মানেসর, 15 অক্টোবর : সন্ত্রাসবাদ সহ দেশের যে কোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত জাতীয় নিরাপত্তা বাহিনী (NSG) ৷ আজ এমনটাই জানালেন NSG-র ডিরেক্টর জেনারেল এস এস দেশওয়াল ৷
NSG-র 35তম প্রতিষ্ঠা দিবসে সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "1984 সালে প্রতিষ্ঠা হওয়া জাতীয় নিরাপত্তা বাহিনী (NSG) দেশের একটি এলিট স্ট্রাইকিং ফোর্স ৷ আমাদের ছয়টি কার্যালয় আছে ৷ জঙ্গিদমন থেকে শুরু করে পণবন্দীদের উদ্ধার করা, সবরকম পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত ৷"
তিনি আরও যোগ করেন, "শ্রীনগরে আমাদের নতুন কেন্দ্র গড়ে উঠেছে, যা সবরকম পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত ৷"
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ সীমান্তে অস্ত্র পাচার প্রসঙ্গে দেশওয়াল বলেন, "যদিও BSF এবং ভারতীয় সেনা এইসবের মোকাবিলা করতে সক্ষম, তবে প্রয়োজন হলে আমরাও প্রস্তুত ৷
"পঞ্জাব সীমান্তের দায়িত্বে রয়েছে BSF ও ভারতীয় সেনা ৷ কিন্তু প্রয়োজনে আমরা ড্রোনের মাধ্যমে নজরদারি চালাতে পারি ৷" আজকের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে এমনটাই জানালেন জাতীয় নিরাপত্তা বাহিনী (NSG)-র ডিরেক্টর জেনারেল ৷
সম্ভব্য জঙ্গি হামলার প্রস্তুতির বিষয়ে আজ তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, " আমাদের কাছে যখন যা তথ্য আসে, আমরা সঙ্গে সঙ্গে সেইসব তথ্য দেশের সমস্ত নিরাপত্তা সংস্থার কাছে পৌঁছে দিই ৷ আমরা জঙ্গি দমন সহ দেশের সবরকম সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত ৷"