দিল্লি, 7 জানুয়ারি : নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । আগামী 22 জানুয়ারি সকাল 7টায় দেওয়া হবে ফাঁসি । ফাঁসুড়ে চেয়ে এবার উত্তরপ্রদেশ সংশোধনাগারে চিঠি পাঠাচ্ছে তিহার কর্তৃপক্ষ ।
2012 সালের 16 ডিসেম্বর সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে গণধর্ষণ হয় নির্ভয়ার । 2012 সালে 29 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি । ধর্ষণের পর ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । গ্রেপ্তার করা হয় চারজনকে । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর । গত সাত বছরে একাধিকবার শুনানির পর 2019-এর ডিসেম্বর মাসে নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয় । শেষমেশ আজ চার দোষীর ফাঁসির নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট ।
আজই চার দোষীর ফাঁসির সময় ও তারিখ জানিয়ে উত্তরপ্রদেশ সংশোধনাগারে চিঠি পাঠাচ্ছে তিহার কর্তৃপক্ষ ।