ETV Bharat / bharat

"পুরীর মন্দিরে সবকিছু স্বাভাবিক, ভক্তদের ঢুকতে বাধা নেই" - odisha

পুরীর জেলাশাসক জ্যোতিপ্রকাশ দাস বলেছেন, "আজ মন্দির প্রশাসন হাতিদ্বার, বৌদ্ধদ্বার এবং অশ্বাদ্বার ও সিংহদ্বার - চারটি গেটের মাধ্যমে স্থানীয় ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । " SJTA, জেলা প্রশাসন ও অন্য স্টেকহোল্ডারদের প্রতিনিধিদের একটি শান্তি কমিটির বৈঠক করা হয় ৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয়দের জন্য ওই চারটি গেট খুলে দেওয়া হবে ৷

Normalcy restored in Puri, devotees can visit temple: Police
পুরীর মন্দিরে সবকিছু স্বাভাবিক, ভক্তদের ঢুকতে বাধা নেই : DGP R P শর্মা
author img

By

Published : Mar 16, 2020, 9:35 AM IST

পুরী, 16 মার্চ : পুরীর জগন্নাথ মন্দিরে সবকিছু স্বাভাবিক আছে ৷ মন্দিরে লাইন ব্যবস্থা চালু করার জন্য 12 ঘণ্টা মন্দির বন্ধের সময় সেখানকার ধর্মীয় সংগঠনের কিছু সদস্যের সঙ্গে সুরক্ষা বাহিনীর সংঘর্ষ হয় ৷ ঘটনায় পুলিশ আধিকারিক ও শ্রী জগন্নাথ সেনার সদস্য সহ মোট 30 জনেরও বেশি আহত হয়েছেন ৷ জানিয়েছেন পুরীর DGP আর পি শর্মা ৷

শ্রী জগন্নাথ সেনা সংগঠনের আহ্বায়ক প্রিয়দর্শন পটনায়েক সংঘর্ষের সূত্রপাত করেন ৷ মন্দিরে ঢোকার লাইন ব্যবস্থা চালু করার দাবিতে গত বুধবার পুরীতে বন্ধের ডাক দিয়েছিল এই সংগঠন ৷ তবে DGP জানিয়েছেন, পুরীতে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে ৷ কোনওরকম ঝামেলা ছাড়াই ভক্তরা জগন্নাথ মন্দিরে প্রার্থনার জন্য যেতে পারেন ৷

DGP জানান, সংঘর্ষের জন্য মন্দিরের ও সরকারি সম্পত্তির ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তিনি মানুষকে শান্তি বজায় রাখতে এবং "অসামাজিক কাজ" থেকে বিরত থাকতে বলেন ৷ প্রথমে সংঘর্ষকারীরা মন্দিরের সিংহদুয়ারের কাছ থেকে কিছুটা দুরে 'বাইসি পাহাচ' - এর কাছে পুলিশের ব্যারিকেড তুলে দেয় ৷ এরপর তারা শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (SJTA) - এর কার্যালয় ভাঙচুর করে ।

SJTA -এর প্রধান পি কে মহাপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, " এই হিংসার ঘটনা সমুদ্রতীরের এই শহরের নাম খারাপ করবে ৷ বুধবার যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ পুরীর পাশাপাশি এই ঘটনা ওড়িশারও বদনাম করবে ৷ "

মহাপাত্র আরও বলেন, সুপ্রিম কোর্টের নিয়োগপ্রাপ্ত আদালত বান্ধব গোপাল সুব্রমনিয়ম, গত মাসে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য পুরী সফর করেছিলেন ৷ তিনিও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ৷

"এই ঘটনার CCTV ফুটেজ খতিয়ে দেখা হবে এবং যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । ভিডিয়ো ফুটেজ সহ একটি বিস্তারিত প্রতিবেদন আদালত বান্ধবকে পাঠানো হবে ৷ " তিনি আরও বলেন, " সুব্রমনিয়ম খুব শীঘ্রই আবার পুরী সফরে আসবেন ৷ "

পুলিশ মহাপরিদর্শক (কেন্দ্রীয় রেঞ্জ) সৌমেন্দ্র প্রিয়দর্শী বলেছেন, " এই ঘটনায় প্রায় 10 জনেরও বেশি পুলিশকর্মী আহত হয়েছেন । সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মন্দিরে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । "

পুরীর জেলাশাসক জ্যোতিপ্রকাশ দাস বলেছেন, " আজ মন্দির প্রশাসন হাতিদ্বার, বৌদ্ধদ্বার এবং অশ্বাদ্বার ও সিংহদ্বার - চারটি গেটের মাধ্যমে স্থানীয় ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । "

