ETV Bharat / bharat

"কারও ভয় পাওয়ার কিছু নেই", আশ্বাস অমিত শাহর - Conrad Sangma

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে এই মাসের শেষে দেখা করবেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের ইশুতে ওই রাজ্যে নতুন পথ খুঁজতেই এই সিদ্ধান্ত তাঁর ৷

অমিত শাহ
অমিত শাহ
author img

By

Published : Dec 15, 2019, 12:45 PM IST

ধানবাদ, 15 ডিসেম্বর : মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে এই মাসের শেষে দেখা করবেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের ইশুতে ওই রাজ্যে নতুন পথ খুঁজতেই এই সিদ্ধান্ত তাঁর ৷

ধানবাদে একটি জনসভায় যোগ দিয়ে অমিত শাহ বলেন, "আমরা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এসেছি ৷ হিন্দু, বৌদ্ধ, পারসিক, ও শিখ সম্প্রদায়ের শরণার্থীরা, যাঁরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এদেশে এসেছেন, তাঁরা খুব কষ্টে দিন কাটাচ্ছেন ৷ তাঁরা যথাযথ খাবার, চাকরি ও চিকিৎসা ব্যবস্থাও পান না ৷ তাঁদের নাগরিক করা উচিত কি না ? কংগ্রেস বলছে, এটা মুসলিম-বিরোধী ৷ আমরা তিন তালাক, সার্জিকাল স্ট্রাইক আর এখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এসেছি বলে তারা আমাদের মুসলিমবিরোধী বলছে ৷ কিন্তু, তোমরা শুধু উত্তর-পূর্বে হিংসা ছড়াতে চাইছ ৷"

অসমবাসীদের উদ্দেশে তিনি বলেন, "অসম ও উত্তর-পূর্বের মানুষের ভাষা, সংস্কৃতি, সামাজিক পরিচিতি ও রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷"

তিনি আরও বলেন, "গতকাল রাজ্যের অসুবিধাগুলো নিয়ে কথা বলতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এসেছিলেন ৷ আমি বলেছি, কোনও অসুবিধা নেই ৷ তাও তিনি বলেছেন, (নাগরিকত্ব আইনে) কিছু পরিবর্তনের দরকার আছে ৷ আমি বলেছি, ক্রিসমাসের পর আমরা দেখা করব ও অসুবিধাগুলি সমাধান করার রাস্তা খুঁজব ৷ কারও ভয় পাওয়ার কিছু নেই ৷"

ধানবাদ, 15 ডিসেম্বর : মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে এই মাসের শেষে দেখা করবেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের ইশুতে ওই রাজ্যে নতুন পথ খুঁজতেই এই সিদ্ধান্ত তাঁর ৷

ধানবাদে একটি জনসভায় যোগ দিয়ে অমিত শাহ বলেন, "আমরা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এসেছি ৷ হিন্দু, বৌদ্ধ, পারসিক, ও শিখ সম্প্রদায়ের শরণার্থীরা, যাঁরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এদেশে এসেছেন, তাঁরা খুব কষ্টে দিন কাটাচ্ছেন ৷ তাঁরা যথাযথ খাবার, চাকরি ও চিকিৎসা ব্যবস্থাও পান না ৷ তাঁদের নাগরিক করা উচিত কি না ? কংগ্রেস বলছে, এটা মুসলিম-বিরোধী ৷ আমরা তিন তালাক, সার্জিকাল স্ট্রাইক আর এখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এসেছি বলে তারা আমাদের মুসলিমবিরোধী বলছে ৷ কিন্তু, তোমরা শুধু উত্তর-পূর্বে হিংসা ছড়াতে চাইছ ৷"

অসমবাসীদের উদ্দেশে তিনি বলেন, "অসম ও উত্তর-পূর্বের মানুষের ভাষা, সংস্কৃতি, সামাজিক পরিচিতি ও রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷"

তিনি আরও বলেন, "গতকাল রাজ্যের অসুবিধাগুলো নিয়ে কথা বলতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এসেছিলেন ৷ আমি বলেছি, কোনও অসুবিধা নেই ৷ তাও তিনি বলেছেন, (নাগরিকত্ব আইনে) কিছু পরিবর্তনের দরকার আছে ৷ আমি বলেছি, ক্রিসমাসের পর আমরা দেখা করব ও অসুবিধাগুলি সমাধান করার রাস্তা খুঁজব ৷ কারও ভয় পাওয়ার কিছু নেই ৷"

North 24 Parganas (West Bengal), Dec 15 (ANI): BJP MP from Barrackpore Arjun Singh's car was allegedly attacked with bricks in West Bengal's North 24 Parganas. A bomb was also hurled near it. Arjun Singh was in the car at the time of incident. Speaking on the matter, Singh said, "Our car was attacked with bricks and then a bomb was hurled near it, while I was returning from Kankinara. There is no law and order in West Bengal. President's rule should be imposed in the state."


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.