ETV Bharat / bharat

দেশজুড়ে NRC কার্যকর নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি : অমিত শাহ - বাংলা-কেরালাকে সাহায্যের আবেদন শাহর

সংবাদ সংস্থা ANI -কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই মুহূর্তের প্রধান তিন বিতর্কিত বিষয় NRC, NPR ও  CAA নিয়ে মুখ খুললেন অমিত শাহ । ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) নিয়ে পশ্চিমবঙ্গ ও কেরালা সরকারের কাছে সাহায্যের আবেদন জানালেন শাহ ।

amit
অমিত শাহ
author img

By

Published : Dec 24, 2019, 7:41 PM IST

Updated : Dec 24, 2019, 9:44 PM IST

দিল্লি, 24 ডিসেম্বর : NRC নিয়ে বিতর্কের প্রয়োজন নেই । এখনই দেশজুড়ে NRC কার্যকর করা নিয়ে মন্ত্রিসভা বা সংসদে কোনও আলোচনা হয়নি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে সুর মিলিয়ে আজ ফের একবার কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । একইসঙ্গে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) নিয়ে পশ্চিমবঙ্গ ও কেরালা সরকারের কাছে সহযোগিতার আবেদন জানালেন শাহ । স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই দুই রাজ্যে NPR চালু হলে গরিব মানুষের স্বার্থ সুরক্ষিত হবে । এই দুই রাজ্যের প্রতি আবেদন,রাজনৈতিক কারণে প্রতিবাদ করবেন না সহযোগিতার জন্য এগিয়ে আসুন।

আজ সংবাদ সংস্থা ANI -কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই মুহূর্তের প্রধান তিন বিতর্কিত বিষয় NRC, NPR ও CAA নিয়ে মুখ খুললেন অমিত শাহ । তিনি জানান,জাতীয় নাগরিক পঞ্জি(NRC) ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) এর মধ্যে কোনও যোগসূত্র নেই । একইসঙ্গে আশ্বাস, নাগরিকদের অধিকার খর্ব করতে নয় বরং সুরক্ষিত করতেই নাগরিকত্ব সংশোধনী আইন । অমিত শাহ আরও জানান, প্রতি দশবছর অন্তর NPR হয়ে থাকে। 2010 সালে এটি শুরু করেছিল কংগ্রেস সরকার। এটি করা হয়, যাতে দেশ ও রাজ্যের আগাম পরিকল্পনা নিতে সুবিধা হয়। এবিষয়ে সকল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। তবে NPR-র কোনও নাম বাদ গেলে নাগরিকত্ব বাদ যাবে না। কারণ এটা NRC নয় ।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশের আর কোথাও ডিটেনশন ক্যাম্প নেই । শুধু অসমেই রয়েছে। তাও তা আগে থেকে ছিল। BJP সরকারের আমলে তা তৈরি হয়নি। তিনি জানান, শুধুমাত্র অসমের জন্যই NRC হয়েছে ।

সংখ্যালঘুদেরও যে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই স বার্তাও দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে মুসলিম নাগরিকদের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে । শুধু মুসলিম নয় ভুল বোঝানো হচ্ছে দেশের প্রতিটি সাধারণ মানুষকে । এরপরই তাঁর আশ্বাস কাউকে নাগরিকত্ব হারাতে হবে না।

NRC ইশুতে প্রত্যাশিতভাবে গত UPA সরকারের দিকে আঙুল তুলেছেন । তাঁর দাবি, এই আইন UPA জমানার । তাঁর আরও দাবি NRC ও NPR সম্পূর্ণ আলাদা। NPR -এ কোনও তথ্য লাগবে না । লাগবে না বায়োমেট্রিক তথ্য। 2021 সালের মধ্যে NPR কার্যকর হবে । এরপরই বাংলা ও কেরালার মুখ্যমন্ত্রীদের প্রতি শাহের অনুরোধ গরিব মানুষের স্বার্থে এগিয়ে আসুন ।

দিল্লি, 24 ডিসেম্বর : NRC নিয়ে বিতর্কের প্রয়োজন নেই । এখনই দেশজুড়ে NRC কার্যকর করা নিয়ে মন্ত্রিসভা বা সংসদে কোনও আলোচনা হয়নি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে সুর মিলিয়ে আজ ফের একবার কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । একইসঙ্গে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) নিয়ে পশ্চিমবঙ্গ ও কেরালা সরকারের কাছে সহযোগিতার আবেদন জানালেন শাহ । স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই দুই রাজ্যে NPR চালু হলে গরিব মানুষের স্বার্থ সুরক্ষিত হবে । এই দুই রাজ্যের প্রতি আবেদন,রাজনৈতিক কারণে প্রতিবাদ করবেন না সহযোগিতার জন্য এগিয়ে আসুন।

আজ সংবাদ সংস্থা ANI -কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই মুহূর্তের প্রধান তিন বিতর্কিত বিষয় NRC, NPR ও CAA নিয়ে মুখ খুললেন অমিত শাহ । তিনি জানান,জাতীয় নাগরিক পঞ্জি(NRC) ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) এর মধ্যে কোনও যোগসূত্র নেই । একইসঙ্গে আশ্বাস, নাগরিকদের অধিকার খর্ব করতে নয় বরং সুরক্ষিত করতেই নাগরিকত্ব সংশোধনী আইন । অমিত শাহ আরও জানান, প্রতি দশবছর অন্তর NPR হয়ে থাকে। 2010 সালে এটি শুরু করেছিল কংগ্রেস সরকার। এটি করা হয়, যাতে দেশ ও রাজ্যের আগাম পরিকল্পনা নিতে সুবিধা হয়। এবিষয়ে সকল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। তবে NPR-র কোনও নাম বাদ গেলে নাগরিকত্ব বাদ যাবে না। কারণ এটা NRC নয় ।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশের আর কোথাও ডিটেনশন ক্যাম্প নেই । শুধু অসমেই রয়েছে। তাও তা আগে থেকে ছিল। BJP সরকারের আমলে তা তৈরি হয়নি। তিনি জানান, শুধুমাত্র অসমের জন্যই NRC হয়েছে ।

সংখ্যালঘুদেরও যে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই স বার্তাও দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে মুসলিম নাগরিকদের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে । শুধু মুসলিম নয় ভুল বোঝানো হচ্ছে দেশের প্রতিটি সাধারণ মানুষকে । এরপরই তাঁর আশ্বাস কাউকে নাগরিকত্ব হারাতে হবে না।

NRC ইশুতে প্রত্যাশিতভাবে গত UPA সরকারের দিকে আঙুল তুলেছেন । তাঁর দাবি, এই আইন UPA জমানার । তাঁর আরও দাবি NRC ও NPR সম্পূর্ণ আলাদা। NPR -এ কোনও তথ্য লাগবে না । লাগবে না বায়োমেট্রিক তথ্য। 2021 সালের মধ্যে NPR কার্যকর হবে । এরপরই বাংলা ও কেরালার মুখ্যমন্ত্রীদের প্রতি শাহের অনুরোধ গরিব মানুষের স্বার্থে এগিয়ে আসুন ।

New Delhi, Dec 24 (ANI): The Section 144 imposed in Delhi's Mandi House area on December 24. It was imposed in the view of protests against Citizenship Amendment Act (CAA). Police forces have been deployed at the area. According to Section 144, assembly of four or more people is prohibited in the area. Nation-wide protests have been intensified after the implementation of new Citizenship Act.

Last Updated : Dec 24, 2019, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.