ETV Bharat / bharat

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয় নার্স - কেরালার বাসিন্দা ভারতীয় নার্স

সৌদি আরবে কর্মরত 100 জন ভারতীয় নার্সের দেহে নোভেল করোনা ভাইরাস পরীক্ষা করার পর একজনের দেহে এর আক্রমণ লক্ষ্য করা গেছে । তাঁর চিকিৎসা চলছে । কেরালার বাসিন্দা ওই মহিলার যাতে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা হয়, তার জন্য বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।

Representational Image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jan 23, 2020, 8:22 PM IST

Updated : Jan 23, 2020, 9:28 PM IST

দিল্লি, 23 জানুয়ারি : সৌদি আরবে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম ভারতীয় । কেরালার বাসিন্দা ওই মহিলা নার্স হিসেবে সৌদি আরবে কর্মরত । ওই দেশে কর্মরত 100 জন ভারতীয় নার্সের শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করা হয় । যাতে একজনের দেহে এই ভাইরাসের আক্রমণ লক্ষ্য করা গেছে ।

বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ আজ একটি টুইট করে বিষয়টি জানান । তিনি টুইটে লেখেন, 100 জন ভারতীয় নার্সের মধ্যে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয় । তাঁরা বেশিরভাগই কেরালার বাসিন্দা । যাঁদের একজনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে । তাঁর চিকিৎসা চলছে সৌদি আরবের আসির ন্যাশনাল হাসপাতালে । তিনি চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন ।

এই ঘটনা সামনে আসার পরই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি লিখে পরিস্থিতির উপর নজর রাখার আর্জি জানিয়েছেন । পাশাপাশি, ওই নার্স যাতে সঠিক এবং পর্যাপ্ত চিকিৎসা পান, সেবিষয়ে সৌদি আরবের সঙ্গে কথা বলে নেওয়ার আবেদন করেন । চিঠিতে তিনি আরও লেখেন, সৌদি আরবের আজ়ির আবা আল হাসপাতালের নার্সদের মধ্যে করোনা ভাইরাসের আক্রমণ দেখা গেছে । বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে, প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক ।

করোনা ভাইরাস ইশুতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, "বেজিংয়ে থাকা ভারতীয় দূতাবাসকে সতর্ক করা হয়েছে । চিন কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ রেখেছে দূতাবাস । আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । যেকোনওরকম সমস্যার জন্য দূতাবাস রয়েছে । জরুরি ভিত্তিক নম্বরও দেওয়া হয়েছে । ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রমণ দেখা যায়নি । বিদেশ থেকে আসা 60 টি বিমান ও 12828 জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে ।"

'নিউমোনিয়া'র বৈশিষ্ট্য যুক্ত এই নোভেল করোনা ভাইরাসের সম্পূর্ণ নয়া সংস্করণ চিনে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে । এবার এই ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা নিতে চলেছে কেন্দ্র ৷ গত তিনদিনে নতুন করে 139 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে চিনে । সেকথা মাথায় রেখে ভারতের বিমানবন্দরগুলিতে জারি করা হয়েছে সতর্কতা ৷ কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের তরফে যাত্রীবাহী বিমান পরিষেবা মন্ত্রককে সংশ্লিষ্ট বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে ৷ রাজধানীসহ মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরে বিশেষ থার্মাল স্ক্রিনিং চালু করতে বলা হয়েছে ৷

চিন থেকে আসা কোনও বিমানে কেউ যদি অসুস্থ বোধ করে তবে তা দ্রুত জানাতে বলা হয়েছে ৷ ভিন দেশ থেকে আসা সমস্ত বিমানের ক্ষেত্রেই বাড়তি সতর্কতা নেওয়া হবে ৷ পাশাপাশি গত বছরের 31 ডিসেম্বরের পর চিনের ইউহান শহর থেকে আসা সমস্ত যাত্রীদের বিস্তারিত তালিকাও চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৷ নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ভালোভাবে যাচাই করে নিতে বলা হয়েছে ৷

চিন ও তার সংলগ্ন দেশগুলির ভারতীয় দূতাবাসগুলিতেও নোভেল করোনা ভাইরাস নিয়ে বার্তা দেওয়া হয়েছে ৷ চিনের বাইরে জাপান ও থাইল্যান্ডেও এই ভাইরাস সংক্রমণের খবর এসেছে ৷ এর আগে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা SARS-এর সংক্রমণে সারা বিশ্বে প্রায় 800 জনের মৃত্যু হয়েছিল । এই ভাইরাসটির সঙ্গে করোনা ভাইরাসের চরিত্রের বিশেষ মিল রয়েছে ৷ তাই রয়েছে আতঙ্ক ৷ সবমিলিয়ে পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র ৷

