ETV Bharat / bharat

প্লাস্টিকের বিকল্প শালপাতা, পথ দেখাচ্ছে ওড়িশার মহিলারা - ভুবনেশ্বর

একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধে এগিয়ে এল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ ওড়িশার সম্বলপুরের গুমেই এলাকার এই স্বনির্ভর গোষ্ঠী শালপাতার থালা, বাটি ইত্যাদি তৈরি করছে ৷ তাদের এই উদ্যোগকে সফল করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সম্বলপুর প্রশাসন ৷

শালপাতার ব্যবহারে জোর ওড়িশার
শালপাতার ব্যবহারে জোর ওড়িশার
author img

By

Published : Dec 13, 2019, 8:34 AM IST

ভুবনেশ্বর, 13 ডিসেম্বর : একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধ করতে দেশজুড়ে প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ এবার একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধে এগিয়ে এল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ ওড়িশার সম্বলপুরের গুমেই এলাকার এই স্বনির্ভর গোষ্ঠী শালপাতার থালা, বাটি ইত্যাদি তৈরি করছে ৷ তাদের এই উদ্যোগকে সফল করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সম্বলপুর প্রশাসন ৷ তাদের তরফে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্লাস্টিকের থালা, বাটি বা ওই জাতীয় জিনিসপত্রের ব্যবহার বন্ধ করার জন্য শালপাতার ব্যবহারে জোর দেওয়া হচ্ছে ৷

শালপাতা ব্যবহারের ফলে কেবল যে প্লাস্টিকের ব্যবহার কমছে তাই নয়, মহিলারাও আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠছেন ৷ এই কাজের প্রধান কাঁচামাল শালপাতা ৷ সুবিধে হল, এই শালপাতা মহিলাদের কিনতে হয় না ৷ নিয়ম করে প্রতিদিন সকালে জঙ্গল থেকে শালপাতা কুড়িয়ে আনেন ৷ তা নিয়ে আসেন প্রশিক্ষণ কেন্দ্রে ৷ সেখানে সবাই মিলে থালা, বাটি তৈরি করেন ৷ আর তাই বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে যা আয় হয়, তা মহিলাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় ৷

একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধ করতে শালপাতার থালা, বাটি তৈরি করছেন ওড়িশার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ সাহায্য প্রশাসনের...

কী ভাবে তৈরি হয় প্লেট বা বাটি ? জঙ্গল থেকে শালপাতা কুড়িয়ে আনার পর হাতে করে সেই পাতাকে থালা ও বাটির আকার দেওয়া হয় । তারপর তা রোদে শুকোনো হয় । রোদ থেকে তুলে সেলাই করা হয় । তারপর তা বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় ।

কেমন দাম এই প্লেটের? একটা সময় দিনে 100-র বেশি প্লেট বানাতে পারতেন না একজন মহিলা । কিন্তু, মেশিনের দৌলতে সেই সংখ্যা এখন বেড়েছে । এক এক জন দৈনিক 500টি প্লেট বানাতে পারেন । একটা সময় প্রতি প্লেটের দাম ছিল 70 পয়সা ৷ এখন তার দাম বেড়ে হয়েছে সাড়ে তিন টাকা ৷

সম্বলপুর প্রশাসনের পাশাপাশি ওড়িশা বন দপ্তরের তরফেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাহায্য করা হচ্ছে ৷ বন দপ্তরের তরফে ইতিমধ্যেই 10টি সেলাই মেশিন দেওয়া হয়েছে গোষ্ঠীকে ৷ স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য সবরকম সাহায্য করছে জেলা প্রশাসন ৷

এই প্রকল্পের সঙ্গে যুক্ত সরকারি আধিকারিক সুকান্ত ত্রিপাঠী জানালেন, একবার ব্যববহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে সবরকম ব্যবস্থা করা হচ্ছে ৷ তাঁর কথায়, "এখানে তৈরি শালপাতা এখন গোয়ায় পাঠানো হচ্ছে ৷ ভবিষ্যতে ভোপাল, রাইপুর ও কলকাতায় পাঠানোর পরিকল্পনা রয়েছে ৷ উৎপাদন বাড়ানো হবে যাতে স্থানীয় বাজারেও এই শালপাতার থালা পাওয়া যায় ৷"

