ETV Bharat / bharat

কোরোনার জের, বন্ধ 374 বছরের পশুমেলা - শ্রী অটলবিহারী বাজপেয়ী

প্রাচীন ঐতিহ্য়পূর্ণ এই পশুমেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে ৷ যে সংখ্য়াটা লক্ষাধিকেরও বেশি ৷ কোরোনা মহামারির কারণে তাই এত বড় মেলার আয়োজন ভয়ংকর হতে পারে বলে জানিয়েছেন আগরার জেলাশাসক প্রভু এন সিং ৷

no-bateshwar-animal-fair-in-agra-this-year
কোরোনার কারণে বন্ধ হলো বটেশ্বরের 374 বছরের পশুমেলা
author img

By

Published : Nov 8, 2020, 9:20 PM IST

আগরা, 8 নভেম্বর : 374 বছরের প্রাচীন ঐতিহ্য়বাহী পশু মেলা হচ্ছে না বটেশ্বরে ৷ আগরা জেলা প্রশাসনের তরফে এমনই জানিয়ে দেওয়া হয়েছে ৷ কারণ হিসেবে বলা হয়েছে, কোরোনা আবহে বিশাল এই মেলার আয়োজন করা বিপজ্জনক হতে পারে ৷ আগরার বটেশ্বরে 1646 সাল থেকে এই মেলা হয়ে আসছে ৷

প্রাচীন ঐতিহ্য়পূর্ণ এই পশু মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে ৷ যে সংখ্য়াটা লক্ষাধিকেরও বেশি ৷ কোরোনা মহামারির কারণে তাই এত বড় মেলার আয়োজন ভয়ংকর হতে পারে বলে জানিয়েছেন আগরার জেলাশাসক প্রভু এন সিং ৷ জনশ্রুতি রয়েছে, যে রাজা বদন সিং যমুনা নদীর মুখ ঘোরাতে একটি বাঁধ তৈরি করেছিলেন ৷ যাতে সেখানে তৈরি বটেশ্বর মহাদেবের মন্দিরের পাশ দিয়ে নদী বয়ে যেতে পারে ৷ এখানে ভগবান শিবকে উৎসর্গ করে একশোরও বেশি মন্দির রয়েছে ৷ যা নদীর তীরে অর্ধচন্দ্রাকার আকৃতিতে আবদ্ধ হয়ে রয়েছে ৷

পৌরাণিক এই স্থানেই এবার বটেশ্বর পশুমেলা বন্ধ রাখতে হচ্ছে কোরোনা মহামারির সংক্রমণের কারণে ৷ এই বটেশ্বরেই জন্মে ছিলেন ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি ৷

আগরা, 8 নভেম্বর : 374 বছরের প্রাচীন ঐতিহ্য়বাহী পশু মেলা হচ্ছে না বটেশ্বরে ৷ আগরা জেলা প্রশাসনের তরফে এমনই জানিয়ে দেওয়া হয়েছে ৷ কারণ হিসেবে বলা হয়েছে, কোরোনা আবহে বিশাল এই মেলার আয়োজন করা বিপজ্জনক হতে পারে ৷ আগরার বটেশ্বরে 1646 সাল থেকে এই মেলা হয়ে আসছে ৷

প্রাচীন ঐতিহ্য়পূর্ণ এই পশু মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে ৷ যে সংখ্য়াটা লক্ষাধিকেরও বেশি ৷ কোরোনা মহামারির কারণে তাই এত বড় মেলার আয়োজন ভয়ংকর হতে পারে বলে জানিয়েছেন আগরার জেলাশাসক প্রভু এন সিং ৷ জনশ্রুতি রয়েছে, যে রাজা বদন সিং যমুনা নদীর মুখ ঘোরাতে একটি বাঁধ তৈরি করেছিলেন ৷ যাতে সেখানে তৈরি বটেশ্বর মহাদেবের মন্দিরের পাশ দিয়ে নদী বয়ে যেতে পারে ৷ এখানে ভগবান শিবকে উৎসর্গ করে একশোরও বেশি মন্দির রয়েছে ৷ যা নদীর তীরে অর্ধচন্দ্রাকার আকৃতিতে আবদ্ধ হয়ে রয়েছে ৷

পৌরাণিক এই স্থানেই এবার বটেশ্বর পশুমেলা বন্ধ রাখতে হচ্ছে কোরোনা মহামারির সংক্রমণের কারণে ৷ এই বটেশ্বরেই জন্মে ছিলেন ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.