ETV Bharat / bharat

ভদোদরায় ট্রাক ও ডাম্পারের সংঘর্ষ, মৃত 10 - গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

আজ সকালে ওয়াঘোদিয়া হাইওয়েতে একটি ট্রাক ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ছ'জনের ৷ পরে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয় ৷

road accident onVadodara highway
road accident onVadodara highway
author img

By

Published : Nov 18, 2020, 9:53 AM IST

Updated : Nov 18, 2020, 11:52 AM IST

ভদোদরা, 18 নভেম্বর : গুজরাতের ভদোদরায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 10 জনের ৷ গুরুতর আহত হয়েছে আরও 17 জন ৷ মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে ৷

আজ সকালে ওয়াঘোদিয়া হাইওয়েতে একটি ট্রাক ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ছ'জনের ৷ পরে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয় ৷ আহতদের সবাইকে স্থানীয় সায়াজিরাও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দুর্ঘটনার জেরে হাইওয়েতে যানজট দেখা দেয় ৷

ঘটনাস্থানে পৌঁছান ভদোদরার ডিস্ট্রিক্ট কালেক্টর শালিনি আগরওয়াল ৷ তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

  • Saddened by the loss of lives due to a road accident near Vadodara. Instructed officials to do needful. May those who have been injured recover at the earliest. I pray for the departed souls.

    Om Shanti...

    — Vijay Rupani (@vijayrupanibjp) November 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ৷ টুইটারে তিনি লেখেন, ‘ ভদোদরার কাছে দুর্ঘটনার কথা শুনে স্তম্ভিত ৷ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি ৷ যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ মৃতদের আত্মার শান্তি কামনা করি ৷’’

  • Saddened by the accident in Vadodara. My thoughts are with those who lost their loved ones. Praying that the injured recover soon. The administration is providing all possible assistance at the site of the accident.

    — Narendra Modi (@narendramodi) November 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও টুইট করে শোক প্রকাশ করেছেন ৷ নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘ ভদোদরার পথদুর্ঘটনার কথা শুনে স্তম্ভিত ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ ঘটনাস্থানে সরকারের তরফে সমস্ত রকম সাহায্য করা হবে ৷’’

ভদোদরা, 18 নভেম্বর : গুজরাতের ভদোদরায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 10 জনের ৷ গুরুতর আহত হয়েছে আরও 17 জন ৷ মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে ৷

আজ সকালে ওয়াঘোদিয়া হাইওয়েতে একটি ট্রাক ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ছ'জনের ৷ পরে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয় ৷ আহতদের সবাইকে স্থানীয় সায়াজিরাও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দুর্ঘটনার জেরে হাইওয়েতে যানজট দেখা দেয় ৷

ঘটনাস্থানে পৌঁছান ভদোদরার ডিস্ট্রিক্ট কালেক্টর শালিনি আগরওয়াল ৷ তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

  • Saddened by the loss of lives due to a road accident near Vadodara. Instructed officials to do needful. May those who have been injured recover at the earliest. I pray for the departed souls.

    Om Shanti...

    — Vijay Rupani (@vijayrupanibjp) November 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ৷ টুইটারে তিনি লেখেন, ‘ ভদোদরার কাছে দুর্ঘটনার কথা শুনে স্তম্ভিত ৷ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি ৷ যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ মৃতদের আত্মার শান্তি কামনা করি ৷’’

  • Saddened by the accident in Vadodara. My thoughts are with those who lost their loved ones. Praying that the injured recover soon. The administration is providing all possible assistance at the site of the accident.

    — Narendra Modi (@narendramodi) November 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও টুইট করে শোক প্রকাশ করেছেন ৷ নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘ ভদোদরার পথদুর্ঘটনার কথা শুনে স্তম্ভিত ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ ঘটনাস্থানে সরকারের তরফে সমস্ত রকম সাহায্য করা হবে ৷’’

Last Updated : Nov 18, 2020, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.