ETV Bharat / bharat

আত্মনির্ভর ভারত পর্ব - 3 : কৃষিক্ষেত্রে 11টি প্যাকেজের ঘোষণা - Atmanirbhar

Nirmala Sitaraman on Atmanirbhar
নির্মলা সীতারমন
author img

By

Published : May 15, 2020, 4:08 PM IST

Updated : May 15, 2020, 5:54 PM IST

16:59 May 15

দিল্লি, 15 মে : আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রের তরফে যে 20 লাখ কোটি বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, তার কিছুটা বিস্তারিত আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । কৃষি, মৎস্যজাত ও দুগ্ধজাত ক্ষেত্রে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করলেন সীতারমন ৷ কৃষিতে ছ’মাসের পাইলট প্রকল্পের পাশাপাশি মৎস্যক্ষেত্রে কর্ম সংস্থানের ঘোষণা করেন অর্থমন্ত্রী ৷ একনজরে কী কী থাকছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আজকের ঝুলিতে?

  • কৃষকরা নিজেদের পণ্য দেশের যেকোনও জায়গায় বিক্রি করতে পারবেন ৷

16:59 May 15

  • এর জন্য আন্তঃরাজ্য পরিবহণের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না ৷

16:52 May 15

  • অত্যাবশ্যকীয় পণ্য আইনে বদল ৷

16:50 May 15

  • আইন বদলে অর্ডিন্যান্স জারি ৷

16:50 May 15

  • ডাল, দানাশস্য, পিঁয়াজ অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় নয় ৷

16:46 May 15

  • জৈব ও ভেষজ চাষে 4 হাজার কোটি টাকা ব্যয় করবে কেন্দ্র ৷

16:44 May 15

  • মৌমাছি পালনে 100 কোটি টাকার প্রকল্পের ঘোষণা ৷

16:44 May 15

  • এর ফলে 2 লাখ মৌমাছিপালক উপকৃত হবেন ৷

16:42 May 15

  • মৎস্যজীবীদের জন্য বিমার ঘোষণা ৷

16:42 May 15

  • মৎস্যচাষ ও প্রক্রিয়াকরণে 55 লাখ কর্মসংস্থান ৷

16:41 May 15

  • এর জন্য 13 হাজার 347 কোটি টাকা ব্যয় ৷

16:41 May 15

  • 100 শতাংশ গবাদি পশুর টিকাকরণ করা হবে ৷

16:36 May 15

  • 15 হাজার কোটি টাকা ব্যয় হবে দুগ্ধজাত শিল্পের ক্ষেত্রে ৷

16:36 May 15

  • 100 শতাংশ গবাদি পশুর টিকাকরণ করা হবে ৷

16:33 May 15

  • মৎস্য ক্ষেত্রে 20 হাজার কোটির প্যাকেজ ৷

16:31 May 15

নতুন মৎস্যবন্দর তৈরি করা হবে ৷

16:31 May 15

  • ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণে 10 হাজার কোটি ব্যয় কেন্দ্রের ৷

16:31 May 15

  • কৃষি সমবায় এবং FPO-র জন্য বরাদ্দ কেন্দ্রের ৷

16:24 May 15

সমবায় সমিতি থেকে দু’মাসে 560 লিটার দুধ কিনেছে কেন্দ্র ৷

16:24 May 15

ন্যূনতম সহায়ক মূল্যের জন্য 74 হাজার 300 কোটি টাকা ব্যয় কেন্দ্রের ৷

16:23 May 15

গত দু’মাসে এই ব্যয় হয়েছে ৷

16:23 May 15

  • কৃষকদের জন্য 1 লাখ কোটির বিশেষ প্যাকেজ কেন্দ্রের ৷

16:19 May 15

  • কৃষিজাত পণ্যের জন্য 11টি ত্রাণ প্যাকেজ ৷

16:18 May 15

  • 20 লাখ কোটি আর্থিক প্যাকেজের ঘোষণা ৷

16:17 May 15

  • লকডাউনে 18 হাজার 700 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার ৷

16:17 May 15

  • কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রান্সফার ৷

16:10 May 15

  • পশুপালনের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা ৷

10:32 May 15

  • 85 শতাংশ মানুষ কৃষি, মৎস্যচাষ ও খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত ৷

