ETV Bharat / bharat

হাথরসের নির্যাতিতার হয়ে লড়বেন নির্ভয়ার আইনজীবী - হাথরাস গণ ধর্ষণ মামলার আইনজীবী

নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "প্রথম দিন থেকেই দিল্লি পুলিশ সাহায্য করে আসছে । যার ফলে দোষীদের শাস্তি দিতে অনকেটাই সুবিধা হয়েছে । কিন্তু, উত্তরপ্রদেশের ক্ষেত্রে তা একেবারেই উলটো । প্রথম দিন থেকেই পুলিশ পেশাদার ভূমিকা গ্রহণ করছে না ।

Hathras gang rape
Hathras gang rape
author img

By

Published : Oct 6, 2020, 9:34 PM IST

দিল্লি, 4 অক্টোবর : হাথরসের নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন আইনজীবী সীমা কুশওয়াহা । দিল্লি গণধর্ষণকাণ্ডে প্রায় সাত বছরের বেশি সময় ধরে লড়াই করেছিলেন তিনি । এবারে হাথরসের নির্যাতিতার হয়ে লড়াই করবেন তিনি । বলেন, হাথরসের নির্যাতিতাকে ন্যায় বিচার দিতে কোনওরকম সুযোগ হাতছাড়া করবেন না । দোষীদের যে কঠোর শাস্তি হবেই সে বিষয়ে আত্মবিশ্বাসী তিনি ।

নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "প্রথম দিন থেকেই দিল্লি পুলিশ সাহায্য করে আসছে । যার ফলে দোষীদের শাস্তি দিতে অনকেটাই সুবিধা হয়েছে । কিন্তু, উত্তরপ্রদেশের ক্ষেত্রে তা একেবারেই উলটো। প্রথম দিন থেকেই পুলিশ পেশাদার ভূমিকা গ্রহণ করছে না । যার ফলে দোষীদের শাস্তি দিতে সমস্যা হতে পারে । কিন্তু তা অসম্ভব নয় ।" তিনি আরও বলেন যে, মৃত্যুর আগে নির্যাতিতা যা বয়ান দিয়েছেন তা এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

সীমা কুশওয়াহা বলেন, উচ্চ সম্প্রদায়ের মানুষের কাছে এখনও দলিত সম্প্রদায়ের মানুষ আওয়াজ তুলে কথা বলতে পারে না । তারা অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করার পর থেকেই হুমকি পায় । এমনকী এই দলিত সম্প্রদায়ের মানুষ নিজেদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়েও শঙ্কায় থাকেন বলে দাবি করেন তিনি ।

উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে তিনি বলেন, " উত্তরপ্রদেশ পুলিশ প্রথম থেকেই তাদের পেশাদারিত্ব দেখাচ্ছে না । এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে তা পুরোটা ঠিক নয় । এমনকী SIT-ও এই বিষয়ে সঠিক কোনও তথ্য দিতে পারেনি । কিন্তু এখন CBI তদন্ত করবে । এবারে সত্যিটা বেরিয়ে আসবে ।"

দিল্লি, 4 অক্টোবর : হাথরসের নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন আইনজীবী সীমা কুশওয়াহা । দিল্লি গণধর্ষণকাণ্ডে প্রায় সাত বছরের বেশি সময় ধরে লড়াই করেছিলেন তিনি । এবারে হাথরসের নির্যাতিতার হয়ে লড়াই করবেন তিনি । বলেন, হাথরসের নির্যাতিতাকে ন্যায় বিচার দিতে কোনওরকম সুযোগ হাতছাড়া করবেন না । দোষীদের যে কঠোর শাস্তি হবেই সে বিষয়ে আত্মবিশ্বাসী তিনি ।

নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "প্রথম দিন থেকেই দিল্লি পুলিশ সাহায্য করে আসছে । যার ফলে দোষীদের শাস্তি দিতে অনকেটাই সুবিধা হয়েছে । কিন্তু, উত্তরপ্রদেশের ক্ষেত্রে তা একেবারেই উলটো। প্রথম দিন থেকেই পুলিশ পেশাদার ভূমিকা গ্রহণ করছে না । যার ফলে দোষীদের শাস্তি দিতে সমস্যা হতে পারে । কিন্তু তা অসম্ভব নয় ।" তিনি আরও বলেন যে, মৃত্যুর আগে নির্যাতিতা যা বয়ান দিয়েছেন তা এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

সীমা কুশওয়াহা বলেন, উচ্চ সম্প্রদায়ের মানুষের কাছে এখনও দলিত সম্প্রদায়ের মানুষ আওয়াজ তুলে কথা বলতে পারে না । তারা অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করার পর থেকেই হুমকি পায় । এমনকী এই দলিত সম্প্রদায়ের মানুষ নিজেদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়েও শঙ্কায় থাকেন বলে দাবি করেন তিনি ।

উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে তিনি বলেন, " উত্তরপ্রদেশ পুলিশ প্রথম থেকেই তাদের পেশাদারিত্ব দেখাচ্ছে না । এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে তা পুরোটা ঠিক নয় । এমনকী SIT-ও এই বিষয়ে সঠিক কোনও তথ্য দিতে পারেনি । কিন্তু এখন CBI তদন্ত করবে । এবারে সত্যিটা বেরিয়ে আসবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.