দিল্লি, 23 জানুয়ারি : সৌদি আরবে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম ভারতীয় । কেরালার বাসিন্দা ওই মহিলা নার্স হিসেবে সৌদি আরবে কর্মরত । ওই দেশে কর্মরত 100 জন ভারতীয় নার্সের শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করা হয় । যাতে একজনের দেহে এই ভাইরাসের আক্রমণ লক্ষ্য করা গেছে ।

বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ আজ একটি টুইট করে বিষয়টি জানান । তিনি টুইটে লেখেন, 100 জন ভারতীয় নার্সের মধ্যে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয় । তাঁরা বেশিরভাগই কেরালার বাসিন্দা । যাঁদের একজনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে । তাঁর চিকিৎসা চলছে সৌদি আরবের আসির ন্যাশনাল হাসপাতালে । তিনি চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন ।

এই ঘটনা সামনে আসার পরই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি লিখে পরিস্থিতির উপর নজর রাখার আর্জি জানিয়েছেন । পাশাপাশি, ওই নার্স যাতে সঠিক এবং পর্যাপ্ত চিকিৎসা পান, সেবিষয়ে সৌদি আরবের সঙ্গে কথা বলে নেওয়ার আবেদন করেন । চিঠিতে তিনি আরও লেখেন, সৌদি আরবের আজ়ির আবা আল হাসপাতালের নার্সদের মধ্যে করোনা ভাইরাসের আক্রমণ দেখা গেছে । বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে, প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক ।

করোনা ভাইরাস ইশুতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, "বেজিংয়ে থাকা ভারতীয় দূতাবাসকে সতর্ক করা হয়েছে । চিন কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ রেখেছে দূতাবাস । আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । যেকোনওরকম সমস্যার জন্য দূতাবাস রয়েছে । জরুরি ভিত্তিক নম্বরও দেওয়া হয়েছে । ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রমণ দেখা যায়নি । বিদেশ থেকে আসা 60 টি বিমান ও 12828 জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে ।"

'নিউমোনিয়া'র বৈশিষ্ট্য যুক্ত এই নোভেল করোনা ভাইরাসের সম্পূর্ণ নয়া সংস্করণ চিনে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে । এবার এই ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা নিতে চলেছে কেন্দ্র ৷ গত তিনদিনে নতুন করে 139 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে চিনে । সেকথা মাথায় রেখে ভারতের বিমানবন্দরগুলিতে জারি করা হয়েছে সতর্কতা ৷ কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের তরফে যাত্রীবাহী বিমান পরিষেবা মন্ত্রককে সংশ্লিষ্ট বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে ৷ রাজধানীসহ মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরে বিশেষ থার্মাল স্ক্রিনিং চালু করতে বলা হয়েছে ৷

চিন থেকে আসা কোনও বিমানে কেউ যদি অসুস্থ বোধ করে তবে তা দ্রুত জানাতে বলা হয়েছে ৷ ভিন দেশ থেকে আসা সমস্ত বিমানের ক্ষেত্রেই বাড়তি সতর্কতা নেওয়া হবে ৷ পাশাপাশি গত বছরের 31 ডিসেম্বরের পর চিনের ইউহান শহর থেকে আসা সমস্ত যাত্রীদের বিস্তারিত তালিকাও চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৷ নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ভালোভাবে যাচাই করে নিতে বলা হয়েছে ৷

চিন ও তার সংলগ্ন দেশগুলির ভারতীয় দূতাবাসগুলিতেও নোভেল করোনা ভাইরাস নিয়ে বার্তা দেওয়া হয়েছে ৷ চিনের বাইরে জাপান ও থাইল্যান্ডেও এই ভাইরাস সংক্রমণের খবর এসেছে ৷ এর আগে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা SARS-এর সংক্রমণে সারা বিশ্বে প্রায় 800 জনের মৃত্যু হয়েছিল । এই ভাইরাসটির সঙ্গে করোনা ভাইরাসের চরিত্রের বিশেষ মিল রয়েছে ৷ তাই রয়েছে আতঙ্ক ৷ সবমিলিয়ে পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র ৷

Jaipur (Rajasthan), Jan 23 (ANI): NABARD State Level Credit Seminar was recently organized in Jaipur. On this occasion, Rajasthan Chief Minister Ashok Gehlot said that there is immense scope in agriculture, animal husbandry, dairy, handicrafts, water conservation, rural development, self-employment and other areas. NABARD and other banking institutions can play an important role in the development of the country and state by promoting these areas. Chief Minister emphasized that in view of the current economic conditions, improvement in the economy should be state government's top priority. Banks can make a big contribution to the country's GDP and employment growth by providing loans to priority sectors as per their target. The Chief Minister underlined that the state government has come up with new policies for the development of solar energy, wind energy, industry, agro-processing and MSME sector. In this way, the role of NABARD and other banks will increase in the state. On this occasion, the Chief Minister also released the State Focus Paper of the year 2020-21 of NABARD.
Last Updated : Jan 23, 2020, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.