দিল্লি , 15 সেপ্টেম্বর : পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে কোনও তথ্য নেই কেন্দ্র সরকারের কাছে ৷ সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না ৷ গতকাল লোকসভার বাদল অধিবেশন চলাকালীন লকডাউনে ঘরে ফেরার সময় যেসব পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল, তাঁদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কি না সেই বিষয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয় ৷ কেন্দ্র সরকারের এই প্রতিক্রিয়ায় বাদল অধিবেশনের প্রথম দিনেই বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে ৷
অধিবেশনে প্রথমে লকডাউন পরিস্থিতিতে কতজন পরিযায়ী শ্রমিক নিজের রাজ্যে ফিরে এসেছেন, সেই বিষয়ে প্রশ্ন করা হয় ৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক স্বীকার করে যে, 1 কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন কোণ থেকে নিজের রাজ্যে ফিরে এসেছেন ৷ পাশাপাশি, নিজের রাজ্যে ফেরার সময় কতজন শ্রমিক প্রাণ হারিয়েছেন বা এইসব শ্রমিকদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয় ৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাংওয়ার লিখিত প্রতিক্রিয়ায় জানান, "এই বিষয়ে কোনও তথ্য বজায় রাখা হয়নি ৷ সুতরাং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনও প্রশ্নই ওঠে না ৷ "
এই প্রসঙ্গে কংগ্রেসের দিগ্বিজয় সিং বলেন , "কেন্দ্র বলছে, যে তাদের কাছে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পরিসংখ্যান নেই ৷ তাই ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্ন নেই ৷ এটা খুবই আশ্চর্যের বিষয় ৷ মাঝে মাঝে আমার মনে হয়, আমরা অন্ধ, না হলে সরকার মনে করে, যে প্রত্যেকের কাছে তাদের এমন বক্তব্য গ্রহণযোগ্য !"
উল্লেখ্য, মার্চ মাসে লকডাউন ঘোষণা হওয়া পর থেকে বহু পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়েন ৷ চাকরি হারান ৷ যানবাহন বন্ধ থাকায় বাড়িও ফিরতে পারছিলেন না তাঁরা ৷ কিন্তু লকডাউনের মেয়াদ বাড়তে থাকায় পরিযায়ী শ্রমিকেরা ধৈর্য্য হারিয়ে ঘরে ফেরার জন্য পায়ে হেঁটেই রওনা দেন ৷ সেইসময় কোনও দুর্ঘটনায় ও দিনের পর দিন হেঁটে ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় বহু পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় ৷ এই ঘটনার পর পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রের তরফ থেকে বিশেষ ট্রেন চালু করা হয় ৷