ETV Bharat / bharat

মোদি-ইমরানের বৈঠক হচ্ছে না, জানাল বিদেশমন্ত্রক - Foreign Ministry

কিরঘিজ়স্তানে সাংহাই কর্পোরেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি ও ইমরান খানের মধ্যে কোনও বৈঠক হচ্ছে না । আজ একথাই জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ।

রবীশ কুমার- মুখপাত্র, বিদেশমন্ত্রক
author img

By

Published : Jun 6, 2019, 4:34 PM IST

Updated : Jun 6, 2019, 6:28 PM IST

দিল্লি, 6 জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে কোনও বৈঠক হচ্ছে না । কিরঘিজ়স্তানে সাংহাই কর্পোরেশনের শিখর বৈঠকের আগে আজ এ কথা জানাল বিদেশমন্ত্রক ।

13 ও 14 জুন শিখর সম্মেলন হওয়ার কথা । সেখানে মোদি ও ইমরানের বৈঠক হওয়ার জল্পনা চলছিল । বিদেশমন্ত্রক আজ এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করল । বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "আমি যতদূর জানি, এই শিখর সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কোনও বৈঠক হওয়ার কথা নেই ।"

পাকিস্তান বিদেশমন্ত্রকের সচিব সোহেল মাহমুদ তিনদিনের সফরে গতকালই ভারতে এসেছেন । তিনি ইদ উপলক্ষ্যে দিল্লির জামা মসজ়িদে প্রার্থনা করেন । পুলওয়ামা বিস্ফোরণের পর এই প্রথম ভারতে পদার্পণ করলেন পাকিস্তানের বিদেশ সচিব । কূটনৈতিক মহলে ধারণা, ভারতের বিদেশমন্ত্রকের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনায় বসতে পারেন সোহেল । কিন্তু তার আগেই ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "এটি ওঁর ব্যক্তিগত ভ্রমণ । কোনও বৈঠক হওয়ার কথা নয় ।"

গত এপ্রিলে লোকসভা ভোটের আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, "ভারতের সঙ্গে শান্তি প্রসঙ্গে আরও একবার বৈঠক করতে আগ্রহী, যদি ভোটে মোদির BJP জয়লাভ করে ।" লোকসভা ভোটের পর গতকাল পাকিস্তানের বিদেশসচিব দেশে পদার্পণ করেন ।

দিল্লি, 6 জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে কোনও বৈঠক হচ্ছে না । কিরঘিজ়স্তানে সাংহাই কর্পোরেশনের শিখর বৈঠকের আগে আজ এ কথা জানাল বিদেশমন্ত্রক ।

13 ও 14 জুন শিখর সম্মেলন হওয়ার কথা । সেখানে মোদি ও ইমরানের বৈঠক হওয়ার জল্পনা চলছিল । বিদেশমন্ত্রক আজ এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করল । বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "আমি যতদূর জানি, এই শিখর সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কোনও বৈঠক হওয়ার কথা নেই ।"

পাকিস্তান বিদেশমন্ত্রকের সচিব সোহেল মাহমুদ তিনদিনের সফরে গতকালই ভারতে এসেছেন । তিনি ইদ উপলক্ষ্যে দিল্লির জামা মসজ়িদে প্রার্থনা করেন । পুলওয়ামা বিস্ফোরণের পর এই প্রথম ভারতে পদার্পণ করলেন পাকিস্তানের বিদেশ সচিব । কূটনৈতিক মহলে ধারণা, ভারতের বিদেশমন্ত্রকের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনায় বসতে পারেন সোহেল । কিন্তু তার আগেই ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "এটি ওঁর ব্যক্তিগত ভ্রমণ । কোনও বৈঠক হওয়ার কথা নয় ।"

গত এপ্রিলে লোকসভা ভোটের আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, "ভারতের সঙ্গে শান্তি প্রসঙ্গে আরও একবার বৈঠক করতে আগ্রহী, যদি ভোটে মোদির BJP জয়লাভ করে ।" লোকসভা ভোটের পর গতকাল পাকিস্তানের বিদেশসচিব দেশে পদার্পণ করেন ।

Koderma (Jharkhand), Apr 29 (ANI): While addressing a public meeting in Jharkhand's Koderma, Prime Minister Narendra Modi said, "Whether it is the terrorists of Pakistan or the hidden traitors in the house your 'chowkidar' will not leave anyone. Surgical Strike or Air Strike It is certain that wherever we feel danger, we will enter and hit them hard."

Last Updated : Jun 6, 2019, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.