ETV Bharat / bharat

জঙ্গিদমন থেকে পণবন্দী উদ্ধার, মোকাবিলায় প্রস্তুত NSG - জঙ্গি দমনে NSG

"শ্রীনগরে আমাদের নতুন কেন্দ্র গড়ে উঠেছে, যা সবরকম পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত ৷ জঙ্গি দমন থেকে সীমান্তে অস্ত্র পাচার সবকিছুর জন্যই আমরা প্রস্তুত ৷" বললেন NSG-র ডিরেক্টর জেনারেল এস এস দেশওয়াল ৷

ছবি সৌজন্যে : ANI
author img

By

Published : Oct 15, 2019, 9:45 PM IST

Updated : Oct 15, 2019, 11:16 PM IST

মানেসর, 15 অক্টোবর : সন্ত্রাসবাদ সহ দেশের যে কোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত জাতীয় নিরাপত্তা বাহিনী (NSG) ৷ আজ এমনটাই জানালেন NSG-র ডিরেক্টর জেনারেল এস এস দেশওয়াল ৷

NSG-র 35তম প্রতিষ্ঠা দিবসে সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "1984 সালে প্রতিষ্ঠা হওয়া জাতীয় নিরাপত্তা বাহিনী (NSG) দেশের একটি এলিট স্ট্রাইকিং ফোর্স ৷ আমাদের ছয়টি কার্যালয় আছে ৷ জঙ্গিদমন থেকে শুরু করে পণবন্দীদের উদ্ধার করা, সবরকম পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত ৷"

তিনি আরও যোগ করেন, "শ্রীনগরে আমাদের নতুন কেন্দ্র গড়ে উঠেছে, যা সবরকম পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত ৷"

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ সীমান্তে অস্ত্র পাচার প্রসঙ্গে দেশওয়াল বলেন, "যদিও BSF এবং ভারতীয় সেনা এইসবের মোকাবিলা করতে সক্ষম, তবে প্রয়োজন হলে আমরাও প্রস্তুত ৷

"পঞ্জাব সীমান্তের দায়িত্বে রয়েছে BSF ও ভারতীয় সেনা ৷ কিন্তু প্রয়োজনে আমরা ড্রোনের মাধ্যমে নজরদারি চালাতে পারি ৷" আজকের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে এমনটাই জানালেন জাতীয় নিরাপত্তা বাহিনী (NSG)-র ডিরেক্টর জেনারেল ৷

সম্ভব্য জঙ্গি হামলার প্রস্তুতির বিষয়ে আজ তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, " আমাদের কাছে যখন যা তথ্য আসে, আমরা সঙ্গে সঙ্গে সেইসব তথ্য দেশের সমস্ত নিরাপত্তা সংস্থার কাছে পৌঁছে দিই ৷ আমরা জঙ্গি দমন সহ দেশের সবরকম সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত ৷"

মানেসর, 15 অক্টোবর : সন্ত্রাসবাদ সহ দেশের যে কোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত জাতীয় নিরাপত্তা বাহিনী (NSG) ৷ আজ এমনটাই জানালেন NSG-র ডিরেক্টর জেনারেল এস এস দেশওয়াল ৷

NSG-র 35তম প্রতিষ্ঠা দিবসে সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "1984 সালে প্রতিষ্ঠা হওয়া জাতীয় নিরাপত্তা বাহিনী (NSG) দেশের একটি এলিট স্ট্রাইকিং ফোর্স ৷ আমাদের ছয়টি কার্যালয় আছে ৷ জঙ্গিদমন থেকে শুরু করে পণবন্দীদের উদ্ধার করা, সবরকম পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত ৷"

তিনি আরও যোগ করেন, "শ্রীনগরে আমাদের নতুন কেন্দ্র গড়ে উঠেছে, যা সবরকম পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত ৷"

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ সীমান্তে অস্ত্র পাচার প্রসঙ্গে দেশওয়াল বলেন, "যদিও BSF এবং ভারতীয় সেনা এইসবের মোকাবিলা করতে সক্ষম, তবে প্রয়োজন হলে আমরাও প্রস্তুত ৷

"পঞ্জাব সীমান্তের দায়িত্বে রয়েছে BSF ও ভারতীয় সেনা ৷ কিন্তু প্রয়োজনে আমরা ড্রোনের মাধ্যমে নজরদারি চালাতে পারি ৷" আজকের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে এমনটাই জানালেন জাতীয় নিরাপত্তা বাহিনী (NSG)-র ডিরেক্টর জেনারেল ৷

সম্ভব্য জঙ্গি হামলার প্রস্তুতির বিষয়ে আজ তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, " আমাদের কাছে যখন যা তথ্য আসে, আমরা সঙ্গে সঙ্গে সেইসব তথ্য দেশের সমস্ত নিরাপত্তা সংস্থার কাছে পৌঁছে দিই ৷ আমরা জঙ্গি দমন সহ দেশের সবরকম সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত ৷"

Rameswaram (Tamil Nadu), Oct 15 (ANI): Mohamed Muthu Meera Maraikayar, elder brother of former president Dr APJ Abdul Kalam, paid tribute to the 'missile man' on his 88th birth anniversary in Rameswaram on October 15. The former President suffered a cardiac arrest on July 27, 2015, and passed away while giving a lecture at the Indian Institute of Management, Shillong. In 2002, Dr Kalam became the 11th President of India and famously became the 'People's President' for his friendly nature to one and all. In 2010, the United Nations decided to recognise October 15 as World Students' Day in honour of the former president. He always referred to himself as a teacher first.

Last Updated : Oct 15, 2019, 11:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.