ETV Bharat / bharat

2 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে বদলি 3 NIA আধিকারিক - hafeez sayeed

এক ব্যবসায়ীর কাছ থেকে 2 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে NIA-র (জাতীয় তদন্তকারী সংস্থা ) তিনজন আধিকারিককে বদলি করা হল ।

2 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে বদলি 3 NIA আধিকারিক
author img

By

Published : Aug 20, 2019, 1:30 PM IST

দিল্লি, 20 অগাস্ট : NIA-র (জাতীয় তদন্তকারী সংস্থা ) তিনজন আধিকারিককে বদলি করা হল । তাঁদের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে 2 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে । অভিযোগ ওঠার পরেই বদলির সিদ্ধান্ত নেওয়া হয় । ব্যবসায়ীর অভিযোগ, সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্রান্ত মামলা থেকে তাঁর নাম সরাতে এই টাকা দাবি করেন NIA আধিকারিকরা । অভিযুক্ত আধিকারিকদের মধ্যে একজন SP পদ মর্যাদার ।

NIA-র মুখপাত্র বলেন, "অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে । DIG ব়্যাঙ্কের আধিকারিককে দিয়ে তদন্ত করানো হবে । তিনজনকেই বদলি করা হয়েছে যাতে তাঁরা তদন্ত প্রভাবিত না করতে পারে । এই সব অভিযোগ আমরা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখি । কোনও ক্ষেত্রেই অভিযুক্তদের আড়াল করার প্রশ্ন ওঠে না ।"

প্রসঙ্গত গুরগাঁওয়ের সেই ব্যবসায়ী এক মাস আগে এই অভিযোগ জানিয়েছিলেন । পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার অন্তর্গত তহবিল ফালাহ-ই-ইনসানিয়াতের সঙ্গে জড়িত রয়েছে এমন অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের দায়িত্বে ছিলেন ওই আধিকারিকরা । ওই সংক্রান্ত মামলাটিতে অভিযুক্তের তালিকায় হাফিজ় সইদের নামও আছে ।

দিল্লি, 20 অগাস্ট : NIA-র (জাতীয় তদন্তকারী সংস্থা ) তিনজন আধিকারিককে বদলি করা হল । তাঁদের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে 2 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে । অভিযোগ ওঠার পরেই বদলির সিদ্ধান্ত নেওয়া হয় । ব্যবসায়ীর অভিযোগ, সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্রান্ত মামলা থেকে তাঁর নাম সরাতে এই টাকা দাবি করেন NIA আধিকারিকরা । অভিযুক্ত আধিকারিকদের মধ্যে একজন SP পদ মর্যাদার ।

NIA-র মুখপাত্র বলেন, "অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে । DIG ব়্যাঙ্কের আধিকারিককে দিয়ে তদন্ত করানো হবে । তিনজনকেই বদলি করা হয়েছে যাতে তাঁরা তদন্ত প্রভাবিত না করতে পারে । এই সব অভিযোগ আমরা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখি । কোনও ক্ষেত্রেই অভিযুক্তদের আড়াল করার প্রশ্ন ওঠে না ।"

প্রসঙ্গত গুরগাঁওয়ের সেই ব্যবসায়ী এক মাস আগে এই অভিযোগ জানিয়েছিলেন । পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার অন্তর্গত তহবিল ফালাহ-ই-ইনসানিয়াতের সঙ্গে জড়িত রয়েছে এমন অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের দায়িত্বে ছিলেন ওই আধিকারিকরা । ওই সংক্রান্ত মামলাটিতে অভিযুক্তের তালিকায় হাফিজ় সইদের নামও আছে ।

Jammu, Aug 20 (ANI): Schools re-opened in Jammu after abrogation of Article 370 on August 20. Students turned up in large numbers. On August 19, schools re-opened in parts of Kashmir as well. Central Government scrapped off Article 370 on August 05 that took away the special status of Jammu and Kashmir as a state.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.