ETV Bharat / bharat

বন্দিপোরায় নিকেশ 2 জঙ্গি

বন্দিপোরায় নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই ৷ এখনও পর্যন্ত 2 জঙ্গি নিকেশ হয়েছে ৷

ফের উত্তপ্ত উপত্যকা, বন্দিপোড়ায় নিকেশ 2 জঙ্গি
author img

By

Published : Nov 11, 2019, 9:42 AM IST

Updated : Nov 11, 2019, 2:28 PM IST

কাশ্মীর, 11 নভেম্বর : বন্দিপোরায় 2 জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী ৷ তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে । নিহতরা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা এখনও জানা যায়নি ।

গোপন সূত্র খবর পেয়ে আজ বন্দিপোরা এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী । সেইসময় তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । পালটা জবাব দেন জওয়ানরা । গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয় । এলাকায় তল্লাশি অভিযান এখনও জারি রেখেছে নিরাপত্তা বাহিনী ।

  • #Bandipore update:
    Two terrorists killed. Arms and ammunition recovered. Identity and affiliation being ascertained.@JmuKmrPolice

    — Kashmir Zone Police (@KashmirPolice) November 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিহত জঙ্গিদের থেকে অস্ত্র ও বারুদ উদ্ধার করা হয়েছে ৷ তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা নিয়ে তদন্ত শুরু করেছে সেনা ৷

পাশাপাশি রবিবার শ্রীনগর থেকে মাত্র 55 কিলোমিটার দূরে লাওডারা গ্রামে গুলির লড়াইয়ে আরও এক জঙ্গি নিহত হয় ৷

কাশ্মীর, 11 নভেম্বর : বন্দিপোরায় 2 জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী ৷ তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে । নিহতরা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা এখনও জানা যায়নি ।

গোপন সূত্র খবর পেয়ে আজ বন্দিপোরা এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী । সেইসময় তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । পালটা জবাব দেন জওয়ানরা । গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয় । এলাকায় তল্লাশি অভিযান এখনও জারি রেখেছে নিরাপত্তা বাহিনী ।

  • #Bandipore update:
    Two terrorists killed. Arms and ammunition recovered. Identity and affiliation being ascertained.@JmuKmrPolice

    — Kashmir Zone Police (@KashmirPolice) November 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিহত জঙ্গিদের থেকে অস্ত্র ও বারুদ উদ্ধার করা হয়েছে ৷ তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা নিয়ে তদন্ত শুরু করেছে সেনা ৷

পাশাপাশি রবিবার শ্রীনগর থেকে মাত্র 55 কিলোমিটার দূরে লাওডারা গ্রামে গুলির লড়াইয়ে আরও এক জঙ্গি নিহত হয় ৷

New Delhi, Nov 11 (ANI): Congress leaders to hold a meeting on the formation of government in Maharashtra at New Delhi today (November 11). Amid the Maharashtra power tussle, Congress leader Mallikarjun Kharge said, "There is a meeting at 10 am today. We will proceed according to instruction from high command. But our original decision and decision of the people is that we should sit in opposition that is the present position." Meanwhile, Shiv Sena MP Arvind Sawant also resigned from his ministerial post of Heavy Industries and Public Enterprises.
Last Updated : Nov 11, 2019, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.