ETV Bharat / bharat

বিহারে জয় পেতে সহায়তার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ নীতীশের - বিহার ভোটে জয়ের পর প্রতিক্রিয়া নীতীশ কুমারের

তিনিই মুখ্যমন্ত্রী হচ্ছেন । গতকালই জানিয়েছিল BJP । আর বিহারে জয় পেতে সহায়তা করার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন নীতীশ কুমার ।

Nitish Kumar
Nitish Kumar
author img

By

Published : Nov 12, 2020, 9:51 AM IST

পটনা, 12 নভেম্বর : চতুর্থবার ক্ষমতায় এসে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিলেন নীতীশ কুমার । বিহারবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইটারে তিনি লিখেছেন, "জনগণই সিদ্ধান্ত নেন । NDA-কে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য আমি তাঁদের প্রণাম জানাই । প্রধানমন্ত্রী মোদির সহায়তার জন্যও কৃতজ্ঞ ।"

বিহার বিধানসভা নির্বাচনে BJP একাই জয়ী হয়েছে 74টি আসনে ৷ নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড জিতেছে মাত্র 43টি আসন ৷ গতবারের তুলনায় এবার তাদের ফল খারাপ হয়েছে । বিহারে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে RJD ৷ 75 টি আসন পেয়েছে তারা ৷

  • जनता मालिक है। उन्होंने NDA को जो बहुमत प्रदान किया, उसके लिए जनता-जनार्दन को नमन है। मैं पीएम श्री @narendramodi जी को उनसे मिल रहे सहयोग के लिए धन्यवाद करता हूँ।

    — Nitish Kumar (@NitishKumar) November 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে 74টি আসনে জিতে বিহারে নিজেদের শক্তিবৃদ্ধি করল BJP । গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "বিহারে BJP-ই একমাত্র দল যারা তিনবার ক্ষমতায় থেকেও নিজেদের আসন বৃদ্ধি করেছে ।"

এবারও ফের নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে জানিয়ে দিয়েছে BJP । সুশীল মোদি বলেন, "নীতীশজিই হবেন মুখ্যমন্ত্রী ৷ এটাই আমাদের প্রতিশ্রুতি ছিল । এনিয়ে কোনও ধোঁয়াশা নেই ।"

পটনা, 12 নভেম্বর : চতুর্থবার ক্ষমতায় এসে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিলেন নীতীশ কুমার । বিহারবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইটারে তিনি লিখেছেন, "জনগণই সিদ্ধান্ত নেন । NDA-কে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য আমি তাঁদের প্রণাম জানাই । প্রধানমন্ত্রী মোদির সহায়তার জন্যও কৃতজ্ঞ ।"

বিহার বিধানসভা নির্বাচনে BJP একাই জয়ী হয়েছে 74টি আসনে ৷ নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড জিতেছে মাত্র 43টি আসন ৷ গতবারের তুলনায় এবার তাদের ফল খারাপ হয়েছে । বিহারে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে RJD ৷ 75 টি আসন পেয়েছে তারা ৷

  • जनता मालिक है। उन्होंने NDA को जो बहुमत प्रदान किया, उसके लिए जनता-जनार्दन को नमन है। मैं पीएम श्री @narendramodi जी को उनसे मिल रहे सहयोग के लिए धन्यवाद करता हूँ।

    — Nitish Kumar (@NitishKumar) November 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে 74টি আসনে জিতে বিহারে নিজেদের শক্তিবৃদ্ধি করল BJP । গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "বিহারে BJP-ই একমাত্র দল যারা তিনবার ক্ষমতায় থেকেও নিজেদের আসন বৃদ্ধি করেছে ।"

এবারও ফের নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে জানিয়ে দিয়েছে BJP । সুশীল মোদি বলেন, "নীতীশজিই হবেন মুখ্যমন্ত্রী ৷ এটাই আমাদের প্রতিশ্রুতি ছিল । এনিয়ে কোনও ধোঁয়াশা নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.