ETV Bharat / bharat

CAA-NRC নয়, সরকারিভাবে কংগ্রেস শাসিত রাজ্যে ঘোষণা হোক; রাহুলকে পরামর্শ পিকের - রাহুল গান্ধি

BJP শাসিত নয় যে রাজ্যগুলি, সেগুলিতে NRC প্রয়োগ করা থেকে বিরত থাকার পরামর্শ রাজনৈতিক পর্যবেক্ষক প্রশান্ত কিশোরের ৷

Officially say no to CAA in Congress ruled states Prashant Kishor to Rahul Gandhi
প্রশান্ত কিশোর
author img

By

Published : Dec 24, 2019, 1:17 PM IST

Updated : Dec 24, 2019, 1:27 PM IST

দিল্লি, 24 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে প্রশান্ত কিশোরের পরমার্শ রাহুল গান্ধিকে ৷ "কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে নাগরিকত্ব সংশোধনী আইন এবং NRC চালু করা হবে না ৷ সরকারিভাবে ঘোষণা করুন ৷ " কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে পরামর্শ রাজনৈতিক পর্যবেক্ষক প্রশান্ত কিশোরের ৷ সেইসঙ্গে তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতিকে নাগরিকত্ব আইন এবং NRC সংক্রান্ত আন্দোলনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান ৷

প্রশান্ত কিশোর টুইটে লেখেন, "ধন্যবাদ রাহুল গান্ধি CAA এবং NRC বিরোধী আন্দোলনে শামিল হওয়ার জন্য ৷ কিন্তু আপনি যেমনটা জানেন, জন আন্দোলনের বাইরেও রাজ্যগুলির প্রয়োজন NRC-কে না বলা ৷ আশা করছি আপনি দলকে সরকারিভাবে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে NRC লাগু করা থেকে বিরত হতে বলবেন ৷ " তাঁর বক্তব্য , " সংসদে CAB-র বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকলেও এটাকে রোখা সম্ভব হত না ৷ কিন্তু রাজ্যগুলি যদি NRC-কে না বলে তবে তা চালু হবে না ৷ তাই বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই ৷ "

বিগত কয়েকদিন ধরেই নাগরিকত্ব আইন এবং NRC ইশুতে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ দেশজুড়ে আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা ৷ রাজনৈতিক নেতা-নেত্রীরাও পথে নামেন, আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পা মেলান ৷ সোমবার দিল্লির রাজঘাটে প্রতিবাদে সামিল হয় কংগ্রেস ৷ ছিলেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, মনমোহন সিং, কমল নাথের মতো দলের শীর্ষস্থানীয় নেতারা ।

উল্লেখ্য, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হওয়ার আগে থেকেই এর বিরোধিতা শুরু করেছিলেন প্রশান্ত কিশোর ৷ রবিবার তিনি নাগরিকত্ব ইশুতে শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য অনুরোধ জানান বিক্ষোভকারীদের ৷ সেইসঙ্গে বলেন, যে সব রাজ্যগুলি BJP শাসিত নয় যেমন কেরল, পঞ্জাব, ছত্তিশগড়, বিহার, রাজস্থান তাদের এগিয়ে আসতে হবে এবং NRC চালু করা থেকে বিরত থাকতে হবে ৷

দিল্লি, 24 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে প্রশান্ত কিশোরের পরমার্শ রাহুল গান্ধিকে ৷ "কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে নাগরিকত্ব সংশোধনী আইন এবং NRC চালু করা হবে না ৷ সরকারিভাবে ঘোষণা করুন ৷ " কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে পরামর্শ রাজনৈতিক পর্যবেক্ষক প্রশান্ত কিশোরের ৷ সেইসঙ্গে তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতিকে নাগরিকত্ব আইন এবং NRC সংক্রান্ত আন্দোলনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান ৷

প্রশান্ত কিশোর টুইটে লেখেন, "ধন্যবাদ রাহুল গান্ধি CAA এবং NRC বিরোধী আন্দোলনে শামিল হওয়ার জন্য ৷ কিন্তু আপনি যেমনটা জানেন, জন আন্দোলনের বাইরেও রাজ্যগুলির প্রয়োজন NRC-কে না বলা ৷ আশা করছি আপনি দলকে সরকারিভাবে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে NRC লাগু করা থেকে বিরত হতে বলবেন ৷ " তাঁর বক্তব্য , " সংসদে CAB-র বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকলেও এটাকে রোখা সম্ভব হত না ৷ কিন্তু রাজ্যগুলি যদি NRC-কে না বলে তবে তা চালু হবে না ৷ তাই বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই ৷ "

বিগত কয়েকদিন ধরেই নাগরিকত্ব আইন এবং NRC ইশুতে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ দেশজুড়ে আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা ৷ রাজনৈতিক নেতা-নেত্রীরাও পথে নামেন, আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পা মেলান ৷ সোমবার দিল্লির রাজঘাটে প্রতিবাদে সামিল হয় কংগ্রেস ৷ ছিলেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, মনমোহন সিং, কমল নাথের মতো দলের শীর্ষস্থানীয় নেতারা ।

উল্লেখ্য, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হওয়ার আগে থেকেই এর বিরোধিতা শুরু করেছিলেন প্রশান্ত কিশোর ৷ রবিবার তিনি নাগরিকত্ব ইশুতে শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য অনুরোধ জানান বিক্ষোভকারীদের ৷ সেইসঙ্গে বলেন, যে সব রাজ্যগুলি BJP শাসিত নয় যেমন কেরল, পঞ্জাব, ছত্তিশগড়, বিহার, রাজস্থান তাদের এগিয়ে আসতে হবে এবং NRC চালু করা থেকে বিরত থাকতে হবে ৷

Mumbai, Dec 24 (ANI): 'Dabangg 3' actress Saiee Manjrekar celebrated her birthday bash with her gang in Mumbai. Dressed in sizzling black dress, Sonakshi Sinha reached at her birthday event. Bollywood superstar Salman Khan was also spotted at Saiee's birthday. He was accompanied by Arbaaz Khan at the bash.
Last Updated : Dec 24, 2019, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.