ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি - কোরোনা আক্রান্ত মহন্ত নিত্যগোপাল দাস

কোরোনায় আক্রান্ত হলেন রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি ৷ তাঁকে মেদান্ত হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

Nitya Gopal infected with corona
কোরোনা আক্রান্ত মহন্ত নিত্যগোপাল দাস
author img

By

Published : Aug 13, 2020, 1:38 PM IST

Updated : Aug 13, 2020, 4:19 PM IST

মথুরা, 13 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হলেন রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি মহন্ত নিত্যগোপাল দাস ৷ মথুরার জেলাশাসক সর্বজ্ঞরাম মিশ্র জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে মহন্ত নিত্যগোপালকে মেদান্ত হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে ৷ 5 অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর দিন প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন নিত্যগোপাল দাস ৷

82 বছরের মহন্তের কোরোনার উপসর্গ দেখা দিয়েছিল৷ কয়েকদিন ধরে জ্বর ভাব দেখা দেওয়ায় তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ৷ চিকিৎসকরা জানান, তাঁর শরীরে সামান্য তাপমাত্রা আছে৷ এছাড়া সামান্য শ্বাসকষ্টজনিত সমস্যাও আছে তাঁর ৷ এছাড়া শরীরে অক্সিজেনের লেভেল কিছুটা কম রয়েছে ৷ তবে চিকিৎসকরা তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁকে ওষুধ দেওয়া হয়েছে ৷ কোরোনা পরীক্ষার জন্য তাঁর অ্যান্টিজেন টেস্ট করা হয় ৷ এই রিপোর্ট পজ়িটিভ আসে ৷

রাম মন্দিরের ভূমিপুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাকি যে চার জন একই মঞ্চে ছিলেন তাঁদের মধ্যে অন্যতম মহন্ত নিত্যগোপাল৷ বাকিরা হলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পটেল এবং RSS প্রধান মোহন ভাগবত ৷

রামজন্মভূমির ভূমিপুজোর দিন ব্রতী পুরোহিত প্রদীপ দাস এবং উপস্থিত 14 জন পুলিশকর্মীরও কিছুদিন আগে কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷

মথুরা, 13 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হলেন রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি মহন্ত নিত্যগোপাল দাস ৷ মথুরার জেলাশাসক সর্বজ্ঞরাম মিশ্র জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে মহন্ত নিত্যগোপালকে মেদান্ত হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে ৷ 5 অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর দিন প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন নিত্যগোপাল দাস ৷

82 বছরের মহন্তের কোরোনার উপসর্গ দেখা দিয়েছিল৷ কয়েকদিন ধরে জ্বর ভাব দেখা দেওয়ায় তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ৷ চিকিৎসকরা জানান, তাঁর শরীরে সামান্য তাপমাত্রা আছে৷ এছাড়া সামান্য শ্বাসকষ্টজনিত সমস্যাও আছে তাঁর ৷ এছাড়া শরীরে অক্সিজেনের লেভেল কিছুটা কম রয়েছে ৷ তবে চিকিৎসকরা তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁকে ওষুধ দেওয়া হয়েছে ৷ কোরোনা পরীক্ষার জন্য তাঁর অ্যান্টিজেন টেস্ট করা হয় ৷ এই রিপোর্ট পজ়িটিভ আসে ৷

রাম মন্দিরের ভূমিপুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাকি যে চার জন একই মঞ্চে ছিলেন তাঁদের মধ্যে অন্যতম মহন্ত নিত্যগোপাল৷ বাকিরা হলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পটেল এবং RSS প্রধান মোহন ভাগবত ৷

রামজন্মভূমির ভূমিপুজোর দিন ব্রতী পুরোহিত প্রদীপ দাস এবং উপস্থিত 14 জন পুলিশকর্মীরও কিছুদিন আগে কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷

Last Updated : Aug 13, 2020, 4:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.