ETV Bharat / bharat

এখনই বুকিং না করার কথা জানিয়েছে মন্ত্রক, নির্দেশিকা পাইনি বলছে বিমান সংস্থাগুলি

author img

By

Published : Apr 19, 2020, 2:15 PM IST

Updated : Apr 19, 2020, 4:33 PM IST

গতকাল জানা যায়, এয়ার ইন্ডিয়া কিছু নির্দিষ্ট রুটের অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য বুকিং নেওয়া শুরু করেছে । এনিয়ে সরকারের নির্দিষ্ট কোনও ঘোষণা না থাকায় তৈরি হয় বিভ্রান্তি । আজ এবিষয়ে স্পষ্ট করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক । যদিও সরকারের কাছ থেকে এমন কোনও নির্দেশিকা পায়নি বলে জানাচ্ছে বিমান সংস্থাগুলি ।

ছবি
ছবি

দিল্লি, 19 এপ্রিল : আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হওয়ার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ে দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক । গতকাল কিছু নির্দিষ্ট রুটের অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য বুকিং নেওয়া শুরু করেছিল এয়ার ইন্ডিয়া ৷ যা নিয়ে বিভ্রান্তি ছড়ায় । তারপরই আজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়, বিমান পরিষেবা চালু হওয়া নিয়ে পরবর্তী সিদ্ধান্তের আগে বিমান সংস্থাগুলি যেন বুকিং শুরু না করে । এদিকে ভিস্তারা ও এয়ার এশিয়া ইন্ডিয়া বিমান সংস্থার দাবি এবিষয়ে এখনও পর্যন্ত কোনও নোটিশ পায়নি তারা ।

কোরোনার জেরে অন্তর্দেশীয় সমস্ত বিমান পরিষেবা 3 মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল । পাশাপাশি 31 মে পর্যন্ত বন্ধ রাখা হয় আন্তর্জাতিক বিমান পরিষেবাও । বাতিল করা হয় সমস্ত বুকিং ৷ গতকাল জানা যায়, এয়ার ইন্ডিয়া কিছু নির্দিষ্ট রুটের অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য বুকিং নেওয়া শুরু করেছে । 4 মে থেকে অন্তর্দেশীয় ও 1 জুন থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য এই বুকিং শুরু হয়েছিল ৷ কিন্তু এবিষয়ে সরকারের নির্দিষ্ট কোনও ঘোষণা না থাকায় তৈরি হয় বিভ্রান্তি । এরপর আজ বিমান পরিষেবা চালুর বিষয়টি নিয়ে স্পষ্ট করে দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক । জানানো হল, এখনই আন্তর্জাতিক বা অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । তাই 3 মে পরই যেন তড়িঘড়ি বুকিং না শুরু করে দেন বিমান সংস্থাগুলি । কারণ, দিন দিন বাড়ছে কোরোনা সংক্রমণ । এই পরিস্থিতিতে 3 মে'র পরই যে সমস্ত পরিষেবা চালু করে দেওয়া হবে সে ব্যাপারে এখনও কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি ।

যদিও ভিস্তারা ও এয়ার এশিয়া ইন্ডিয়া বিমান সংস্থার দাবি অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এই ঘোষণা সম্পর্কিত কোনওরকম নোটিশ এখনও পর্যন্ত হাতে আসেনি তাদের । বর্তমানে তারা 4 মে থেকে বিমান পরিষেবার জন্য এই বুকিং করছে । ভিস্তারার মুখপাত্র জানান, এবিষয়ে মন্ত্রকের তরফে কোনও নির্দেশিকা আসেনি আমাদের কাছে । আমরা অপেক্ষা করছি । শেষ যে নির্দেশিকা জারি হয়েছিল ,তার ভিত্তিতে 3 মে পর্যন্ত বন্ধ সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে ।

অন্যদিকে এয়ার এশিয়া ইন্ডিয়ার মুখপাত্র বলেন, "3 মে'র পর বিমানের বুকিং বন্ধ রাখার বিষয়ে এখনও পর্যন্ত অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে কোনও সরকারি নির্দেশ পাইনি আমরা । একটি সুনির্দিষ্ট নির্দেশ এলে আমরা সেইমতো পদক্ষেপ করব ।" তিনি আরও জানান, এই প্যানডেমিক পরিস্থিতিতে যদি লকডাউনের সময়সীমা বাড়ে তাহলে বিনামূল্যে নিজেদের বিমান রিশিডিউল করতে পারবেন গ্রাহকরা ।

