ETV Bharat / bharat

অন্তঃসত্ত্বা নাবালিকা, ধর্ষণের অভিযোগে ধৃত প্রধানশিক্ষিকার স্বামী

author img

By

Published : Dec 8, 2019, 1:08 AM IST

প্রধানশিক্ষিকার স্বামীর বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ৷ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি ৷

Odisha minor physically harassed
অন্তঃসত্ত্বা নাবালিকা, ধর্ষণের অভিযোগে ধৃত প্রধানশিক্ষিকার স্বামী

কোরাপুট, 8 ডিসেম্বর : এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রধানশিক্ষিকার স্বামীর বিরুদ্ধে ৷ ওড়িশার কোরাপুটের সরকারি স্কুলের ঘটনা ৷ চার মাস ধরে সপ্তম শ্রেণিতে পাঠরতা ওই নাবালিকাকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে ৷ এর ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে ৷

রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর চালিত এই স্কুল ৷ স্কুলের আবাসনে স্ত্রীর সঙ্গেই থাকত বছর ষাটের অভিযুক্ত ৷ এলাকার SDPO বরুণ গুন্টুপল্লি বলেন, ''স্কুলের আবাসনেই মেয়েটিকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ৷ মেয়েটির বাবা-মাকে ভুল বুঝিয়ে গ্রীষ্মকালীন ছুটির সময় নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিল ওই ব্যক্তি ৷ তখনও শারীরিক নির্যাতন চালানো হয়েছিল তার উপরে ৷'' অভিযুক্তের স্ত্রী এবিষয়ে কিছু জানতেন না ৷ অভিযুক্ত ঘটনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ ৷

নাবালিকাকে চিকিৎসার কারণে চাইল্ড কেয়ার সংস্থায় রাখা হয়েছে ৷ অভিযুক্তের স্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শিশুকল্যাণ বিভাগের অফিসার মধুস্মিতা মহাপাত্র ৷ শিক্ষিকাদের সরকারি আবাসনে কোনও পুরুষ প্রবেশের অনুমতি থাকবে না বলেও বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে ৷

কোরাপুট, 8 ডিসেম্বর : এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রধানশিক্ষিকার স্বামীর বিরুদ্ধে ৷ ওড়িশার কোরাপুটের সরকারি স্কুলের ঘটনা ৷ চার মাস ধরে সপ্তম শ্রেণিতে পাঠরতা ওই নাবালিকাকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে ৷ এর ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে ৷

রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর চালিত এই স্কুল ৷ স্কুলের আবাসনে স্ত্রীর সঙ্গেই থাকত বছর ষাটের অভিযুক্ত ৷ এলাকার SDPO বরুণ গুন্টুপল্লি বলেন, ''স্কুলের আবাসনেই মেয়েটিকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ৷ মেয়েটির বাবা-মাকে ভুল বুঝিয়ে গ্রীষ্মকালীন ছুটির সময় নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিল ওই ব্যক্তি ৷ তখনও শারীরিক নির্যাতন চালানো হয়েছিল তার উপরে ৷'' অভিযুক্তের স্ত্রী এবিষয়ে কিছু জানতেন না ৷ অভিযুক্ত ঘটনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ ৷

নাবালিকাকে চিকিৎসার কারণে চাইল্ড কেয়ার সংস্থায় রাখা হয়েছে ৷ অভিযুক্তের স্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শিশুকল্যাণ বিভাগের অফিসার মধুস্মিতা মহাপাত্র ৷ শিক্ষিকাদের সরকারি আবাসনে কোনও পুরুষ প্রবেশের অনুমতি থাকবে না বলেও বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে ৷

New Delhi, Dec 07 (ANI): With Pati, Patni Aur Woh opening brilliantly, Bhumi Pednekar is set to make a rare mark in the industry. Bhumi will be one of the very few actors who has actually had three successes in a row and that too in a calendar year. 'Pati, Patni Aur Woh' is riding on hugely positive word of mouth referrals and is definitely set to become a hit especially with the start of 9.10 crore. The 30-year-old actor's last outing 'Bala' in which she essayed a dark-skinned girl, highlighted the societal stereotyping of India's obsession for fair skin, has also become a blockbuster. Her Diwali release, 'Saand Ki Aankh' also held its ground despite competing with 'Housefull 4' and 'Made in China'. This is definitely a big achievement by an actor in recent times.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.