16:59 May 15

দিল্লি, 15 মে : আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রের তরফে যে 20 লাখ কোটি বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, তার কিছুটা বিস্তারিত আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । কৃষি, মৎস্যজাত ও দুগ্ধজাত ক্ষেত্রে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করলেন সীতারমন ৷ কৃষিতে ছ’মাসের পাইলট প্রকল্পের পাশাপাশি মৎস্যক্ষেত্রে কর্ম সংস্থানের ঘোষণা করেন অর্থমন্ত্রী ৷ একনজরে কী কী থাকছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আজকের ঝুলিতে?

  • কৃষকরা নিজেদের পণ্য দেশের যেকোনও জায়গায় বিক্রি করতে পারবেন ৷

16:59 May 15

  • এর জন্য আন্তঃরাজ্য পরিবহণের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না ৷

16:52 May 15

  • অত্যাবশ্যকীয় পণ্য আইনে বদল ৷

16:50 May 15

  • আইন বদলে অর্ডিন্যান্স জারি ৷

16:50 May 15

  • ডাল, দানাশস্য, পিঁয়াজ অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় নয় ৷

16:46 May 15

  • জৈব ও ভেষজ চাষে 4 হাজার কোটি টাকা ব্যয় করবে কেন্দ্র ৷

16:44 May 15

  • মৌমাছি পালনে 100 কোটি টাকার প্রকল্পের ঘোষণা ৷

16:44 May 15

  • এর ফলে 2 লাখ মৌমাছিপালক উপকৃত হবেন ৷

16:42 May 15

  • মৎস্যজীবীদের জন্য বিমার ঘোষণা ৷

16:42 May 15

  • মৎস্যচাষ ও প্রক্রিয়াকরণে 55 লাখ কর্মসংস্থান ৷

16:41 May 15

  • এর জন্য 13 হাজার 347 কোটি টাকা ব্যয় ৷

16:41 May 15

  • 100 শতাংশ গবাদি পশুর টিকাকরণ করা হবে ৷

16:36 May 15

  • 15 হাজার কোটি টাকা ব্যয় হবে দুগ্ধজাত শিল্পের ক্ষেত্রে ৷

16:36 May 15

  • 100 শতাংশ গবাদি পশুর টিকাকরণ করা হবে ৷

16:33 May 15

  • মৎস্য ক্ষেত্রে 20 হাজার কোটির প্যাকেজ ৷

16:31 May 15

নতুন মৎস্যবন্দর তৈরি করা হবে ৷

16:31 May 15

  • ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণে 10 হাজার কোটি ব্যয় কেন্দ্রের ৷

16:31 May 15

  • কৃষি সমবায় এবং FPO-র জন্য বরাদ্দ কেন্দ্রের ৷

16:24 May 15

সমবায় সমিতি থেকে দু’মাসে 560 লিটার দুধ কিনেছে কেন্দ্র ৷

16:24 May 15

ন্যূনতম সহায়ক মূল্যের জন্য 74 হাজার 300 কোটি টাকা ব্যয় কেন্দ্রের ৷

16:23 May 15

গত দু’মাসে এই ব্যয় হয়েছে ৷

16:23 May 15

  • কৃষকদের জন্য 1 লাখ কোটির বিশেষ প্যাকেজ কেন্দ্রের ৷

16:19 May 15

  • কৃষিজাত পণ্যের জন্য 11টি ত্রাণ প্যাকেজ ৷

16:18 May 15

  • 20 লাখ কোটি আর্থিক প্যাকেজের ঘোষণা ৷

16:17 May 15

  • লকডাউনে 18 হাজার 700 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার ৷

16:17 May 15

  • কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রান্সফার ৷

16:10 May 15

  • পশুপালনের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা ৷

10:32 May 15

  • 85 শতাংশ মানুষ কৃষি, মৎস্যচাষ ও খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত ৷
Last Updated : May 15, 2020, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.