ETV Bharat / bharat

রান্নার গ্যাস ও বিমানের জ্বালানির দাম বৃদ্ধি

author img

By

Published : Jun 1, 2020, 5:37 PM IST

মে মাসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়ে যাওয়ায়, রান্নার গ্যাসের দাম কমানো হয়েছিল ।

LPG and aviation fuel price hiked in country
বাড়ল রান্নার গ্যাসের দাম

দিল্লি, 1 জুন : ভর্তুকিহীন গ্যাস ও বিমানের জ্বালানির দাম বাড়াল তেল সংস্থাগুলি ।আজ থেকে নতুন দাম কার্যকরী হবে বলে জানানো হয়েছে ।

ভর্তুকিহীন 14.2 কিলোগ্রাম ওজনের সিলিন্ডারের দাম দিল্লিতে 11.50 টাকা বাড়ানো হয়েছে । এর ফলে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম পড়বে 593 টাকা । কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম আগে ছিল 584.50 টাকা । এখন দাম বেড়ে হল 600 টাকা । মুম্বইতে আগে দাম ছিল 579 টাকা এখন দাম বেড়ে হল 590.50 টাকা এবং চেন্নাইতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল 569.50 টাকা । এখন বেড়ে হল 606.50 টাকা ।

কেন্দ্রের তরফে বছরে 12টি সিলিন্ডারের ওপর ভর্তুকি দেওয়া হচ্ছে । 12টির বেশি সিলিন্ডার কিনতে গেলে সাধারণ বাজার দরেই কিনতে হবে গ্রাহকদের । ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে জানানো হয়, মে মাসে দিল্লিতে সিলিন্ডারের দাম 744 টাকা থেকে 581.50 টাকা হয়েছিল । আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় এই হ্রাস বলে জানানো হয় । বিবৃতিতে আরও জানানো হয়, জুন মাসে আন্তর্জাতিক বাজারে LPG-র দাম বাড়ছে । তাই সামঞ্জস্য রাখতে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে ।

তবে এর প্রভাব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় পড়বে না । কারণ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার একটি অংশ এই যোজনা । 30 জুন পর্যন্ত এই যোজনার অধীনে বিনামূল্যে গ্যাস সরবরাহ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে ।

রান্নার গ্যাসের পাশাপাশি বিমানের জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে । দিল্লিতে আগে জ্বালানির দাম 11030.62 টাকা প্রতি কিলোলিটার ছিল । এখন তা বেড়ে হয়েছে 33,575.37 টাকা প্রতি কিলোলিটার ।কলকাতায় দাম বেড়ে হয়েছে 38,543.48 টাকা প্রতি কিলোলিটার । চেন্নাইতে 34,569.30 কিলোলিটার ।

দিল্লি, 1 জুন : ভর্তুকিহীন গ্যাস ও বিমানের জ্বালানির দাম বাড়াল তেল সংস্থাগুলি ।আজ থেকে নতুন দাম কার্যকরী হবে বলে জানানো হয়েছে ।

ভর্তুকিহীন 14.2 কিলোগ্রাম ওজনের সিলিন্ডারের দাম দিল্লিতে 11.50 টাকা বাড়ানো হয়েছে । এর ফলে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম পড়বে 593 টাকা । কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম আগে ছিল 584.50 টাকা । এখন দাম বেড়ে হল 600 টাকা । মুম্বইতে আগে দাম ছিল 579 টাকা এখন দাম বেড়ে হল 590.50 টাকা এবং চেন্নাইতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল 569.50 টাকা । এখন বেড়ে হল 606.50 টাকা ।

কেন্দ্রের তরফে বছরে 12টি সিলিন্ডারের ওপর ভর্তুকি দেওয়া হচ্ছে । 12টির বেশি সিলিন্ডার কিনতে গেলে সাধারণ বাজার দরেই কিনতে হবে গ্রাহকদের । ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে জানানো হয়, মে মাসে দিল্লিতে সিলিন্ডারের দাম 744 টাকা থেকে 581.50 টাকা হয়েছিল । আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় এই হ্রাস বলে জানানো হয় । বিবৃতিতে আরও জানানো হয়, জুন মাসে আন্তর্জাতিক বাজারে LPG-র দাম বাড়ছে । তাই সামঞ্জস্য রাখতে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে ।

তবে এর প্রভাব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় পড়বে না । কারণ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার একটি অংশ এই যোজনা । 30 জুন পর্যন্ত এই যোজনার অধীনে বিনামূল্যে গ্যাস সরবরাহ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে ।

রান্নার গ্যাসের পাশাপাশি বিমানের জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে । দিল্লিতে আগে জ্বালানির দাম 11030.62 টাকা প্রতি কিলোলিটার ছিল । এখন তা বেড়ে হয়েছে 33,575.37 টাকা প্রতি কিলোলিটার ।কলকাতায় দাম বেড়ে হয়েছে 38,543.48 টাকা প্রতি কিলোলিটার । চেন্নাইতে 34,569.30 কিলোলিটার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.