দিল্লি, 4 অক্টোবর : বাড়ছে দৈনিক বিমান যাত্রীর সংখ্যা । কোরোনা পরিস্থিতির আগের মতোই বিমানে যাতায়াত করছেন যাত্রীরা । শুধু 4 অক্টোবর 1লাখ 68 হাজার 860 জন যাতায়াত করেছেন বিমানে । কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, কোরোনা পরিস্থিতি শুরু হওয়ার আগে দৈনিক ঠিক এই হারেই যাত্রী বিমানে যাতায়াত করতেন ।
দেশে কোরোনা সংক্রমণ বাড়তে থাকায় 21 মার্চ থেকে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার । 25 মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল । আর বিদেশে আটকে পড়াদের ফেরানোর জন্য চালু হয় বন্দে ভারত মিশন । বিভিন্ন দেশ থেকে এই মিশনের মাধ্যমে অনেকে দেশে ফিরে আসেন ।
দেশে আনলক পর্ব শুরু হতেই ছাড় দেওয়া হয় বিমান চলাচলে । তবে বেশ কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয় । 25 মে থেকে ধাপে ধাপে দেশে বিমান পরিষেবা চালু করা হয় । এরপর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে বিমান চলাচল । বাড়তে থাকে দৈনিক যাত্রীর সংখ্যাও । 4 অক্টোবর সবচেয়ে বেশি যাত্রী চলাচল করেছেন বলে জানা গিয়েছে ।
হরদীপ সিং পুরি টুইট করে জানান, "দৈনিক যাত্রী সংখ্যা বাড়ছে । 4 অক্টোবর সবচেয়ে বেশি যাত্রী চলাচল করে। মোট 1 হাজার 458টি বিমানে 1লাখ 68 হাজার 860 জন যাত্রী চলাচল করেছে ।"