ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত কর্মী, সিল করা হল নীতি আয়োগ

সিল করা হল দিল্লির নীতি আয়োগ অফিস । এক কর্মী কোরোনা আক্রান্ত । আজ সকাল 9টা নাগাদ ওই আক্রান্ত ব্যক্তির নমুনার রিপোর্ট আসে । সেই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের কোয়ারানটিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ।

Corona
কোরোনা
author img

By

Published : Apr 28, 2020, 3:19 PM IST

দিল্লি, 28 এপ্রিল : সিল করা হল দিল্লির নীতি আয়োগ অফিস । এক কর্মী কোরোনা আক্রান্ত হন । এরপরই আজ বন্ধ করা হয় সংস্থাটি ।

নীতি আয়োগের এক ঊর্ধ্বতন কর্মচারী এই বিষয়ে বলেন, “স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকা মেনে চলছে নীতি আয়োগ । বাড়িটি সিল করা হয়েছে । স্যানিটাইজ়েশন প্রক্রিয়া চলছে । ”

আজ সকাল 9টা নাগাদ ওই আক্রান্ত ব্যক্তির নমুনার রিপোর্ট আসে । সেই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের কোয়ারানটিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ।

22 এপ্রিল অসামরিক বিমান মন্ত্রকের প্রধান কার্যালয় সিল করা হয় । দিল্লির জোড় বাগে রাজীব গান্ধি ভবনে এটির প্রধান কার্যালয় রয়েছে । মন্ত্রকের এক সদস্য কোরোনা আক্রান্ত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় । গতকাল থেকে আবার প্রধান কার্যালয়টি খুলেছে ও কাজ শুরু হয়েছে ।

দিল্লি, 28 এপ্রিল : সিল করা হল দিল্লির নীতি আয়োগ অফিস । এক কর্মী কোরোনা আক্রান্ত হন । এরপরই আজ বন্ধ করা হয় সংস্থাটি ।

নীতি আয়োগের এক ঊর্ধ্বতন কর্মচারী এই বিষয়ে বলেন, “স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকা মেনে চলছে নীতি আয়োগ । বাড়িটি সিল করা হয়েছে । স্যানিটাইজ়েশন প্রক্রিয়া চলছে । ”

আজ সকাল 9টা নাগাদ ওই আক্রান্ত ব্যক্তির নমুনার রিপোর্ট আসে । সেই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের কোয়ারানটিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ।

22 এপ্রিল অসামরিক বিমান মন্ত্রকের প্রধান কার্যালয় সিল করা হয় । দিল্লির জোড় বাগে রাজীব গান্ধি ভবনে এটির প্রধান কার্যালয় রয়েছে । মন্ত্রকের এক সদস্য কোরোনা আক্রান্ত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় । গতকাল থেকে আবার প্রধান কার্যালয়টি খুলেছে ও কাজ শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.