ETV Bharat / bharat

"এখনও আইনি পথ খোলা", বললেন নির্ভয়া দোষীদের আইনজীবী

নির্ভয়াকাণ্ডে এখনও ফাঁসি রোখার অনেক পথ খোলা রয়েছে বলে দাবি করলেন অভিযুক্তদের আইনজীবী এ পি সিং ৷

Nirbhaya case Verdict
নির্ভয়াকান্ড
author img

By

Published : Feb 17, 2020, 10:23 PM IST

দিল্লি, 17 ফেব্রুয়ারি : আজ নির্ভয়া দোষীদের ফাঁসির নতুন দিন ঘোষণা করেছে দিল্লি আদালত ৷ 3 মার্চ সকাল 6টায় ফাঁসি হতে চলেছে নির্ভয়াকাণ্ডে চার দোষীর ৷ তবে এখনও দোষীদের ফাঁসি রোখা সম্ভব বলেই জানালেন তাদের আইনজীবী এ পি সিং ৷ তিনি বলেন, এখনও অনেক পথ খোলা রয়েছে ফাঁসি রোখার ৷

14 ফেব্রুয়ারি নির্ভয়াকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে শীর্ষ আদালত ৷ তারপর তিহার জেল আদালতকে জানায়, তিন দোষীরই সমস্ত সুযোগ খারিজ হয়ে গেছে ৷ কোনও আবেদন আর পড়ে নেই ৷ তিহার জেলের এই ঘোষণার পরই আজ দিল্লি আদালত দোষীদের নতুন করে ফাঁসির দিন ঘোষণা করে ৷

কোর্টের ঘোষণার পরিপ্রেক্ষিতে দোষীদের আইনজীবী এ পি সিং বলেন, ‘‘আমরা কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে যাবতীয় আইনি প্রতিকার গ্রহণ করব ৷’’ তিনি রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমকেও দোষারোপ করে বলেন, ‘‘তারা চাপ সৃষ্টি করে কোর্টের রায়কে প্রভাবিত করছে ৷’’

2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ করে নির্ভয়াকে রাস্তায় ফেলে দেয় 6 জন ৷ এই ঘটনায় বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ ৷ 7 বছর কেটে গেলেও এখনও ফাঁসির দড়িতে ঝোলানো সম্ভব হয়নি দোষীদের ৷ এর আগে 2 বার মৃত্যু পরোয়ানা জারি হলেও বারবার প্রাণভিক্ষার আবেদনে পিছিয়ে গেছে ফাঁসির তারিখ ৷ তাই এইবার সম্পূর্ণভাবে খুশি হতে পারছেন না নির্ভয়ার মা ৷ তবে আশা করছেন, 3 মার্চ অবশেষে সুবিচার পাবে তাঁর মেয়ে ৷

দিল্লি, 17 ফেব্রুয়ারি : আজ নির্ভয়া দোষীদের ফাঁসির নতুন দিন ঘোষণা করেছে দিল্লি আদালত ৷ 3 মার্চ সকাল 6টায় ফাঁসি হতে চলেছে নির্ভয়াকাণ্ডে চার দোষীর ৷ তবে এখনও দোষীদের ফাঁসি রোখা সম্ভব বলেই জানালেন তাদের আইনজীবী এ পি সিং ৷ তিনি বলেন, এখনও অনেক পথ খোলা রয়েছে ফাঁসি রোখার ৷

14 ফেব্রুয়ারি নির্ভয়াকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে শীর্ষ আদালত ৷ তারপর তিহার জেল আদালতকে জানায়, তিন দোষীরই সমস্ত সুযোগ খারিজ হয়ে গেছে ৷ কোনও আবেদন আর পড়ে নেই ৷ তিহার জেলের এই ঘোষণার পরই আজ দিল্লি আদালত দোষীদের নতুন করে ফাঁসির দিন ঘোষণা করে ৷

কোর্টের ঘোষণার পরিপ্রেক্ষিতে দোষীদের আইনজীবী এ পি সিং বলেন, ‘‘আমরা কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে যাবতীয় আইনি প্রতিকার গ্রহণ করব ৷’’ তিনি রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমকেও দোষারোপ করে বলেন, ‘‘তারা চাপ সৃষ্টি করে কোর্টের রায়কে প্রভাবিত করছে ৷’’

2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ করে নির্ভয়াকে রাস্তায় ফেলে দেয় 6 জন ৷ এই ঘটনায় বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ ৷ 7 বছর কেটে গেলেও এখনও ফাঁসির দড়িতে ঝোলানো সম্ভব হয়নি দোষীদের ৷ এর আগে 2 বার মৃত্যু পরোয়ানা জারি হলেও বারবার প্রাণভিক্ষার আবেদনে পিছিয়ে গেছে ফাঁসির তারিখ ৷ তাই এইবার সম্পূর্ণভাবে খুশি হতে পারছেন না নির্ভয়ার মা ৷ তবে আশা করছেন, 3 মার্চ অবশেষে সুবিচার পাবে তাঁর মেয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.