দিল্লি, 12 জুন : দেরি করে GST রিটার্ন জমা হলে এখন কোনও অতিরিক্ত জরিমানা করা হবে না । GST কাউন্সিলের বৈঠক শেষে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তবে 2017 সালের জুলাই মাস থেকে 2020 সালের জানুয়ারি মাস পর্যন্ত যাঁদের কোনও কর বকেয়া নেই, শুধুমাত্র তাঁরাই এই সুবিধা উপভোগ করতে পারবেন ।
আজই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 40 তম GST কাউন্সিলের বৈঠক করেন নির্মলা সীতারমন । উদ্ভুত কোরোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউন চালু হওয়ার পর থেকে এই প্রথম GST কাউন্সিলের বৈঠকে বসেন তিনি । বৈঠকে GST -র উপর কোরোনা ভাইরাসের প্রভাব নিয়ে আলোচনা হয় । টেক্সটাইল ও GST আদায়ের ক্ষেত্রে বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয় আজকের বৈঠকে ।
আজকের বৈঠকে GST কাউন্সিলের সুপারিশগুলি একনজরে --
- 2017 সালের জুলাই মাস থেকে শুরু করে 2020 সালের জানুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ, কোরোনার প্রকোপ শুরু হওয়ার আগে পর্যন্ত অনেকগুলি GST রিটার্নই বকেয়া রয়েছে । যাঁদের কোনও কর বকেয়া নেই, কিন্তু GST রিটার্ন জমা দেওয়া হয়নি, তাদের থেকে দেরিতে জমা দেওয়ায় কোনও অতিরিক্ত জরিমানা নেওয়া হবে না ।
- যাঁদের কর বকেয়া রয়েছে, তাঁদের জন্য 2017 সালের জুলাই মাস থেকে শুরু করে 2020 সালের জানুয়ারি মাস পর্যন্ত GST রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ লেট ফি 500 টাকা করা হয়েছে । 2020 সালের 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া সমস্ত GST রিটার্নের ক্ষেত্রে এই নিয়ম ধার্য্য হবে ।
- স্বল্প করদায়ী, যাঁদের বার্ষিক আর্থিক লেনদেন 5 কোটি টাকার মধ্যে তাঁদের এবছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের রিটার্ন জমা দেওয়ার দিন বাড়িয়ে 2020 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এক্ষেত্রে, GST জমা দেওয়ার হারও বার্ষিক 18 শতাংশ থেকে কমিয়ে 9 শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
- পাশাপাশি, কোরোনার কারণে উদ্ভুত পরিস্থিতিতে যে সমস্ত করদাতাদের GST রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে ও পুনর্নবীকরণ হয়নি, তাঁদের জন্যও থাকছে বিশেষ সুবিধা । 12 জুন পর্যন্ত যে সমস্ত GST রেজিস্ট্রেশনের বাতিল হয়ে গেছে, সেগুলির জন্য 30 সেপ্টেম্বরের মধ্যে বাতিল হওয়া বন্ধ করার জন্য আবেদন করতে হবে ।