ভুবনেশ্বর, 12 জানুয়ারি : কেন্দু পাতা তোলার সঙ্গে যুক্ত ব্য়বসায়ী এবং তাঁদের কর্মচারীদের আর্থিক সাহায্য়ের জন্য় 92.37 কোটি টাকার প্যাকেজের ঘোষণা করলেন ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পটনায়েক ৷ সোমবার ওড়িশার মুখ্য়মন্ত্রী এই ঘোষণাটি করেছেন ৷ তার আগে ওই রাজ্য়ের আদিবাসী সম্প্রদায়ের জন্য কল্য়াণমূলক কাজের পর্যালোচনা করে ওড়িশা সরকার ৷
প্রায় সাড়ে 92 কোটি টাকা সাহায্য়ের মধ্য়ে 59.78 কোটি টাকা বোনাস হিসেবে কেন্দু পাতা তোলার সঙ্গে জড়িত কর্মচারীদের দেওয়া হবে ৷ 2014 সাল থেকে ওড়িশা সরকার কেন্দুপাতা তোলার সঙ্গে যুক্তদের বোনাস দেওয়া চালু করে ৷ এতদিন কেন্দুপাতা যাঁরা তোলেন, তাঁদের কেউ মারা গেলে বা শারীরিকভাবে কর্মক্ষমতা হারালে এক লাখ টাকা করে সাহায্য় দেওয়া হত ৷ সেই আর্থিক সাহায্য়ের পরিমাণ বাড়িয়ে 2 লাখ টাকা করে দিয়েছে নবীন পটনায়েকের সরকার ৷
আরও পড়ুন : বার্ড ফ্লু’র পর এবার মাছের মড়ক বিহারে
ওড়িশা সরকারের এই উদ্য়োগে প্রায় 60 লাখ মানুষ সুবিধা পাবেন ৷ যার মধ্য়ে 7 লাখ 54 হাজার 631 জন কেন্দুপাতা তোলার কাজ করতেন ৷ এছাড়াও রয়েছেন প্রায় 18 হাজার পাতা বাঁধার সঙ্গে যুক্ত কর্মচারী এবং 16 হাজার অন্য়ান্য় কর্মী এর সুবিধা পাবেন বলে জানান মুখ্য়মন্ত্রী নবীন পটনায়েক ৷