উল্লেখ্য, গতকালই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে কয়েকজন মন্ত্রীকে নিয়ে একটি বৈঠক হয় । সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সবুজ সংকেতের পরই পরিবহন পরিষেবা চালু নিয়ে নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত ।

দিল্লি, 19 এপ্রিল : আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হওয়ার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ে দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক । গতকাল কিছু নির্দিষ্ট রুটের অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য বুকিং নেওয়া শুরু করেছিল এয়ার ইন্ডিয়া ৷ যা নিয়ে বিভ্রান্তি ছড়ায় । তারপরই আজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়, বিমান পরিষেবা চালু হওয়া নিয়ে পরবর্তী সিদ্ধান্তের আগে বিমান সংস্থাগুলি যেন বুকিং শুরু না করে । এদিকে ভিস্তারা ও এয়ার এশিয়া ইন্ডিয়া বিমান সংস্থার দাবি এবিষয়ে এখনও পর্যন্ত কোনও নোটিশ পায়নি তারা ।

কোরোনার জেরে অন্তর্দেশীয় সমস্ত বিমান পরিষেবা 3 মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল । পাশাপাশি 31 মে পর্যন্ত বন্ধ রাখা হয় আন্তর্জাতিক বিমান পরিষেবাও । বাতিল করা হয় সমস্ত বুকিং ৷ গতকাল জানা যায়, এয়ার ইন্ডিয়া কিছু নির্দিষ্ট রুটের অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য বুকিং নেওয়া শুরু করেছে । 4 মে থেকে অন্তর্দেশীয় ও 1 জুন থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য এই বুকিং শুরু হয়েছিল ৷ কিন্তু এবিষয়ে সরকারের নির্দিষ্ট কোনও ঘোষণা না থাকায় তৈরি হয় বিভ্রান্তি । এরপর আজ বিমান পরিষেবা চালুর বিষয়টি নিয়ে স্পষ্ট করে দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক । জানানো হল, এখনই আন্তর্জাতিক বা অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । তাই 3 মে পরই যেন তড়িঘড়ি বুকিং না শুরু করে দেন বিমান সংস্থাগুলি । কারণ, দিন দিন বাড়ছে কোরোনা সংক্রমণ । এই পরিস্থিতিতে 3 মে'র পরই যে সমস্ত পরিষেবা চালু করে দেওয়া হবে সে ব্যাপারে এখনও কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি ।

যদিও ভিস্তারা ও এয়ার এশিয়া ইন্ডিয়া বিমান সংস্থার দাবি অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এই ঘোষণা সম্পর্কিত কোনওরকম নোটিশ এখনও পর্যন্ত হাতে আসেনি তাদের । বর্তমানে তারা 4 মে থেকে বিমান পরিষেবার জন্য এই বুকিং করছে । ভিস্তারার মুখপাত্র জানান, এবিষয়ে মন্ত্রকের তরফে কোনও নির্দেশিকা আসেনি আমাদের কাছে । আমরা অপেক্ষা করছি । শেষ যে নির্দেশিকা জারি হয়েছিল ,তার ভিত্তিতে 3 মে পর্যন্ত বন্ধ সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে ।

অন্যদিকে এয়ার এশিয়া ইন্ডিয়ার মুখপাত্র বলেন, "3 মে'র পর বিমানের বুকিং বন্ধ রাখার বিষয়ে এখনও পর্যন্ত অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে কোনও সরকারি নির্দেশ পাইনি আমরা । একটি সুনির্দিষ্ট নির্দেশ এলে আমরা সেইমতো পদক্ষেপ করব ।" তিনি আরও জানান, এই প্যানডেমিক পরিস্থিতিতে যদি লকডাউনের সময়সীমা বাড়ে তাহলে বিনামূল্যে নিজেদের বিমান রিশিডিউল করতে পারবেন গ্রাহকরা ।

উল্লেখ্য, গতকালই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে কয়েকজন মন্ত্রীকে নিয়ে একটি বৈঠক হয় । সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সবুজ সংকেতের পরই পরিবহন পরিষেবা চালু নিয়ে নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত ।

Last Updated : Apr 19, 2020, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.