ETV Bharat / bharat

NRC সাম্প্রদায়িক বিভাজন বাড়াচ্ছে : অধীর - রাজ্যে NRC আতঙ্ক

NRC প্রসঙ্গে ফের কেন্দ্রের সমালোচনা করলেন কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, "NRC-র জন্য সমাজে সাম্প্রদায়িকতা বাড়ছে  ৷ বিভাজন তৈরি হচ্ছে ৷  NDA সরকারকে নিশানা করে আজ একথা বলেন কংগ্রেস সাংসদ ৷

NRC সাম্প্রদায়িক বিভাজন বাড়াচ্ছে : অধীর
author img

By

Published : Nov 21, 2019, 8:45 PM IST

দিল্লি, 21 নভেম্বর : NRC প্রসঙ্গে ফের কেন্দ্রের সমালোচনা করলেন কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, "NRC-র জন্য সমাজে সাম্প্রদায়িকতা বাড়ছে ৷ বিভাজন তৈরি হচ্ছে ৷ NDA সরকারকে নিশানা করে আজ একথা বলেন কংগ্রেস সাংসদ ৷

অধীর বলেন, "NRC ইশু নিয়ে বিভাজন এবং সাম্প্রদায়িকতার পথে এগোনো উচিৎ নয় ৷ দেশ গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ মানুষের নজর অন্যদিকে ঘোরাতে NRC ও অন্যান্য ইশু সামনে নিয়ে আসছে সরকার ৷ আমার মনে হয় সরকার আমাদের সমাজকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভেঙে ফেলতে সবরকম উদ্যোগ নিয়েছে ৷ "

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যসভায় জানান, ভারতের সমস্ত নাগরিককে NRC -র আওতায় আনা হবে ৷ অসমে NRC প্রকাশিত হয়েছিল 31 অগাস্ট ৷ সেই তালিকায় নাম ছিল 3 কোটি 11 লাখ নাগরিকের ৷ বাদ পড়েছিল প্রায় 19 লাখ নাম ৷

NRC নিয়ে আতঙ্কে রয়েছে এখন পশ্চিমবঙ্গ । বিরোধী দলগুলি ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে NRC-র প্রাসঙ্গিকতা নিয়ে ৷ আজ সেই বিতর্কই ফের উসকে দিলেন অধীর রঞ্জন চৌধুরি ৷

দিল্লি, 21 নভেম্বর : NRC প্রসঙ্গে ফের কেন্দ্রের সমালোচনা করলেন কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, "NRC-র জন্য সমাজে সাম্প্রদায়িকতা বাড়ছে ৷ বিভাজন তৈরি হচ্ছে ৷ NDA সরকারকে নিশানা করে আজ একথা বলেন কংগ্রেস সাংসদ ৷

অধীর বলেন, "NRC ইশু নিয়ে বিভাজন এবং সাম্প্রদায়িকতার পথে এগোনো উচিৎ নয় ৷ দেশ গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ মানুষের নজর অন্যদিকে ঘোরাতে NRC ও অন্যান্য ইশু সামনে নিয়ে আসছে সরকার ৷ আমার মনে হয় সরকার আমাদের সমাজকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভেঙে ফেলতে সবরকম উদ্যোগ নিয়েছে ৷ "

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যসভায় জানান, ভারতের সমস্ত নাগরিককে NRC -র আওতায় আনা হবে ৷ অসমে NRC প্রকাশিত হয়েছিল 31 অগাস্ট ৷ সেই তালিকায় নাম ছিল 3 কোটি 11 লাখ নাগরিকের ৷ বাদ পড়েছিল প্রায় 19 লাখ নাম ৷

NRC নিয়ে আতঙ্কে রয়েছে এখন পশ্চিমবঙ্গ । বিরোধী দলগুলি ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে NRC-র প্রাসঙ্গিকতা নিয়ে ৷ আজ সেই বিতর্কই ফের উসকে দিলেন অধীর রঞ্জন চৌধুরি ৷

Mumbai, Nov 21 (ANI): Shiv Sena MLA Abdul Sattar openly threatened and asserted that it won't be good for anyone if someone tries to break Shiv Sena. Speaking to ANI, MLA Abdul Sattar said, "If anyone tries to break Shiv Sena, we will not only break his head but also his legs. Lekin dawakhane ka bhi intezam Shiv Sena karegi. Unke liye ambulance bhi tayar rahegi."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.