ETV Bharat / bharat

বিহারে NRC-র প্রশ্ন নেই, বিধানসভায় বললেন নীতীশ

বিহারে NRC হবে না, বললেন নীতীশ ৷

বিহারে NRC-র প্রশ্ন নেই, বিধানসভায় বললেন নীতীশ
বিহারে NRC-র প্রশ্ন নেই, বিধানসভায় বললেন নীতীশ
author img

By

Published : Jan 13, 2020, 1:02 PM IST

Updated : Jan 13, 2020, 2:44 PM IST

পটনা, 13 জানুয়ারি : বিহারে NRC হবে না ৷ বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ নাগরিকত্ব আইন সংশোধনী আইন (2019) সমর্থন করলেও নাগরিকপঞ্জি (NRC) সমর্থন করেন না, স্পষ্ট একথা জানান বিহারের মুখ্যমন্ত্রী ৷

BJP-এর শরিক দল নীতীশ কুমারের JDU ৷ এবার সেই JDU নেতার গলাতেই অন্য সুর ৷ তিনি বললেন রাজ্যে NRC হবে না ৷ CAA-র সমর্থন করায় নীতীশের দলের ভিতরেই ক্ষোভ তৈরি হয়েছে । এই আইনের সমর্থন নিয়ে নীতীশ নেতৃত্বের সমালোচনা করে সরব হয়েছেন দলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর ৷ সমালোচনা করেছিলেন নীতীশের দলের নেতা পবন ভার্মা ৷

CAA-NRC নিয়ে সারা দেশে বিক্ষোভ চলছে ৷ নাগরিকদের একাংশ পথে নেমেছেন এই আইনের সমালোচনায় ৷ এই প্রেক্ষিতে BJP শরিক JDU-র নেতা নীতীশ কুমারের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, কেরালায় পিনারাই বিজয়ন, ছত্তিশগড়ে ভূপেশ বাঘেল, রাজস্থানের অশোক গেহলত সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের পথেই হাঁটলেন নীতীশ ৷ বিরোধিতা করলেন NRC-এর ৷

পটনা, 13 জানুয়ারি : বিহারে NRC হবে না ৷ বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ নাগরিকত্ব আইন সংশোধনী আইন (2019) সমর্থন করলেও নাগরিকপঞ্জি (NRC) সমর্থন করেন না, স্পষ্ট একথা জানান বিহারের মুখ্যমন্ত্রী ৷

BJP-এর শরিক দল নীতীশ কুমারের JDU ৷ এবার সেই JDU নেতার গলাতেই অন্য সুর ৷ তিনি বললেন রাজ্যে NRC হবে না ৷ CAA-র সমর্থন করায় নীতীশের দলের ভিতরেই ক্ষোভ তৈরি হয়েছে । এই আইনের সমর্থন নিয়ে নীতীশ নেতৃত্বের সমালোচনা করে সরব হয়েছেন দলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর ৷ সমালোচনা করেছিলেন নীতীশের দলের নেতা পবন ভার্মা ৷

CAA-NRC নিয়ে সারা দেশে বিক্ষোভ চলছে ৷ নাগরিকদের একাংশ পথে নেমেছেন এই আইনের সমালোচনায় ৷ এই প্রেক্ষিতে BJP শরিক JDU-র নেতা নীতীশ কুমারের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, কেরালায় পিনারাই বিজয়ন, ছত্তিশগড়ে ভূপেশ বাঘেল, রাজস্থানের অশোক গেহলত সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের পথেই হাঁটলেন নীতীশ ৷ বিরোধিতা করলেন NRC-এর ৷

New Delhi, Jan 13 (ANI): Practice for Republic Day Parade 2020 took place at Rajpath on Jan 13. Parade practice continued despite intense cold in Delhi. Thick layer of fog also canopied Delhi. The temperature has dropped down further to several degrees due to heavy snowfall in parts of North India.
Last Updated : Jan 13, 2020, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.