবর দিলে দেহটি উদ্ধার করে তারা । তবে, পূজার পরিচয় জানতে বেগ পেতে হয় পুলিশকে ।

প্রথমে উত্তর ভারতের বিভিন্ন শহরে খোঁজ নিলেও মেলেনি কোনও সূত্র । পরে তদন্তে নেমে অফিসার বি রামামূর্তির টিম পূজার জামা, জুতো ও হাতঘড়ির ব্র্যান্ড উত্তর ভারতের কোথায় কোথায় বিক্রি বেশি তার খোঁজ নেয় । তারপর সেই ব্র্যান্ডের পণ্য গত দু'মাসে কোথায় কোথায় বেশি বিক্রি হয়েছে সেই তথ্যের মাধ্যমে কলকাতার সঙ্গে পূজার যোগসূত্র খুঁজে পান তাঁরা । তারপর কলকাতায় পূজার স্বামী সুদীপ দে-র করা মিসিং ডায়েরির বিষয়টি জানতে পারে বেঙ্গালুরুর পুলিশ ।

অন্যদিকে, নাগেশের খোঁজ করতে গিয়ে পুলিশ দেখে গাড়ির কাগজপত্র তার দাদার নামে রয়েছে । নাগেশের দাদা ওই গাড়ি ব্যাঙ্ক ঋণ নিয়ে কিনে ভাইকে চালাতে দিয়েছিলেন । নাগেশ সেই ঋণ শোধ করতে না পেরে ডাকাতির ছক কষে । এ জন্য একমাস আগে একটি ছুরি কিনে গাড়িতে রেখে দিয়েছিল সে । এরপর 30 তারিখ তার শিকার হয় পূজা ।

বেঙ্গালুরু, 24 অগাস্ট : বাঙালি মডেল খুনে গ্রেপ্তার করা হল বেঙ্গালুরুর এক ওলা চালককে । পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর বেঙ্গালুরুর হেগ্গানাহাল্লির বাসিন্দা এস এস নাগেশ (22) নামে ওই ব্যক্তি পুলিশের কাছে জেরায় খুনের কথা স্বীকার করেছে । ডাকাতির জন্য খুন বলে জানা গেছে ।

কলকাতার বাসিন্দা পূজা সিং দে নামে এক বাঙালি মডেল বেঙ্গালুরুর বিমানবন্দর সংলগ্ন পরিত্যক্ত এলাকায় 30 জুলাই রাতে খুন হন । পূজার দেহ প্রথমে সনাক্ত করতে পারেনি পুলিশ ৷ পরে ট্যাটু, জামাকাপড়ের ব্র্যান্ড ও হাতঘড়ির ব্র্যান্ড দেখে তদন্তকারীরা তাঁকে চিহ্নিত করেন । তারপর ওলা সংস্থার সঙ্গে যোগাযোগ করে গাড়ির নম্বর নিয়ে নাগেশের পরিচয় জানতে পারে পুলিশ ।

বেঙ্গালুরুতে একদিনের জন্য কাজে গেছিলেন পূজা । তিনি ফ্রিল্যান্স মডেল হিসেবে কাজ করতেন ৷ 30 তারিখ রাতে কাজ শেষে বিমানবন্দরে যাওয়ার জন্য ওলা বুক করেন । নাগেশ ছিল সেই গাড়ির চালক । তাকে জেরায় পুলিশ জানতে পারে, কিছুদিন ধরেই ডাকাতির ছক কষছিল সে । ঘটনার দিন পূজাকে একা পেয়ে তাঁকে খুন করে ডাকাতির ছক কষে নাগেশ । বিমানবন্দরে যাওয়ার বদলে নাগেশ এক নির্জেন জায়গায় পূজাকে নিয়ে যায় । সেখানেই গাড়ি থেকে নামিয়ে মাথা থেঁতলে পূজাকে খুন করে সে । পূজার দেহে 22 টি আঘাতের চিহ্ন মিলেছে বলে জানিয়েছে পুলিশ । দেহটি ওইদিন রাতেই এক ব্যক্তির চোখে পড়ে । তিনি পুলিশে খবর দিলে দেহটি উদ্ধার করে তারা । তবে, পূজার পরিচয় জানতে বেগ পেতে হয় পুলিশকে ।

প্রথমে উত্তর ভারতের বিভিন্ন শহরে খোঁজ নিলেও মেলেনি কোনও সূত্র । পরে তদন্তে নেমে অফিসার বি রামামূর্তির টিম পূজার জামা, জুতো ও হাতঘড়ির ব্র্যান্ড উত্তর ভারতের কোথায় কোথায় বিক্রি বেশি তার খোঁজ নেয় । তারপর সেই ব্র্যান্ডের পণ্য গত দু'মাসে কোথায় কোথায় বেশি বিক্রি হয়েছে সেই তথ্যের মাধ্যমে কলকাতার সঙ্গে পূজার যোগসূত্র খুঁজে পান তাঁরা । তারপর কলকাতায় পূজার স্বামী সুদীপ দে-র করা মিসিং ডায়েরির বিষয়টি জানতে পারে বেঙ্গালুরুর পুলিশ ।

অন্যদিকে, নাগেশের খোঁজ করতে গিয়ে পুলিশ দেখে গাড়ির কাগজপত্র তার দাদার নামে রয়েছে । নাগেশের দাদা ওই গাড়ি ব্যাঙ্ক ঋণ নিয়ে কিনে ভাইকে চালাতে দিয়েছিলেন । নাগেশ সেই ঋণ শোধ করতে না পেরে ডাকাতির ছক কষে । এ জন্য একমাস আগে একটি ছুরি কিনে গাড়িতে রেখে দিয়েছিল সে । এরপর 30 তারিখ তার শিকার হয় পূজা ।

New Delhi, Aug 24 (ANI): Delegation of Opposition leaders will visit to Jammu and Kashmir on August 24. Speaking on their visit NCP leader Majeed Memon said, "We are not going to create disturbances, we are going in government's support. "Our motive is not to go and create disturbances, we are not going in government's opposition, and we are going in government's support, so that we too give suggestions as to what must be done."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.