ETV Bharat / bharat

কোরোনা নিয়ে ভয় পাবেন না, আশ্বাস মোদির - No Need To Panic, assures PM

দেশজুড়ে কোরোনা ভাইরাসের আতঙ্ক । আজ তা নিয়ে টুইটে আশ্বস্ত করলন প্রধানমন্ত্রী ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 3, 2020, 3:53 PM IST

Updated : Mar 3, 2020, 5:44 PM IST

দিল্লি, 3 মার্চ : ইতিমধ্যে দিল্লি, রাজস্থান ও তেলাঙ্গানায় তিনজনের মধ্যে COVID-19 এর সন্ধান পাওয়া গিয়েছে । তেলাঙ্গানায় আজ কোরোনা আক্রান্ত আরও একজনের খবর পাওয়া গিয়েছে। রীতিমতো আতঙ্কে দেশের মানুষ । কোরোনা নিয়ে মানুষজন যাতে ভয় না পান এবার টুইটে সেই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী ।

টুইটে নরেন্দ্র মোদি জানান, ভয় পাওয়ার কোনও কারণ নেই । পরিস্থিতির মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে । আগাম সুরক্ষা হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ ও প্রাথমিক বিষয়ে নজর দিতে হবে ।

  • বারবার হাত ধুতে হবে ।
  • নিজের চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না ।
  • রাস্তা ঘাটে বের হলে ভিড় থেকে দূরত্ব বজায় রাখবেন ।
    • There is no need to panic. We need to work together, take small yet important measures to ensure self-protection. pic.twitter.com/sRRPQlMdtr

      — Narendra Modi (@narendramodi) March 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • যদি জ্বর বা কফ-কাশি থাকে, শ্বাসকষ্ট হয় দ্রুত চিকিৎসা করান ।
  • সদা সজাগ থাকুন । আপনার চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুসরণ করুন ।
    • Had an extensive review regarding preparedness on the COVID-19 Novel Coronavirus. Different ministries & states are working together, from screening people arriving in India to providing prompt medical attention.

      — Narendra Modi (@narendramodi) March 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে মোদি আরও জানান, কোরোনা ভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে৷ বিভিন্ন মন্ত্রক ও রাজ্যগুলি একসঙ্গে কাজ করছে৷ বিদেশ থেকে যারা ভারতে আসছেন প্রতিটি বিমানবন্দরে তাঁদের স্ক্রিনিং থেকে শুরু করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ।

বিশ্বজুড়ে 88,000-এর বেশি মানুষ কোরোনায় আক্রান্ত । এপর্যন্ত 3000-র বেশি মানুষের মৃত্যু হয়েছে । আজই করোনা আতঙ্কে নয়ডার একটি স্কুল আগামী তিনদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । স্কুলের পরীক্ষাও বাতিল করা হয়েছে ।

দিল্লি, 3 মার্চ : ইতিমধ্যে দিল্লি, রাজস্থান ও তেলাঙ্গানায় তিনজনের মধ্যে COVID-19 এর সন্ধান পাওয়া গিয়েছে । তেলাঙ্গানায় আজ কোরোনা আক্রান্ত আরও একজনের খবর পাওয়া গিয়েছে। রীতিমতো আতঙ্কে দেশের মানুষ । কোরোনা নিয়ে মানুষজন যাতে ভয় না পান এবার টুইটে সেই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী ।

টুইটে নরেন্দ্র মোদি জানান, ভয় পাওয়ার কোনও কারণ নেই । পরিস্থিতির মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে । আগাম সুরক্ষা হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ ও প্রাথমিক বিষয়ে নজর দিতে হবে ।

  • বারবার হাত ধুতে হবে ।
  • নিজের চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না ।
  • রাস্তা ঘাটে বের হলে ভিড় থেকে দূরত্ব বজায় রাখবেন ।
    • There is no need to panic. We need to work together, take small yet important measures to ensure self-protection. pic.twitter.com/sRRPQlMdtr

      — Narendra Modi (@narendramodi) March 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • যদি জ্বর বা কফ-কাশি থাকে, শ্বাসকষ্ট হয় দ্রুত চিকিৎসা করান ।
  • সদা সজাগ থাকুন । আপনার চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুসরণ করুন ।
    • Had an extensive review regarding preparedness on the COVID-19 Novel Coronavirus. Different ministries & states are working together, from screening people arriving in India to providing prompt medical attention.

      — Narendra Modi (@narendramodi) March 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে মোদি আরও জানান, কোরোনা ভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে৷ বিভিন্ন মন্ত্রক ও রাজ্যগুলি একসঙ্গে কাজ করছে৷ বিদেশ থেকে যারা ভারতে আসছেন প্রতিটি বিমানবন্দরে তাঁদের স্ক্রিনিং থেকে শুরু করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ।

বিশ্বজুড়ে 88,000-এর বেশি মানুষ কোরোনায় আক্রান্ত । এপর্যন্ত 3000-র বেশি মানুষের মৃত্যু হয়েছে । আজই করোনা আতঙ্কে নয়ডার একটি স্কুল আগামী তিনদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । স্কুলের পরীক্ষাও বাতিল করা হয়েছে ।

Last Updated : Mar 3, 2020, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.