ETV Bharat / bharat

অবসরের 4 দিন আগে কোরোনায় মৃত্যু নার্সের - কোরোনা ভাইরাস

কোরোনা মৃত্যু হল তেলাঙ্গানার এক নার্সের ৷ জুন মাসের শেষে অবসর নেওয়ার কথা ছিল তাঁর ৷

4 দিন বাকি ছিল অবসরের, কোরোনায় মৃত্যু নার্সের
4 দিন বাকি ছিল অবসরের, কোরোনায় মৃত্যু নার্সের
author img

By

Published : Jun 27, 2020, 12:14 PM IST

হায়দরাবাদ, 27 জুন : চলতি মাসের শেষে অবসর নেওয়ার কথা ছিল তাঁর ৷ দিন চারেকের মধ্যেই দীর্ঘ কর্মজীবনের ইতি পড়তে চলেছিল ৷ কিন্তু, তার আগেই কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তেলাঙ্গানার এক নার্সের ৷ একটি গভর্নমেন্ট জেনেরাল ও চেস্ট হাসপাতালে কর্মরত ছিলেন তিনি ৷ ডিউটি পড়েছিল COVID ওয়ার্ডে ৷

অসুস্থ থাকায় কয়েকদিন ছুটি নিয়েছিলেন ওই নার্স ৷ কিন্তু হাসপাতালে কর্মীর অভাব দেখা দেওয়ায় কাজে ফিরতে বাধ্য হন তিনি ৷ হাসপাতালের COVID ওয়ার্ডে কাজ করছিলেন৷ তারপরই অসুস্থতা আরও বাড়তে থাকে ওই নার্সের ৷ জ্বর বাড়তে থাকায় তাঁর কোরোনা পরীক্ষা করা হয় ৷ রিপোর্ট পজ়িটিভ আসার পর তাঁকে গান্ধি হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় দু'দিন আগে ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয় ওই নার্সকে ৷ কিন্তু বাঁচানো যায়নি ৷ এই প্রথম হায়দরাবাদে কোনও সিনিয়র নার্সের মৃত্যু হল ৷

গান্ধি হাসপাতালের চিকিৎসক ড. প্রভাকর রেড্ডি জানান, "ওই নার্স ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন ৷ ভেন্টিলেটরে রাখা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি ৷ শুক্রবার তিনি মারা যান ৷" গভর্নমেন্ট জেনেরাল ও চেস্ট হাসপাতালের ওই নার্সের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলাঙ্গানার রাজ্যপাল ড. তামিলিসাই সৌন্দরারাজন ৷

হায়দরাবাদ, 27 জুন : চলতি মাসের শেষে অবসর নেওয়ার কথা ছিল তাঁর ৷ দিন চারেকের মধ্যেই দীর্ঘ কর্মজীবনের ইতি পড়তে চলেছিল ৷ কিন্তু, তার আগেই কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তেলাঙ্গানার এক নার্সের ৷ একটি গভর্নমেন্ট জেনেরাল ও চেস্ট হাসপাতালে কর্মরত ছিলেন তিনি ৷ ডিউটি পড়েছিল COVID ওয়ার্ডে ৷

অসুস্থ থাকায় কয়েকদিন ছুটি নিয়েছিলেন ওই নার্স ৷ কিন্তু হাসপাতালে কর্মীর অভাব দেখা দেওয়ায় কাজে ফিরতে বাধ্য হন তিনি ৷ হাসপাতালের COVID ওয়ার্ডে কাজ করছিলেন৷ তারপরই অসুস্থতা আরও বাড়তে থাকে ওই নার্সের ৷ জ্বর বাড়তে থাকায় তাঁর কোরোনা পরীক্ষা করা হয় ৷ রিপোর্ট পজ়িটিভ আসার পর তাঁকে গান্ধি হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় দু'দিন আগে ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয় ওই নার্সকে ৷ কিন্তু বাঁচানো যায়নি ৷ এই প্রথম হায়দরাবাদে কোনও সিনিয়র নার্সের মৃত্যু হল ৷

গান্ধি হাসপাতালের চিকিৎসক ড. প্রভাকর রেড্ডি জানান, "ওই নার্স ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন ৷ ভেন্টিলেটরে রাখা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি ৷ শুক্রবার তিনি মারা যান ৷" গভর্নমেন্ট জেনেরাল ও চেস্ট হাসপাতালের ওই নার্সের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলাঙ্গানার রাজ্যপাল ড. তামিলিসাই সৌন্দরারাজন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.