দিল্লি, 24 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে প্রশান্ত কিশোরের পরমার্শ রাহুল গান্ধিকে ৷ "কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে নাগরিকত্ব সংশোধনী আইন এবং NRC চালু করা হবে না ৷ সরকারিভাবে ঘোষণা করুন ৷ " কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে পরামর্শ রাজনৈতিক পর্যবেক্ষক প্রশান্ত কিশোরের ৷ সেইসঙ্গে তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতিকে নাগরিকত্ব আইন এবং NRC সংক্রান্ত আন্দোলনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান ৷
প্রশান্ত কিশোর টুইটে লেখেন, "ধন্যবাদ রাহুল গান্ধি CAA এবং NRC বিরোধী আন্দোলনে শামিল হওয়ার জন্য ৷ কিন্তু আপনি যেমনটা জানেন, জন আন্দোলনের বাইরেও রাজ্যগুলির প্রয়োজন NRC-কে না বলা ৷ আশা করছি আপনি দলকে সরকারিভাবে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে NRC লাগু করা থেকে বিরত হতে বলবেন ৷ " তাঁর বক্তব্য , " সংসদে CAB-র বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকলেও এটাকে রোখা সম্ভব হত না ৷ কিন্তু রাজ্যগুলি যদি NRC-কে না বলে তবে তা চালু হবে না ৷ তাই বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই ৷ "
বিগত কয়েকদিন ধরেই নাগরিকত্ব আইন এবং NRC ইশুতে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ দেশজুড়ে আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা ৷ রাজনৈতিক নেতা-নেত্রীরাও পথে নামেন, আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পা মেলান ৷ সোমবার দিল্লির রাজঘাটে প্রতিবাদে সামিল হয় কংগ্রেস ৷ ছিলেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, মনমোহন সিং, কমল নাথের মতো দলের শীর্ষস্থানীয় নেতারা ।
উল্লেখ্য, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হওয়ার আগে থেকেই এর বিরোধিতা শুরু করেছিলেন প্রশান্ত কিশোর ৷ রবিবার তিনি নাগরিকত্ব ইশুতে শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য অনুরোধ জানান বিক্ষোভকারীদের ৷ সেইসঙ্গে বলেন, যে সব রাজ্যগুলি BJP শাসিত নয় যেমন কেরল, পঞ্জাব, ছত্তিশগড়, বিহার, রাজস্থান তাদের এগিয়ে আসতে হবে এবং NRC চালু করা থেকে বিরত থাকতে হবে ৷