ETV Bharat / bharat

দিল্লিতে শান্তি স্থাপনে বিরোধীদের সাহায্য চাইলেন কেজরিওয়াল - গোকুলপুরি

উত্তর-পূর্ব দিল্লির উত্তপ্ত পরিস্থিতি ঘিরে বৈঠকে আজ বেলা 12টা থেকে বৈঠকে বসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কাল CAA প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল ঘিরে দুইপক্ষের মধ্যে ঝামেলা বাধে ৷ ক্ষিপ্ত জনতা আগুন লাগিয়ে দেয় বেশ কিছু বাড়ি ও দোকানে ৷

Northeast Delhi violence
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
author img

By

Published : Feb 25, 2020, 1:35 PM IST

দিল্লি, 25 ফেব্রুয়ারি: CAA নিয়ে গতকাল থেকেই উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লি ও সংলগ্ন এলাকা ৷ এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বেলা 12টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন , সঙ্গে ছিলেন উপ-রাজ্যপাল অনিল বাইজল, পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক, কংগ্রেস নেতা সুভাষ চোপড়া, BJP নেতা মনোজ তিওয়ারি ও রামবীর সিং বিধুরি ৷ ছিলেন উত্তর-পূর্ব দিল্লির বিধায়করাও ৷ তারা সকলে দল-বিভেদ ভুলে একসঙ্গে দিল্লিতে শান্তি ফেরাতে চান বলে জানান মিটিং শেষে কেজরিওয়াল ৷

কাল সকাল থেকেই দিল্লির মৌজপুর, ভজনপুর, জাফরাবাদ ও গোকুলপুরিতে ঝামেলা শুরু হয় নাগরিকত্ব সংশোধনী আইনের সপক্ষে ও বিপক্ষে থাকা আন্দোলনকারীদের মধ্যে ৷ পাথর ছোড়াছুড়িতে আহত হন বহু জনতা ৷ আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু বাড়ি, দোকান, অটো-রিকশায় ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থানে হাজির হয় পুলিশ ৷ বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ ৷ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, প্রতিবাদী জনতাদের মধ্যে থেকে গুলি চালানো হয় পুলিশকে লক্ষ্য করে ৷ এই ঘটনায় মারা যান রতন লাল নামক এক হেড কন্সটেবল সহ মোট সাতজন, আহত শতাধিক ৷

আজ সাংবাদিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিবাসীকে অনুরোধ করেন শান্তি বজায় রাখার জন্য ৷ কালকের ঘটনাকে তিনি টুইট করে অত্যন্ত দুঃখজনক বলে জানান ৷ তিনি বলেন, ‘‘আমি সমস্ত দিল্লিবাসীকে শান্তি বজায় রাখার অনুরোধ করছি ৷ আমরা উত্তর-পূর্ব দিল্লির উত্তপ্ত পরিবেশ নিয়ে অত্যন্ত চিন্তিত ৷ কালকের ঘটনায় বহু পুলিশ ও সাধারণ জনতা আক্রান্ত হয়েছেন ৷ কিছু মানুষ প্রাণও হারিয়েছেন ৷ বহু বাড়ি ও দোকানে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা ৷ অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি ৷’’

Northeast Delhi violence
ভজনপুরের বর্তমান পরিস্থিতি

তিনি আরও যোগ করে বলেন,‘‘কালকের ঝামেলায় প্রভাবিত অঞ্চলের বিধায়করা জানিয়েছেন যে, পর্যাপ্ত পুলিশ ফোর্স উপস্থিত নেই ওই অঞ্চলে ৷ পুলিশের সংখ্যায় ঘাটতি রয়েছে ব্যাপক মাত্রায় ৷ এছাড়া উপর মহলের অনুমতি না মেলা পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করতে পারছে না ৷ আমি ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটের সঙ্গেও কথা বলেছি যাতে শান্তিপূর্ণ মিছিলগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা থাকে ৷ এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষগুলিতেও অনুরোধ করা হয়েছে প্রস্তুত থাকতে এবং আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিতে ৷ দমকল বিভাগকেও পুলিশের সঙ্গে সংযোগ বজায় রেখে দ্রুত ঘটনাস্থানে উপস্থিত হতে বলা হয়েছে ৷’’

কেজরিওয়াল বলেন, ‘‘কালকের ঘটনায় যুক্ত ব্যক্তিরা স্থানীয় বাসিন্দা নয়, তারা সীমান্ত পেরিয়ে এসেছে বলে জানিয়েছে স্থানীয় বিধায়করা ৷ সীমান্ত পথগুলিকে আটকানো প্রয়োজন ৷’’

