ETV Bharat / bharat

আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ নির্ভয়ার 3 দোষী

hang
ছবি
author img

By

Published : Mar 16, 2020, 4:33 PM IST

Updated : Mar 16, 2020, 6:04 PM IST

16:30 March 16

আদালতের শেষ নির্দেশ অনুযায়ী নির্ভয়ার দোষীদের 20 মার্চ ভোরে ফাঁসি দেওয়া হবে ।

দিল্লি, 16 মার্চ : মৃত্যুদণ্ডে স্থগিতাদেশের জন্য এবার আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ নির্ভয়ার 3 দোষী অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা ও বিনয় শর্মা ।  

আজ দোষীদের আইনজীবী এপি সিং জানিয়েছেন, অনেকদিন ধরেই এই মামলাটির উপর নজর রেখেছিল বিদেশি সংস্থাগুলি । তাদের তরফে পিটিশনের কপিগুলি এসেছে । সেই পিটিশনগুলিতেই মামলাটিকে আন্তর্জাতিক ন্যায় আদালতে তোলার দাবি উঠেছে । পাশাপাশি দ্রুত শুনানি ও মৃত্যুদণ্ডে স্থগিতাদেশের দাবিও উঠেছে । আমরা ভারতীয় বিচার ব্যবস্থায় বিশ্বাস করি । কিন্তু তারা করে না । তাই  আন্তর্জাতিক ন্যায় আদালতের দরজায় কড়া নেড়েছে তারা । 

আজই মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়ার জন্য আবার নতুন করে কিউরেটিভ পিটিশন করার আবেদন করেছিল মুকেশ সিং । কিন্তু তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত জানিয়ে দেয়, আর কোনও পথ খোলা নেই তার কাছে ।  

সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, "পরিস্থিতি বলছে দোষীদের কাছে আর কোনও পথ  খোলা নেই । মুকেশ প্রাণভিক্ষার আর্জি খারিজ হয়ে যায় । পরে এই খারিজকে চ্যালেঞ্জ করে যে পিটিশন ফাইল হয়, তাও খারিজ হয়ে যায় । কিউরেটিভ পিটিশনও খারিজ হয়ে গেছে । তাই আর কী পথ খোলা আছে তাদের কাছে ?"

2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করা হয় । প্রথমে 2013 সালে দোষীদের ফাঁসির সাজা শোনায় ফাস্ট ট্র্যাক কোর্ট । তারপর একের পর এক শুনানিতে কেটে যায় সাত বছর । শেষমেশ এবছর 22 জানুয়ারি ফাঁসির দিন ঠিক হয় । কিন্তু সেই তারিখও কখনও প্রাণভিক্ষার আর্জি, কখনও নাবালকত্বের প্রমাণ, কখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিক পিটিশনের জেরে বারবার পিছিয়ে যায় । এর আগে একাধিকবার নির্ভয়ার দোষীদের ফাঁসির তারিখ পিছিয়েছে । 5 মার্চ নতুন করে 20 মার্চ ধার্য করা হয় ফাঁসির দিন । 

16:30 March 16

আদালতের শেষ নির্দেশ অনুযায়ী নির্ভয়ার দোষীদের 20 মার্চ ভোরে ফাঁসি দেওয়া হবে ।

দিল্লি, 16 মার্চ : মৃত্যুদণ্ডে স্থগিতাদেশের জন্য এবার আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ নির্ভয়ার 3 দোষী অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা ও বিনয় শর্মা ।  

আজ দোষীদের আইনজীবী এপি সিং জানিয়েছেন, অনেকদিন ধরেই এই মামলাটির উপর নজর রেখেছিল বিদেশি সংস্থাগুলি । তাদের তরফে পিটিশনের কপিগুলি এসেছে । সেই পিটিশনগুলিতেই মামলাটিকে আন্তর্জাতিক ন্যায় আদালতে তোলার দাবি উঠেছে । পাশাপাশি দ্রুত শুনানি ও মৃত্যুদণ্ডে স্থগিতাদেশের দাবিও উঠেছে । আমরা ভারতীয় বিচার ব্যবস্থায় বিশ্বাস করি । কিন্তু তারা করে না । তাই  আন্তর্জাতিক ন্যায় আদালতের দরজায় কড়া নেড়েছে তারা । 

আজই মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়ার জন্য আবার নতুন করে কিউরেটিভ পিটিশন করার আবেদন করেছিল মুকেশ সিং । কিন্তু তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত জানিয়ে দেয়, আর কোনও পথ খোলা নেই তার কাছে ।  

সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, "পরিস্থিতি বলছে দোষীদের কাছে আর কোনও পথ  খোলা নেই । মুকেশ প্রাণভিক্ষার আর্জি খারিজ হয়ে যায় । পরে এই খারিজকে চ্যালেঞ্জ করে যে পিটিশন ফাইল হয়, তাও খারিজ হয়ে যায় । কিউরেটিভ পিটিশনও খারিজ হয়ে গেছে । তাই আর কী পথ খোলা আছে তাদের কাছে ?"

2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করা হয় । প্রথমে 2013 সালে দোষীদের ফাঁসির সাজা শোনায় ফাস্ট ট্র্যাক কোর্ট । তারপর একের পর এক শুনানিতে কেটে যায় সাত বছর । শেষমেশ এবছর 22 জানুয়ারি ফাঁসির দিন ঠিক হয় । কিন্তু সেই তারিখও কখনও প্রাণভিক্ষার আর্জি, কখনও নাবালকত্বের প্রমাণ, কখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিক পিটিশনের জেরে বারবার পিছিয়ে যায় । এর আগে একাধিকবার নির্ভয়ার দোষীদের ফাঁসির তারিখ পিছিয়েছে । 5 মার্চ নতুন করে 20 মার্চ ধার্য করা হয় ফাঁসির দিন । 

Last Updated : Mar 16, 2020, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.