জেলা কালেক্টার জানিয়েছেন, " বুধবার সন্ধ্যায় SJTA, জেলা প্রশাসন ও অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতিনিধিদের একটি শান্তি কমিটির বৈঠক করা হয় ৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয়দের জন্য ওই চারটি গেট খুলে দেওয়া হবে ৷ কেবল সিংহদ্বার দিয়ে বাইরের লোকেদের প্রবেশ করতে দেওয়া হবে ৷ তবে স্থানীয় ভক্তরা প্রয়োজনীয় পরিচয় পত্র দেখালে তারা চারটি গেট দিয়েই প্রবেশ করতে পারবেন ৷ "

পুরী, 16 মার্চ : পুরীর জগন্নাথ মন্দিরে সবকিছু স্বাভাবিক আছে ৷ মন্দিরে লাইন ব্যবস্থা চালু করার জন্য 12 ঘণ্টা মন্দির বন্ধের সময় সেখানকার ধর্মীয় সংগঠনের কিছু সদস্যের সঙ্গে সুরক্ষা বাহিনীর সংঘর্ষ হয় ৷ ঘটনায় পুলিশ আধিকারিক ও শ্রী জগন্নাথ সেনার সদস্য সহ মোট 30 জনেরও বেশি আহত হয়েছেন ৷ জানিয়েছেন পুরীর DGP আর পি শর্মা ৷

শ্রী জগন্নাথ সেনা সংগঠনের আহ্বায়ক প্রিয়দর্শন পটনায়েক সংঘর্ষের সূত্রপাত করেন ৷ মন্দিরে ঢোকার লাইন ব্যবস্থা চালু করার দাবিতে গত বুধবার পুরীতে বন্ধের ডাক দিয়েছিল এই সংগঠন ৷ তবে DGP জানিয়েছেন, পুরীতে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে ৷ কোনওরকম ঝামেলা ছাড়াই ভক্তরা জগন্নাথ মন্দিরে প্রার্থনার জন্য যেতে পারেন ৷

DGP জানান, সংঘর্ষের জন্য মন্দিরের ও সরকারি সম্পত্তির ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তিনি মানুষকে শান্তি বজায় রাখতে এবং "অসামাজিক কাজ" থেকে বিরত থাকতে বলেন ৷ প্রথমে সংঘর্ষকারীরা মন্দিরের সিংহদুয়ারের কাছ থেকে কিছুটা দুরে 'বাইসি পাহাচ' - এর কাছে পুলিশের ব্যারিকেড তুলে দেয় ৷ এরপর তারা শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (SJTA) - এর কার্যালয় ভাঙচুর করে ।

SJTA -এর প্রধান পি কে মহাপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, " এই হিংসার ঘটনা সমুদ্রতীরের এই শহরের নাম খারাপ করবে ৷ বুধবার যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ পুরীর পাশাপাশি এই ঘটনা ওড়িশারও বদনাম করবে ৷ "

মহাপাত্র আরও বলেন, সুপ্রিম কোর্টের নিয়োগপ্রাপ্ত আদালত বান্ধব গোপাল সুব্রমনিয়ম, গত মাসে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য পুরী সফর করেছিলেন ৷ তিনিও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ৷

"এই ঘটনার CCTV ফুটেজ খতিয়ে দেখা হবে এবং যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । ভিডিয়ো ফুটেজ সহ একটি বিস্তারিত প্রতিবেদন আদালত বান্ধবকে পাঠানো হবে ৷ " তিনি আরও বলেন, " সুব্রমনিয়ম খুব শীঘ্রই আবার পুরী সফরে আসবেন ৷ "

পুলিশ মহাপরিদর্শক (কেন্দ্রীয় রেঞ্জ) সৌমেন্দ্র প্রিয়দর্শী বলেছেন, " এই ঘটনায় প্রায় 10 জনেরও বেশি পুলিশকর্মী আহত হয়েছেন । সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মন্দিরে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । "

পুরীর জেলাশাসক জ্যোতিপ্রকাশ দাস বলেছেন, " আজ মন্দির প্রশাসন হাতিদ্বার, বৌদ্ধদ্বার এবং অশ্বাদ্বার ও সিংহদ্বার - চারটি গেটের মাধ্যমে স্থানীয় ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । "

জেলা কালেক্টার জানিয়েছেন, " বুধবার সন্ধ্যায় SJTA, জেলা প্রশাসন ও অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতিনিধিদের একটি শান্তি কমিটির বৈঠক করা হয় ৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয়দের জন্য ওই চারটি গেট খুলে দেওয়া হবে ৷ কেবল সিংহদ্বার দিয়ে বাইরের লোকেদের প্রবেশ করতে দেওয়া হবে ৷ তবে স্থানীয় ভক্তরা প্রয়োজনীয় পরিচয় পত্র দেখালে তারা চারটি গেট দিয়েই প্রবেশ করতে পারবেন ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.