ETV Bharat / bharat

দভিন্দরকে জিজ্ঞাসাবাদে কাশ্মীরে NIA - Kashmir

জঙ্গিদের সঙ্গে দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে আটক করা হয়েছিল DSP দভিন্দার সিংকে ৷ এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে কাশ্মীরে পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে NIA ৷

NIA
দভিন্দার সিং
author img

By

Published : Jan 19, 2020, 1:09 PM IST

শ্রীনগর, 19 জানুয়ারি : জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র পাঁচ সদস্যের এক প্রতিনিধি দলকে আজ কাশ্মীরে পাঠানো হল ৷ জঙ্গিদের সঙ্গে ধৃত DSP দভিন্দর সিংকে জিজ্ঞাসাবাদ করার কথা আজ ৷

সূত্র মারফত জানা গেছে, ওই তদন্তকারী দল এক সপ্তাহ থাকবে শ্রীনগরে ৷ জিজ্ঞাসাবাদ করা হবে ধৃত DSP দভিন্দর সিংকে ৷ তদন্তের সঙ্গে জড়িত তথ্যপ্রমাণ জোগাড় করে দিল্লি ফেরার কথা ওই তদন্তকারী দলের সদস্যদের ৷ সূত্রের খবর, CIA-র প্রতিনিধি দলের সদস্যরা তদন্তের স্বার্থে দভিন্দরকেও দিল্লি নিয়ে আসতে পারেন ৷ তদন্ত চলাকালীন কুলগাম, কাজ়িগুন্দ শ্রীনগর বিমানবন্দর ও দভিন্দরের বাড়িসহ বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখার কথা CIA প্রতিনিধিদের ৷

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ পাওয়ার পর গতকালই জাতীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় একটি মামলা দায়ের করে এবং তদন্তের কাজ শুরু করেছে ৷

আরও পড়ুন : দভিন্দরের বাড়িতেই আশ্রয় নিয়েছিল জঙ্গিরা

12 জানুয়ারি দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিসহ আটক করা হয়েছিল পুলিশ আধিকারিক দভিন্দর সিংকে । শ্রীনগরে আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বে ছিলেন তিনি । সেদিন জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওয়ানপো এলাকার একটি চেক পোস্টে তাদের গাড়ি আটকানো হয়েছিল । গাড়িটি সোপিয়ান থেকে জম্মুর দিকে যাচ্ছিল । পুলিশের অনুমান, হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল দভিন্দরের ।

শ্রীনগর, 19 জানুয়ারি : জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র পাঁচ সদস্যের এক প্রতিনিধি দলকে আজ কাশ্মীরে পাঠানো হল ৷ জঙ্গিদের সঙ্গে ধৃত DSP দভিন্দর সিংকে জিজ্ঞাসাবাদ করার কথা আজ ৷

সূত্র মারফত জানা গেছে, ওই তদন্তকারী দল এক সপ্তাহ থাকবে শ্রীনগরে ৷ জিজ্ঞাসাবাদ করা হবে ধৃত DSP দভিন্দর সিংকে ৷ তদন্তের সঙ্গে জড়িত তথ্যপ্রমাণ জোগাড় করে দিল্লি ফেরার কথা ওই তদন্তকারী দলের সদস্যদের ৷ সূত্রের খবর, CIA-র প্রতিনিধি দলের সদস্যরা তদন্তের স্বার্থে দভিন্দরকেও দিল্লি নিয়ে আসতে পারেন ৷ তদন্ত চলাকালীন কুলগাম, কাজ়িগুন্দ শ্রীনগর বিমানবন্দর ও দভিন্দরের বাড়িসহ বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখার কথা CIA প্রতিনিধিদের ৷

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ পাওয়ার পর গতকালই জাতীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় একটি মামলা দায়ের করে এবং তদন্তের কাজ শুরু করেছে ৷

আরও পড়ুন : দভিন্দরের বাড়িতেই আশ্রয় নিয়েছিল জঙ্গিরা

12 জানুয়ারি দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিসহ আটক করা হয়েছিল পুলিশ আধিকারিক দভিন্দর সিংকে । শ্রীনগরে আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বে ছিলেন তিনি । সেদিন জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওয়ানপো এলাকার একটি চেক পোস্টে তাদের গাড়ি আটকানো হয়েছিল । গাড়িটি সোপিয়ান থেকে জম্মুর দিকে যাচ্ছিল । পুলিশের অনুমান, হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল দভিন্দরের ।

Nizamabad (Telangana), Jan 19 (ANI): Recently, RSS' Mohan Bhagwat said to make two child policy. Speaking on it in a public rally in Nizamabad, All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) chief Asaduddin Owaisi said, 'RSS' Mohan Bhagwat Sahab said to make two child policy. The democratic dividend in India is not in any other country. You could not give job to any one in 5.5 years and that's why RSS is saying to make two child policy. 60% of the population in India is under the age of 40, they will not talk about it as they could not give them jobs."


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.