দিল্লি , 3 ডিসেম্বর : "ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কাউকে হস্তক্ষেপের অধিকার দেওয়া হয়নি।" কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমনই বললেন আন্দোলনকারী এক কৃষকনেতা ।
সোমবার গুরুনানক জয়ন্তীতে কানাডার শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন জাস্টিন ট্রুডো ৷ সেখানেই বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে উদ্বেগপ্রকাশ করেন তিনি ৷ তাঁর বার্তায় তিনি বলেন, ‘‘ভারত থেকে কৃষকদের আন্দোলনের খবর আসছে ৷ পরিস্থিতি খুবই উদ্বেগের এবং আমরা সবাই পরিবার এবং বন্ধুদের নিয়ে চিন্তিত (কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের পরিবারের উল্লেখ করা হয়েছে) ৷ আপনাদের মনে করিয়ে দিতে চাই যে কানাডা সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারকে সমর্থন করে ৷ "
এরপরেই বিদেশমন্ত্রকের তরফে একটি টুইট করা হয় । টুইটে কানাডিয়ান প্রধানমন্ত্রীর মন্তব্য়কে ‘অসতর্কিত’ এবং ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করা হয় । ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে নাক না গলানোর বার্তাও দেওয়া হয় ।
এবার কানাডার প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে কৃষকরাও তাঁদের মতামত জানিয়ে দিল । সিঙ্ঘু সীমানায় কৃষকদের সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা হলে শিবকুমার কাক্কাজি নামে আন্দোলনকারী এক কৃষকনেতা বলেন , " ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের ব্যক্তিকে হস্তক্ষেপের অধিকার দেওয়া হয়নি । " তবে প্রধানমন্ত্রীর উদ্বেগকে তিনি স্বাগত জানিয়েছেন ।