দিল্লি, 18 জুন : বিশ্ব যোগ দিবসের আর মাত্র তিন দিন বাকি । তার আগেই আজ দেশবাসীকে একটি ভিডিয়ো বার্তায় বাড়িতে বসেই যোগ দিবস পালনের অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশ্ব যোগ দিবসে প্রতিবছরই নতুন থিম রাখা হয় । বর্তমানে সমগ্র বিশ্বে কোরোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে এই বছরের থিম হিসেবে' বাড়িতে যোগ' এবং ' পরিবারের সঙ্গে যোগ'কে নির্বাচিত করা হয়েছে ।
প্রধানমন্ত্রী আজ একটি ভিডিয়ো বার্তায় বলেন, "যদিও যোগ দিবস সকলে একত্রিত হয়ে পালন করা হয়, তবে এই বছর পরিবর্তিত পরিস্থিতিতে সকলকে বাড়িতে থেকেই যোগ দিবস পালন করার অনুরোধ করা হচ্ছে। " তিনি বলেন, এই প্যানডেমিক চলাচলে প্রভাব সৃষ্টি করলেও, উৎসাহে প্রভাব ফেলতে পারেনি।
21 জুন, বিশ্ব যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। পূর্বে এই ভাষণ অনুষ্ঠান লেহ থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কোরোনা সংক্রমণের জেরে রাজধানী থেকেই তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী নিজেও লাইভ টিভিতে কয়েকটি যোগাসন করে দেখাতে পারেন। দৈনন্দিন জীবনে যোগাসনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখলেও বর্তমানে ভারত- চিন যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে কোনও বক্তব্য রাখবেন কি না, তা স্পষ্ট নয়।
বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠান সকাল সাতটা থেকে সম্প্রচার শুরু হবে । প্রায় এক ঘণ্টা ধরে চলবে। গত সপ্তাহে শুক্রবার আয়ুষ মন্ত্রক ও ভারতীয় সাংস্কৃতিক কাউন্সিলের তরফ থেকে ' মাই লাইফ, মাই যোগা' নামে একটি আন্তর্জাতিক ভিডিয়ো ব্লগ প্রতিযোগিতার ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের তিন মিনিটের একটি ভিডিয়ো আপলোড করতে হবে সোশাল মিডিয়ায়, যেখানে তাঁরা বিভিন্ন ধরনের যোগাসন করে দেখাবেন। এই ভিডিয়ো হ্যাসট্যাগ মাই লাইফ মাই যোগা এবং হ্যাসট্যাগ তাঁদের দেশের নাম উল্লেখ করে আয়ুষ মন্ত্রককে ট্যাগ করে আপলোড করতে হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের আর্থিক পুরস্কার ও ট্রফি দেওয়া হবে ভারত সরকারের তরফ থেকে।