ETV Bharat / bharat

CAA কার্যকরে বাধ্য রাজ্য, মন্তব্য সিবালের - KLF

জোর করে আইন কার্যকর হওয়া বন্ধ করতে যাওয়াটা ঠিক নয় ৷ এতে সমস্যা বাড়বে ৷ এমনই মনে করছেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিবাল ৷

Kapil Sibbal
কপিল সিবাল
author img

By

Published : Jan 19, 2020, 12:27 PM IST

কোঝিকোড়, 19 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 (CAA)-এর বিরুদ্ধে দেশের মধ্যে কেরালা বিধানসভা প্রথম প্রস্তাব পাশ করেছিল । এরপর সুপ্রিম কোর্টে আইনটিকে চ্যালেঞ্জ করে মামলা করে কেরালা সরকার ৷ এবার কেরালারই একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিবাল বললেন, CAA কার্যকর করতে বাধ্য রাজ্য ৷

কংগ্রেস নেতা তথা অভিজ্ঞ আইনজীবী আরও বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতে না দেওয়াটা অসাংবিধানিক ৷ CAA যখন একবার প্রণয়ন করা হয়ে গেছে, তখন কোনও রাজ্যই আর বলতে পারে না, তারা আইন কার্যকর হতে দেবে না ৷ রাজ্য এর বিরোধিতা করতে পারে ৷ বিরোধিতার কারমে বিধানসভায় প্রস্তাব পাশ করা যেতে পারে ৷ কিন্তু বলবৎ হতে দেবে না, এটা কোনও রাজ্য বলতে পারে না ৷"

কেরালা সাহিত্য উৎসবে কী বললেন সিবাল ?

আরও পড়ুন : ''আচ্ছে দিন ! পরিষ্কার ষড়যন্ত্র'', JNU ইশুতে কপিল সিবাল

গতকাল কেরালা সাহিত্য উৎসবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিবাল ৷ সেখানে অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন,"সাংবিধানিকভাবে রাজ্যে CAA বলবৎ হতে দেওয়া হবে না বললে সমস্যা আরও বেশি বাড়বে ৷"

এই সপ্তাহেই কেরালা সরকার CAA-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ৷ অভিযোগ করা হয়েছে, এই আইন সংবিধানে বর্ণিত সাম্য, স্বাধীনতা ও ধর্মীয় নিরপেক্ষতার পরিপন্থী ৷ কেরালা বিধানসভাতেই প্রথম CAA বিরোধী প্রস্তাব পাশ হয়েছিল ৷ এরপর কেরালা বিধানসভাকে অনুসরণ করে পঞ্জাব বিধানসভাও 17 জানুয়ারি এই সংশোধনী আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করে ৷

কোঝিকোড়, 19 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 (CAA)-এর বিরুদ্ধে দেশের মধ্যে কেরালা বিধানসভা প্রথম প্রস্তাব পাশ করেছিল । এরপর সুপ্রিম কোর্টে আইনটিকে চ্যালেঞ্জ করে মামলা করে কেরালা সরকার ৷ এবার কেরালারই একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিবাল বললেন, CAA কার্যকর করতে বাধ্য রাজ্য ৷

কংগ্রেস নেতা তথা অভিজ্ঞ আইনজীবী আরও বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতে না দেওয়াটা অসাংবিধানিক ৷ CAA যখন একবার প্রণয়ন করা হয়ে গেছে, তখন কোনও রাজ্যই আর বলতে পারে না, তারা আইন কার্যকর হতে দেবে না ৷ রাজ্য এর বিরোধিতা করতে পারে ৷ বিরোধিতার কারমে বিধানসভায় প্রস্তাব পাশ করা যেতে পারে ৷ কিন্তু বলবৎ হতে দেবে না, এটা কোনও রাজ্য বলতে পারে না ৷"

কেরালা সাহিত্য উৎসবে কী বললেন সিবাল ?

আরও পড়ুন : ''আচ্ছে দিন ! পরিষ্কার ষড়যন্ত্র'', JNU ইশুতে কপিল সিবাল

গতকাল কেরালা সাহিত্য উৎসবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিবাল ৷ সেখানে অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন,"সাংবিধানিকভাবে রাজ্যে CAA বলবৎ হতে দেওয়া হবে না বললে সমস্যা আরও বেশি বাড়বে ৷"

এই সপ্তাহেই কেরালা সরকার CAA-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ৷ অভিযোগ করা হয়েছে, এই আইন সংবিধানে বর্ণিত সাম্য, স্বাধীনতা ও ধর্মীয় নিরপেক্ষতার পরিপন্থী ৷ কেরালা বিধানসভাতেই প্রথম CAA বিরোধী প্রস্তাব পাশ হয়েছিল ৷ এরপর কেরালা বিধানসভাকে অনুসরণ করে পঞ্জাব বিধানসভাও 17 জানুয়ারি এই সংশোধনী আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করে ৷

Hubli (Karnataka), Jan 19 (ANI): Union Home Minister Amit Shah administered pulse polio drop to children on January 19. Annually January 19 is observed as Pulse Polio Day. Every year immunization vaccine is provided to children under the age of five to fight polio.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.