ভুবনেশ্বর, 13 ডিসেম্বর : একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধ করতে দেশজুড়ে প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ এবার একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধে এগিয়ে এল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ ওড়িশার সম্বলপুরের গুমেই এলাকার এই স্বনির্ভর গোষ্ঠী শালপাতার থালা, বাটি ইত্যাদি তৈরি করছে ৷ তাদের এই উদ্যোগকে সফল করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সম্বলপুর প্রশাসন ৷ তাদের তরফে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্লাস্টিকের থালা, বাটি বা ওই জাতীয় জিনিসপত্রের ব্যবহার বন্ধ করার জন্য শালপাতার ব্যবহারে জোর দেওয়া হচ্ছে ৷

শালপাতা ব্যবহারের ফলে কেবল যে প্লাস্টিকের ব্যবহার কমছে তাই নয়, মহিলারাও আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠছেন ৷ এই কাজের প্রধান কাঁচামাল শালপাতা ৷ সুবিধে হল, এই শালপাতা মহিলাদের কিনতে হয় না ৷ নিয়ম করে প্রতিদিন সকালে জঙ্গল থেকে শালপাতা কুড়িয়ে আনেন ৷ তা নিয়ে আসেন প্রশিক্ষণ কেন্দ্রে ৷ সেখানে সবাই মিলে থালা, বাটি তৈরি করেন ৷ আর তাই বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে যা আয় হয়, তা মহিলাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় ৷

একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধ করতে শালপাতার থালা, বাটি তৈরি করছেন ওড়িশার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ সাহায্য প্রশাসনের...

কী ভাবে তৈরি হয় প্লেট বা বাটি ? জঙ্গল থেকে শালপাতা কুড়িয়ে আনার পর হাতে করে সেই পাতাকে থালা ও বাটির আকার দেওয়া হয় । তারপর তা রোদে শুকোনো হয় । রোদ থেকে তুলে সেলাই করা হয় । তারপর তা বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় ।

কেমন দাম এই প্লেটের? একটা সময় দিনে 100-র বেশি প্লেট বানাতে পারতেন না একজন মহিলা । কিন্তু, মেশিনের দৌলতে সেই সংখ্যা এখন বেড়েছে । এক এক জন দৈনিক 500টি প্লেট বানাতে পারেন । একটা সময় প্রতি প্লেটের দাম ছিল 70 পয়সা ৷ এখন তার দাম বেড়ে হয়েছে সাড়ে তিন টাকা ৷

সম্বলপুর প্রশাসনের পাশাপাশি ওড়িশা বন দপ্তরের তরফেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাহায্য করা হচ্ছে ৷ বন দপ্তরের তরফে ইতিমধ্যেই 10টি সেলাই মেশিন দেওয়া হয়েছে গোষ্ঠীকে ৷ স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য সবরকম সাহায্য করছে জেলা প্রশাসন ৷

এই প্রকল্পের সঙ্গে যুক্ত সরকারি আধিকারিক সুকান্ত ত্রিপাঠী জানালেন, একবার ব্যববহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে সবরকম ব্যবস্থা করা হচ্ছে ৷ তাঁর কথায়, "এখানে তৈরি শালপাতা এখন গোয়ায় পাঠানো হচ্ছে ৷ ভবিষ্যতে ভোপাল, রাইপুর ও কলকাতায় পাঠানোর পরিকল্পনা রয়েছে ৷ উৎপাদন বাড়ানো হবে যাতে স্থানীয় বাজারেও এই শালপাতার থালা পাওয়া যায় ৷"

Bhopal (Madhya Pradesh), Dec 13 (ANI): Chief Minister Kamal Nath inaugurated the 19th All India Police Water Sports competition in Bhopal. Well-known national and international players will participate in the competition. There will be kayaking, canoeing and rowing events in the competition. The five-day competition will end on December 16. Addressing at the inaugural ceremony, chief minister said, "Police has the closest connection with the public and is the face of the administration. Police work has increased due to the use of technology. Discussion through information technology is also being done faster and better."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.