ETV Bharat / bharat

CAA থেকে অব্যাহতি নেই : রবিশংকর প্রসাদ

কেরালা, পশ্চিমবঙ্গ সহ মোট ন'টি রাজ্য নাগরিকত্ব (সংশোধনী) আইন লাগু করার বিপক্ষে। ইতিমধ্যেই কেরালা বিধানসভায় পাশ হয়েছে CAA বাতিলের প্রস্তাব । তার মাঝে রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের । জানিয়ে দিলেন, অব্যাহতি নেই CAA থেকে ।

Ravi Shankar Prasad
ছবি
author img

By

Published : Jan 2, 2020, 6:48 AM IST

দিল্লি, 2 জানুয়ারি : নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে সরব হয়েছে একাধিক রাজ্য । নানা প্রান্তে চলেছে বিক্ষোভ । ইতিমধ্যেই কেরালা বিধানসভায় পাশ হয়েছে CAA বাতিলের প্রস্তাব । তার মাঝেই রাজ্যগুলিকে কার্যত সতর্ক করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ । স্পষ্ট করে দিলেন, CAA থেকে পালানোর কোনও পথ নেই । কোনও রাজ্যকে অব্যাহতি দেওয়া হবে না । বাস্তবায়িত হবে CAA।

কেরালা, পশ্চিমবঙ্গ সহ মোট ন'টি রাজ্যের মুখ্যমন্ত্রী এই আইন লাগু করার বিপক্ষে । কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের যুক্তি, বিধানসভাগুলির কিছু বিশেষ অধিকার রয়েছে । সেই অনুযায়ী CAA বাতিলের প্রস্তাব পাশ হয়েছে । এদিকে এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন রবিশংকর । তাঁর বক্তব্য, এই ধরণের প্রস্তাব পাশ সংবিধান-বিরোধী । আইনমন্ত্রী বলেন, আমরা দেখছি ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্য কয়েকটি রাজ্য সরকার এই আইনের বিরোধিতা করে জনসমক্ষে মন্তব্য করছেন । তাঁরা জানিয়ে দিচ্ছেন, সংশ্লিষ্ট রাজ্যে CAA লাগু করতে দেবেন না । কিন্তু আমি ওদের মনে করিয়ে দিতে চাই, আপনারা একটু আইনজ্ঞদের পরামর্শ নিন । সংবিধানের ২৪৫ ও ২৫৬ ধারা বলছে, সংসদের পূর্ণ অধিকার আছে নাগরিকত্ব বিষয়ক আইন পাশ করার । আর সংবিধানের ২৫৬ ধারা বলছে, রাজ্য সেই আইন লাগু করতে বাধ্য ।

রবিশংকর জানান, এগুলি সম্পূর্ণরুপে সাংবিধানিক দায়বদ্ধতা । সংসদের দুই কক্ষে আলোচনা করে এই বিল পাশ করানো হয়েছে । যা এখন আইনে পরিণত । এবং এটি লাগু হবেই । রাজ্য সরকারগুলিকে আক্রমণ করে রবিশংকরের বক্তব্য, সংবিধানের বিধি মেনে যখন তারা শপথ নিয়েছে, তখন সংবিধানকে মান্য করতেও বাধ্য তারা ।

এদিকে, কংগ্রেস সূত্রে খবর এখনই কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারগুলি প্রস্তাব পাশ করার বিষয়ে আগ্রহী নয় । এক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টের শুনানির জন্য অপেক্ষা করবে ।

দিল্লি, 2 জানুয়ারি : নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে সরব হয়েছে একাধিক রাজ্য । নানা প্রান্তে চলেছে বিক্ষোভ । ইতিমধ্যেই কেরালা বিধানসভায় পাশ হয়েছে CAA বাতিলের প্রস্তাব । তার মাঝেই রাজ্যগুলিকে কার্যত সতর্ক করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ । স্পষ্ট করে দিলেন, CAA থেকে পালানোর কোনও পথ নেই । কোনও রাজ্যকে অব্যাহতি দেওয়া হবে না । বাস্তবায়িত হবে CAA।

কেরালা, পশ্চিমবঙ্গ সহ মোট ন'টি রাজ্যের মুখ্যমন্ত্রী এই আইন লাগু করার বিপক্ষে । কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের যুক্তি, বিধানসভাগুলির কিছু বিশেষ অধিকার রয়েছে । সেই অনুযায়ী CAA বাতিলের প্রস্তাব পাশ হয়েছে । এদিকে এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন রবিশংকর । তাঁর বক্তব্য, এই ধরণের প্রস্তাব পাশ সংবিধান-বিরোধী । আইনমন্ত্রী বলেন, আমরা দেখছি ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্য কয়েকটি রাজ্য সরকার এই আইনের বিরোধিতা করে জনসমক্ষে মন্তব্য করছেন । তাঁরা জানিয়ে দিচ্ছেন, সংশ্লিষ্ট রাজ্যে CAA লাগু করতে দেবেন না । কিন্তু আমি ওদের মনে করিয়ে দিতে চাই, আপনারা একটু আইনজ্ঞদের পরামর্শ নিন । সংবিধানের ২৪৫ ও ২৫৬ ধারা বলছে, সংসদের পূর্ণ অধিকার আছে নাগরিকত্ব বিষয়ক আইন পাশ করার । আর সংবিধানের ২৫৬ ধারা বলছে, রাজ্য সেই আইন লাগু করতে বাধ্য ।

রবিশংকর জানান, এগুলি সম্পূর্ণরুপে সাংবিধানিক দায়বদ্ধতা । সংসদের দুই কক্ষে আলোচনা করে এই বিল পাশ করানো হয়েছে । যা এখন আইনে পরিণত । এবং এটি লাগু হবেই । রাজ্য সরকারগুলিকে আক্রমণ করে রবিশংকরের বক্তব্য, সংবিধানের বিধি মেনে যখন তারা শপথ নিয়েছে, তখন সংবিধানকে মান্য করতেও বাধ্য তারা ।

এদিকে, কংগ্রেস সূত্রে খবর এখনই কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারগুলি প্রস্তাব পাশ করার বিষয়ে আগ্রহী নয় । এক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টের শুনানির জন্য অপেক্ষা করবে ।

Hyderabad (Telangana), Jan 02 (ANI): B Sai Deepak has set a Guinness World Records for most side lunges in 60 seconds. Deepak scripted the record by doing 59 side lunges in 60 seconds, which is his fourth overall Guinness World Records. The previous record was held by Pakistan national Irfan Mehsood. The 23-year-old dedicated his achievement to the martyrs. "Currently I hold four Guinness World Records for India. I took 3-4 months to break previous record," he told ANI.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.