দিল্লি, 19 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে অবগত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ঘোষণা করা হয় 5 অগাস্ট । তারপর জম্মু ও কাশ্মীরে যান অজিত ডোভাল । জম্মু ও কাশ্মীর থেকে ফিরে আজ অমিত শাহর সঙ্গে দেখা করেন ডোভাল । বৈঠকে স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা ও অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন ।
জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই কাশ্মীরে ছিলেন অজিত ডোভাল ৷ বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ কখনও রাস্তায় বেরিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের সঙ্গে খাবার খেয়েছেন ৷ ডোভালের কাশ্মীর সফর নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও তা প্রশংসিত হয়েছে কাশ্মীরের পুলিশ প্রশাসনে ।
ইদ ও স্বাধীনতা দিবসে বড় কোনও বিক্ষোভ ও আন্দোলন না হওয়ায় এবার ধাপে ধাপে জম্মু ও কাশ্মীর থেকে নানা বিধিনিষেধ তোলার ইঙ্গিত দিয়েছে প্রশাসন । স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানান, 5 অগাস্টের পর গতিবিধি সংক্রান্ত যা কড়াকড়ি ছিল তা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে ৷ মুখ্যসচিব জানিয়েছেন, উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ । ধাপে ধাপে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে । তবে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তোলার আগে কয়েকটি বিষয়ে নজরদারির কথা বলছে জম্মু ও কাশ্মীর প্রশাসন ।