ETV Bharat / bharat

উত্তরপ্রদেশ সংশোধনাগারের কাছে ফাঁসুড়ে চাইছে তিহার কর্তৃপক্ষ

2012 সালের 16 ডিসেম্বর সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে গণধর্ষণ হয় নির্ভয়ার । শেষমেশ আজ চার দোষীর ফাঁসির নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । তারপরই ফাঁসুড়ে চেয়ে এবার উত্তরপ্রদেশ সংশোধনাগারে চিঠি পাঠাচ্ছে তিহার কর্তৃপক্ষ ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 7, 2020, 6:34 PM IST

দিল্লি, 7 জানুয়ারি : নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । আগামী 22 জানুয়ারি সকাল 7টায় দেওয়া হবে ফাঁসি । ফাঁসুড়ে চেয়ে এবার উত্তরপ্রদেশ সংশোধনাগারে চিঠি পাঠাচ্ছে তিহার কর্তৃপক্ষ ।

2012 সালের 16 ডিসেম্বর সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে গণধর্ষণ হয় নির্ভয়ার । 2012 সালে 29 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি । ধর্ষণের পর ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । গ্রেপ্তার করা হয় চারজনকে । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর । গত সাত বছরে একাধিকবার শুনানির পর 2019-এর ডিসেম্বর মাসে নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয় । শেষমেশ আজ চার দোষীর ফাঁসির নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট ।

আজই চার দোষীর ফাঁসির সময় ও তারিখ জানিয়ে উত্তরপ্রদেশ সংশোধনাগারে চিঠি পাঠাচ্ছে তিহার কর্তৃপক্ষ ।

দিল্লি, 7 জানুয়ারি : নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । আগামী 22 জানুয়ারি সকাল 7টায় দেওয়া হবে ফাঁসি । ফাঁসুড়ে চেয়ে এবার উত্তরপ্রদেশ সংশোধনাগারে চিঠি পাঠাচ্ছে তিহার কর্তৃপক্ষ ।

2012 সালের 16 ডিসেম্বর সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে গণধর্ষণ হয় নির্ভয়ার । 2012 সালে 29 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি । ধর্ষণের পর ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । গ্রেপ্তার করা হয় চারজনকে । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর । গত সাত বছরে একাধিকবার শুনানির পর 2019-এর ডিসেম্বর মাসে নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয় । শেষমেশ আজ চার দোষীর ফাঁসির নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট ।

আজই চার দোষীর ফাঁসির সময় ও তারিখ জানিয়ে উত্তরপ্রদেশ সংশোধনাগারে চিঠি পাঠাচ্ছে তিহার কর্তৃপক্ষ ।

Mumbai/ New Delhi, Jan 06 (ANI): Several people came out on roads to protest against the violence that broke out in Jawaharlal Nehru University campus. Students demonstrated at Gateway of India over yesterday's violence at JNU. Meanwhile, Indian Youth Congress members held torch rally at India Gate against JNU violence. More than 30 people including students and professors were injured after masked goons entered varsity and attacked the people who were present there. Heavy security has been deployed outside University gate as the situation remained grim.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.