হায়দরাবাদ, 29 এপ্রিল: কোরোনার প্রকোপে চলছে লকডাউন। ফল বন্ধ দেশের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। দিন যত গড়াচ্ছে তত হোয়াটেঅ্যাপ ইউটিউবের মতো সোশাল মিডিয়া প্লাটফর্মগুলিই হয়ে উঠছে বিকল্প শিক্ষা মাধ্যম। ব্যতিক্রম নয় তেলাঙ্গানাও। সাম্প্রতিকালে তেলাঙ্গানার 2 লাখ গ্রামীণ তথা প্রান্তবাসী পড়ুয়ারাও অনলাইন মাধ্যমেই তাদের পঠনপাঠন চালিয়ে যাচ্ছে।
এই ছাত্রছাত্রীরা TSWREIS (তেলাঙ্গানা সোশাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশনস) ও TTWREIS (তেলাঙ্গানা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশনস)-এর অধীন স্কুলগুলির ছাত্রছাত্রী। যেখানে ক্লাস ফাইভ থেকে স্নাতক স্তর অবধি পঠনপাঠনের সুবিধা রয়েছে। পাশাপাশি এই পড়ুয়াদের আধুনিক প্রযুক্তি সম্পর্কেও ওয়াকিবহাল করা হয়ে থাকে। TSWREI ও TTWREI-এর সেক্রেটারি আর এস প্রবীন কুমার জানান, TSWREI-এর অধীনে রয়েছে 268টি স্কুল। TTWREI অধীনে রয়েছে 179 টি স্কুল।
আর এস প্রবীন কুমারের কথায়, কোরোনা পরিস্থিতিতে গোটা পৃথিবীর ছাত্র, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি অস্বস্তিকর অবস্থায় পড়েছে। উলটো দিকে বহু সৃজনশীল ভাবনাও উঠে আসছে। এখন যখন স্কুলগুলি খোলা সম্ভব না তখন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন পঠনপাঠন। ফলে শিক্ষকরাও হোয়াটস্যাপ, ফেসবুক, ইউটিউবের মতো মাধ্যমকে দারুণভাবে ব্যবহার করছেন।ব্যবহৃত হচ্ছে প্রচুর পরিমাণে ই-টেক্সটবুক। তাছাড়া SCERT (স্টেট কাউন্সিল অব এডুকেশনাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ, তেলেঙ্গানা)-র বই ও T-SAT টিভি চ্যানেলের মাধ্যমেও পড়ুয়াদের পঠনপাঠন অক্ষুণ্ণ রাখা হচ্ছে তেলাঙ্গানা সরকারের তরফে।এক্ষেত্রে বহু শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির করছেন। যেখানে পড়ুয়াদের অভিভাবকের নম্বর অ্যাড করা হচ্ছে। এই গ্রুপগুলির মাধ্যমে নিয়মিতভাবে সিলেবাস অনুযায়ী পড়াশুনো চলছে।
এইসঙ্গে আজ TSWREI ও TTWREI-এর তরফে জানানো হয়, ক্লাস টেনের পড়ুয়ারা, যারা আগামীতে বোর্ডের পরীক্ষা দেবে, তাদের একটি করে ব্যক্তিগত লগ-ইন ID দেওয়া হবে। যার মাধ্যমে তারা অনলাইন প্রশ্নপত্র, সিলেবাস, মক টেস্টের সুবিধা পাবে। পাশাপাশি শিক্ষকরা অনলাইনেই ছাত্রদের পরীক্ষা নেবেন।
TSWREI ও TTWREI সম্প্রতি TV চ্যানেলে ষষ্ঠ থেকে দশম শ্রেণি অবধি ছাত্রছাত্রীদের জন্য সিলেবাস অনুযায়ী অনুষ্ঠান দেখানো শুরু করেছে। TSAT-এর বিদ্যা TV-তে গণদীক্ষা নামের এই অনুষ্ঠানটি দেখানো হচ্ছে।