দিল্লি, 9 মার্চ : মিতালি রাজ হোক বা মেরি কম । ভারতীয় নৌসেনার প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী স্বরূপ থেকে শুরু করে 2019-র প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতৃত্ব দেওয়া প্রথম মহিলা সেনা আধিকারিক ভাবনা কস্তুরি । প্রত্যেকেই একটা কথা বার বার প্রমাণ করেছেন । আর সেটা হল সব ক্ষেত্রেই পুরুষ ও নারী সমান সমান । এবার সেকথা আরও একবার প্রমাণ করলেন নূপুর কুলশ্রেষ্ঠা । প্রথম মহিলা যিনি ভারতীয় কোস্ট গার্ডের DIG পদে উন্নীত হয়েছেন ।
আন্তর্জাতিক নারী দিবসের দিন DIG-র পদ পাওয়ায় অত্যন্ত খুশি নূপুর । তাঁকে এই পদের জন্য যোগ্য বিবেচিত করায় ও মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান তিনি ।
নূপুর বলেন, "আমি 1999 সালে চাকরিতে যোগ দিই । আর এখন আমি প্রথম মহিলা যাকে এই পদে উন্নীত করা হল । এটা একটা দুর্দান্ত অনুভূতি । আমি কর্তৃপক্ষকে এর জন্য ধন্যবাদ জানাই ।" একইসঙ্গে সকল নারীদের এগিয়ে চলার বার্তা দেন তিনি ।
আসলে কোনও কাজের জন্য কে কতটা যোগ্য তা তাঁর লিঙ্গ দিয়ে নির্ধারণ করা যায় না । সবটাই নির্ভর করে তাঁর পরিশ্রম, কোনও কাজের প্রতি নিষ্ঠা ও দায়বদ্ধতার উপর । সেটাই নিজেদের কাজের মাধ্যমে বোঝাচ্ছে মিতালি থেকে শুরু করে নূপুর কুলশ্রেষ্ঠার মতো অনেকেই ।