দিল্লি, 24 ডিসেম্বর : NRC নিয়ে বিতর্কের প্রয়োজন নেই । এখনই দেশজুড়ে NRC কার্যকর করা নিয়ে মন্ত্রিসভা বা সংসদে কোনও আলোচনা হয়নি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে সুর মিলিয়ে আজ ফের একবার কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । একইসঙ্গে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) নিয়ে পশ্চিমবঙ্গ ও কেরালা সরকারের কাছে সহযোগিতার আবেদন জানালেন শাহ । স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই দুই রাজ্যে NPR চালু হলে গরিব মানুষের স্বার্থ সুরক্ষিত হবে । এই দুই রাজ্যের প্রতি আবেদন,রাজনৈতিক কারণে প্রতিবাদ করবেন না সহযোগিতার জন্য এগিয়ে আসুন।
আজ সংবাদ সংস্থা ANI -কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই মুহূর্তের প্রধান তিন বিতর্কিত বিষয় NRC, NPR ও CAA নিয়ে মুখ খুললেন অমিত শাহ । তিনি জানান,জাতীয় নাগরিক পঞ্জি(NRC) ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) এর মধ্যে কোনও যোগসূত্র নেই । একইসঙ্গে আশ্বাস, নাগরিকদের অধিকার খর্ব করতে নয় বরং সুরক্ষিত করতেই নাগরিকত্ব সংশোধনী আইন । অমিত শাহ আরও জানান, প্রতি দশবছর অন্তর NPR হয়ে থাকে। 2010 সালে এটি শুরু করেছিল কংগ্রেস সরকার। এটি করা হয়, যাতে দেশ ও রাজ্যের আগাম পরিকল্পনা নিতে সুবিধা হয়। এবিষয়ে সকল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। তবে NPR-র কোনও নাম বাদ গেলে নাগরিকত্ব বাদ যাবে না। কারণ এটা NRC নয় ।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশের আর কোথাও ডিটেনশন ক্যাম্প নেই । শুধু অসমেই রয়েছে। তাও তা আগে থেকে ছিল। BJP সরকারের আমলে তা তৈরি হয়নি। তিনি জানান, শুধুমাত্র অসমের জন্যই NRC হয়েছে ।
সংখ্যালঘুদেরও যে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই স বার্তাও দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে মুসলিম নাগরিকদের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে । শুধু মুসলিম নয় ভুল বোঝানো হচ্ছে দেশের প্রতিটি সাধারণ মানুষকে । এরপরই তাঁর আশ্বাস কাউকে নাগরিকত্ব হারাতে হবে না।
NRC ইশুতে প্রত্যাশিতভাবে গত UPA সরকারের দিকে আঙুল তুলেছেন । তাঁর দাবি, এই আইন UPA জমানার । তাঁর আরও দাবি NRC ও NPR সম্পূর্ণ আলাদা। NPR -এ কোনও তথ্য লাগবে না । লাগবে না বায়োমেট্রিক তথ্য। 2021 সালের মধ্যে NPR কার্যকর হবে । এরপরই বাংলা ও কেরালার মুখ্যমন্ত্রীদের প্রতি শাহের অনুরোধ গরিব মানুষের স্বার্থে এগিয়ে আসুন ।