ETV Bharat / bharat

পাশবিকতা অব্যাহত ! কর্নাটকে নাবালিকার দেহ উদ্ধার, মুম্বইয়ে শিশুকন্যাকে ধর্ষণ - মুম্বইয়ে শিশুকন্যাকে ধর্ষণ

কর্নাটকের কালাবুরাগি জেলায় নয় বছরের এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় ৷ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ মুম্বইয়ের কুরলা এলাকায় 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ ৷ এই ঘটনায় এই অভিযুক্তকে (34) গ্রেপ্তার করেছে পুলিশ ৷

rape minor
rape minor
author img

By

Published : Dec 4, 2019, 11:51 AM IST

বেঙ্গালুরু , 4 ডিসেম্বর : কর্নাটকের কালাবুরাগি জেলায় নয় বছরের এক নাবালিকার দেহ উদ্ধার করল পুলিশ ৷ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ পাশাপাশি মুম্বইয়ের কুরলা এলাকায় 6 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

সোমবার বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল কর্নাটকের ওই নাবালিকা ৷ তারপর সে নিখোঁজ হয় ৷ সোমবার রাতে গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত মৃতদেহ ৷ এই ঘটনায় এই অভিযুক্তকে (34) গ্রেপ্তার করেছে পুলিশ ৷ সে পেশায় একজন দর্জি ৷ এক পুলিশ আধিকারিক বলেন , "মেয়েটিকে খাবারের লোভ দেখিয়ে অভিযুক্ত দূরে একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ "

এই ঘটনার প্রতিবাদে কর্নাটকে স্কুলছাত্রীরা রাস্তায় অবস্থান বিক্ষোভ করে ৷ বন্ধ হয় গাড়ি চলাচল ৷ বহু মানুষ প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামে ৷ অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করে তারা ৷ প্রতিবাদ বিক্ষোভের জেরে বন্ধ থাকে ওই এলাকার সমস্ত স্কুল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন হয় ৷

উল্লেখ্য, হায়দরাবাদে গত সপ্তাহে পশুচিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় সরব হয়েছে দেশ ৷ বিভিন্ন জায়গায় অপরাধীদের মৃত্যুদণ্ড চেয়ে রাস্তায় নেমেছে বহু মানুষ ৷ কিন্তু বন্ধ হয়নি নৃশংসতা । গতকাল বিহারে এক যুবতির অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় মাঠ থেকে ৷ তাঁর কোমরের উপর থেকে দেহের অংশ সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছিল ৷ আজ সকালে আবার বিহারের ওয়ারিসনগর এলাকা থেকে ফের এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

এদিকে, ধর্ষণের ঘটনায় দোষীদের 6 মাসের মধ্যে বিচার শেষ করে ফাঁসির দাবিতে দিল্লি কমিশন ফর উওমেনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল রাজঘাটে গতকাল থেকে অনশন শুরু করেছেন ৷

বেঙ্গালুরু , 4 ডিসেম্বর : কর্নাটকের কালাবুরাগি জেলায় নয় বছরের এক নাবালিকার দেহ উদ্ধার করল পুলিশ ৷ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ পাশাপাশি মুম্বইয়ের কুরলা এলাকায় 6 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

সোমবার বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল কর্নাটকের ওই নাবালিকা ৷ তারপর সে নিখোঁজ হয় ৷ সোমবার রাতে গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত মৃতদেহ ৷ এই ঘটনায় এই অভিযুক্তকে (34) গ্রেপ্তার করেছে পুলিশ ৷ সে পেশায় একজন দর্জি ৷ এক পুলিশ আধিকারিক বলেন , "মেয়েটিকে খাবারের লোভ দেখিয়ে অভিযুক্ত দূরে একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ "

এই ঘটনার প্রতিবাদে কর্নাটকে স্কুলছাত্রীরা রাস্তায় অবস্থান বিক্ষোভ করে ৷ বন্ধ হয় গাড়ি চলাচল ৷ বহু মানুষ প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামে ৷ অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করে তারা ৷ প্রতিবাদ বিক্ষোভের জেরে বন্ধ থাকে ওই এলাকার সমস্ত স্কুল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন হয় ৷

উল্লেখ্য, হায়দরাবাদে গত সপ্তাহে পশুচিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় সরব হয়েছে দেশ ৷ বিভিন্ন জায়গায় অপরাধীদের মৃত্যুদণ্ড চেয়ে রাস্তায় নেমেছে বহু মানুষ ৷ কিন্তু বন্ধ হয়নি নৃশংসতা । গতকাল বিহারে এক যুবতির অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় মাঠ থেকে ৷ তাঁর কোমরের উপর থেকে দেহের অংশ সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছিল ৷ আজ সকালে আবার বিহারের ওয়ারিসনগর এলাকা থেকে ফের এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

এদিকে, ধর্ষণের ঘটনায় দোষীদের 6 মাসের মধ্যে বিচার শেষ করে ফাঁসির দাবিতে দিল্লি কমিশন ফর উওমেনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল রাজঘাটে গতকাল থেকে অনশন শুরু করেছেন ৷

New Delhi, Dec 04 (ANI): Union Home Minister Amit Shah met several politicians and activists of Northeast states including the Chief Ministers of Manipur, Nagaland, and Assam to discuss the Citizenship (Amendment) Bill, 2019. Apart from the Chief Ministers of the three states, the activists of North-East Forum for Indigenous People (NEFIP), Manipur People Against Citizenship Amendment Bill (MANPAC), and members of the civil society were also present in the meeting at Assam Bhavan. NEFIP and MANPAC are opposing the Citizenship (Amendment) Bill, 2019, which provides for granting citizenship to non-Muslims in Pakistan, Afghanistan and Bangladesh, who are facing persecution in their countries. Earlier today, North-East Democratic Alliance (NEDA) convener Himanta Biswa Sarma said that during the meeting the Home Minister hinted that the Bill could be introduced during the ongoing Winter Session of Parliament.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.