ইতিমধ্যে ভজনপুরে 144 ধারা জারি করা হয়েছে ও মৌজপুরে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ আজ সকালে ফের পুলিশকে লক্ষ্য করে মৌজপুরে পাথর ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

দিল্লি, 25 ফেব্রুয়ারি: CAA নিয়ে গতকাল থেকেই উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লি ও সংলগ্ন এলাকা ৷ এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বেলা 12টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন , সঙ্গে ছিলেন উপ-রাজ্যপাল অনিল বাইজল, পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক, কংগ্রেস নেতা সুভাষ চোপড়া, BJP নেতা মনোজ তিওয়ারি ও রামবীর সিং বিধুরি ৷ ছিলেন উত্তর-পূর্ব দিল্লির বিধায়করাও ৷ তারা সকলে দল-বিভেদ ভুলে একসঙ্গে দিল্লিতে শান্তি ফেরাতে চান বলে জানান মিটিং শেষে কেজরিওয়াল ৷

কাল সকাল থেকেই দিল্লির মৌজপুর, ভজনপুর, জাফরাবাদ ও গোকুলপুরিতে ঝামেলা শুরু হয় নাগরিকত্ব সংশোধনী আইনের সপক্ষে ও বিপক্ষে থাকা আন্দোলনকারীদের মধ্যে ৷ পাথর ছোড়াছুড়িতে আহত হন বহু জনতা ৷ আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু বাড়ি, দোকান, অটো-রিকশায় ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থানে হাজির হয় পুলিশ ৷ বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ ৷ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, প্রতিবাদী জনতাদের মধ্যে থেকে গুলি চালানো হয় পুলিশকে লক্ষ্য করে ৷ এই ঘটনায় মারা যান রতন লাল নামক এক হেড কন্সটেবল সহ মোট সাতজন, আহত শতাধিক ৷

আজ সাংবাদিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিবাসীকে অনুরোধ করেন শান্তি বজায় রাখার জন্য ৷ কালকের ঘটনাকে তিনি টুইট করে অত্যন্ত দুঃখজনক বলে জানান ৷ তিনি বলেন, ‘‘আমি সমস্ত দিল্লিবাসীকে শান্তি বজায় রাখার অনুরোধ করছি ৷ আমরা উত্তর-পূর্ব দিল্লির উত্তপ্ত পরিবেশ নিয়ে অত্যন্ত চিন্তিত ৷ কালকের ঘটনায় বহু পুলিশ ও সাধারণ জনতা আক্রান্ত হয়েছেন ৷ কিছু মানুষ প্রাণও হারিয়েছেন ৷ বহু বাড়ি ও দোকানে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা ৷ অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি ৷’’

Northeast Delhi violence
ভজনপুরের বর্তমান পরিস্থিতি

তিনি আরও যোগ করে বলেন,‘‘কালকের ঝামেলায় প্রভাবিত অঞ্চলের বিধায়করা জানিয়েছেন যে, পর্যাপ্ত পুলিশ ফোর্স উপস্থিত নেই ওই অঞ্চলে ৷ পুলিশের সংখ্যায় ঘাটতি রয়েছে ব্যাপক মাত্রায় ৷ এছাড়া উপর মহলের অনুমতি না মেলা পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করতে পারছে না ৷ আমি ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটের সঙ্গেও কথা বলেছি যাতে শান্তিপূর্ণ মিছিলগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা থাকে ৷ এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষগুলিতেও অনুরোধ করা হয়েছে প্রস্তুত থাকতে এবং আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিতে ৷ দমকল বিভাগকেও পুলিশের সঙ্গে সংযোগ বজায় রেখে দ্রুত ঘটনাস্থানে উপস্থিত হতে বলা হয়েছে ৷’’

কেজরিওয়াল বলেন, ‘‘কালকের ঘটনায় যুক্ত ব্যক্তিরা স্থানীয় বাসিন্দা নয়, তারা সীমান্ত পেরিয়ে এসেছে বলে জানিয়েছে স্থানীয় বিধায়করা ৷ সীমান্ত পথগুলিকে আটকানো প্রয়োজন ৷’’

ইতিমধ্যে ভজনপুরে 144 ধারা জারি করা হয়েছে ও মৌজপুরে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ আজ সকালে ফের পুলিশকে লক্ষ্য করে মৌজপুরে পাথর ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.