ETV Bharat / bharat

আত্মনির্ভর ভারত : বিকেল 4টেয় অর্থমন্ত্রীর চতুর্থ দফার ঘোষণা

MSME, ভিনরাজ্যের শ্রমিক, কৃষিক্ষেত্রের পর আজ বিকেল 4টেয় চতুর্থ দফায় সাংবাদিক বৈঠক করবেন নির্মলা সীতারমন ।

ছবি
ছবি
author img

By

Published : May 16, 2020, 11:47 AM IST

দিল্লি, 16 মে : 12 মে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় আত্মনির্ভর ভারত গড়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী । সেদিন 20 লাখ কোটির আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন তিনি। সেই প্যাকেজের বিস্তারিত বিবরণ দিতে আজ বিকেল চারটেয় চতুর্থ দফায় সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । MSME, ভিনরাজ্যের শ্রমিক, কৃষিক্ষেত্রের পর এবার কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে তার অপেক্ষায় দেশ ।

আত্মনির্ভর ভারত অভিযান পদক্ষেপের বিস্তারিত বিবরণ দিতে আগামীকাল পর্যন্ত সাংবাদিক বৈঠক করবেন অর্থমন্ত্রী । গত তিনদিন নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি । প্রথমদিন দেশের (MSME) তথা ক্ষুদ্র, ছোটো, মাঝারি শিল্পগুলির জন্য 3 লাখ কোটির ঋণসহ একাধিক ঘোষণা করেন তিনি । অর্থমন্ত্রী জানান, 45দিনের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে ।

দ্বিতীয় দিনে পরিযায়ী, কৃষক, হকারসহ মধ্যবিত্তদের জন্য একাধিক ঘোষণা করেন নির্মলা সীতারমন । ‘এক দেশ এক রেশন’ প্রকল্পের ঘোষণা করেন তিনি । ভিনরাজ্যের আট কোটি শ্রমিকের জন্য দু'মাস বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলেন । এজন্য তিন হাজার 500 কোটি টাকা বরাদ্দ করা হয় । এর পাশাপাশি হকারদের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ ঘোষণাও করা হয় । 50 লাখ হকার এই প্রকল্পে উপকৃত হবেন বলে দাবি করেন অর্থমন্ত্রী । বাড়ানো হয় ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম (CLSS)-র মেয়াদ ।

তৃতীয় দিন অর্থাৎ গতকাল কৃষকদের জন্য এক লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয় । জানানো হয়, ফসল উৎপাদন থেকে বিক্রি করা পর্যন্ত কৃষকদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য আইন আনবে কেন্দ্র ৷ ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণে 10 হাজার কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র ৷ এর পাশাপাশি মৎস্য ক্ষেত্রে 20 হাজার কোটির প্যাকেজ বরাদ্দ করা হয় । মৎস্যজীবীদের জন্য বিমার ঘোষণা করা হয় । একই সঙ্গে পশুপালন, দুগ্ধজাত ও জৈব-ভেষজ শিল্পেও অর্থ বরাদ্দ করা হয় ।

20 লাখ কোটির প্যাকেজ নিয়ে আজ চতুর্থ দফার বৈঠকে বিস্তারিত আলোচনা করবেন অর্থমন্ত্রী । আরও কোন কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ হবে জানাবেন তিনি । আপাতত অর্থমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় দেশ ।

দিল্লি, 16 মে : 12 মে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় আত্মনির্ভর ভারত গড়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী । সেদিন 20 লাখ কোটির আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন তিনি। সেই প্যাকেজের বিস্তারিত বিবরণ দিতে আজ বিকেল চারটেয় চতুর্থ দফায় সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । MSME, ভিনরাজ্যের শ্রমিক, কৃষিক্ষেত্রের পর এবার কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে তার অপেক্ষায় দেশ ।

আত্মনির্ভর ভারত অভিযান পদক্ষেপের বিস্তারিত বিবরণ দিতে আগামীকাল পর্যন্ত সাংবাদিক বৈঠক করবেন অর্থমন্ত্রী । গত তিনদিন নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি । প্রথমদিন দেশের (MSME) তথা ক্ষুদ্র, ছোটো, মাঝারি শিল্পগুলির জন্য 3 লাখ কোটির ঋণসহ একাধিক ঘোষণা করেন তিনি । অর্থমন্ত্রী জানান, 45দিনের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে ।

দ্বিতীয় দিনে পরিযায়ী, কৃষক, হকারসহ মধ্যবিত্তদের জন্য একাধিক ঘোষণা করেন নির্মলা সীতারমন । ‘এক দেশ এক রেশন’ প্রকল্পের ঘোষণা করেন তিনি । ভিনরাজ্যের আট কোটি শ্রমিকের জন্য দু'মাস বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলেন । এজন্য তিন হাজার 500 কোটি টাকা বরাদ্দ করা হয় । এর পাশাপাশি হকারদের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ ঘোষণাও করা হয় । 50 লাখ হকার এই প্রকল্পে উপকৃত হবেন বলে দাবি করেন অর্থমন্ত্রী । বাড়ানো হয় ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম (CLSS)-র মেয়াদ ।

তৃতীয় দিন অর্থাৎ গতকাল কৃষকদের জন্য এক লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয় । জানানো হয়, ফসল উৎপাদন থেকে বিক্রি করা পর্যন্ত কৃষকদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য আইন আনবে কেন্দ্র ৷ ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণে 10 হাজার কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র ৷ এর পাশাপাশি মৎস্য ক্ষেত্রে 20 হাজার কোটির প্যাকেজ বরাদ্দ করা হয় । মৎস্যজীবীদের জন্য বিমার ঘোষণা করা হয় । একই সঙ্গে পশুপালন, দুগ্ধজাত ও জৈব-ভেষজ শিল্পেও অর্থ বরাদ্দ করা হয় ।

20 লাখ কোটির প্যাকেজ নিয়ে আজ চতুর্থ দফার বৈঠকে বিস্তারিত আলোচনা করবেন অর্থমন্ত্রী । আরও কোন কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ হবে জানাবেন তিনি । আপাতত অর্থমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় দেশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.