দিল্লি, 4 জানুয়ারি : নয়া কৃষি আইন নিয়ে কৃষক ও কেন্দ্রীয় সরকারের মধ্যে টানাপোড়েন অব্যাহত রইল। সোমবার আন্দোলনকারী কৃষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক ছিল কেন্দ্রের। সেই বৈঠকেও কোনও সমঝোতা সূত্র বের হল না। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার এদিন ফের কৃষি আইনে কিছু সংশোধন করার প্রস্তাব দেয়। কিন্তু, সেই প্রস্তাব মানতে নারাজ আন্দোলনকারী কৃষকরা। তাঁদের দাবি, কেন্দ্রের তরফে লাগু করা নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিতে হবে।
কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। 40টি কৃষক সংগঠন এই আন্দোলন করছে। তাদের তরফে গঠন করা হয়েছে সংযুক্ত কিষান মোর্চা। এই নিয়ে কৃষকদের প্রতিনিধি দল কেন্দ্রের সঙ্গে তিনবার বৈঠক করল। কিন্তু প্রতিবার কোনও সমাধান সূত্র বের হয়নি।
আন্দোলনকারীদের দাবি, এদিনের বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষি আইনে সংশোধনী প্রস্তাবের কথা বলেছেন। এদিনও বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বোঝাতে চেয়েছেন যে এই আইন কৃষকদের উপকার করবে। কিন্তু, এই আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা।
আরও পড়ুন: কৃষিজমি ক্রয় কিংবা চুক্তিভিত্তিক চাষে প্রবেশের পরিকল্পনা নেই, জানাল রিলায়েন্স
এদিকে রবিবারই আন্দোলনকারী কৃষকদের তরফে একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। আগামী 8 জানুয়ারি থেকে ওই কর্মসূচি শুরু হওয়ার কথা। যা চলবে আগামী 26 জানুয়ারি পর্যন্ত। ওইদিন দিল্লিতে ট্রাক্টর প্যারেড করবেন কৃষকরা। ওইদিনই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হবে দিল্লিতে। এবার প্রধান অতিথি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সরকারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের পরই ওই অনুষ্ঠান হবে বলে আন্দোলনকারী কৃষকদের তরফে জানানো হয়েছে।