দিল্লি, 5 অগাস্ট : দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল 19 লাখের গণ্ডি । গত 24 ঘণ্টায় সংক্রমিত 52 হাজার 509 জন । এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 19 লাখ 8 হাজার 255 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 857 জনের । এই নিয়ে দেশে মোট মৃত্যু হল 39 হাজার 795 জনের ।
দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 12 লাখেরও বেশি মানুষ । সুস্থতার হারে অন্য দেশের থেকে অনেকটাই এগিয়ে ভারত । অন্যদিকে, এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 5 লাখ 86 হাজার 244 ।
আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িলের পরই বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত । দেশে প্রতিদিনই 50 হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে । সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । এরাজ্যে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে সাড়ে চার লাখ । গত 24 ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে 7 হাজার 760 জন ।
তারপরই রয়েছে তামিলনাড়ু । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 5 হাজার 063 জন । যা নিয়ে এখানে মোট কোরোনায় আক্রান্ত 2 লাখ 68 হাজার 285 । দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশে । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 9 হাজার 747 জন । যা নিয়ে এখানে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ 73 হাজার 438 ।
সংক্রমণ বাড়ছে কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গেও । এদিকে কিছুটা হলেও সংক্রমণ কমেছে দিল্লিতে । গত 24 ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছে 674 জন । এই নিয়ে এরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 1.39 লাখ । সংক্রমণ বাড়ছে গুজরাত, তেলাঙ্গানা, বিহার, ও অসমে ।