ETV Bharat / bharat

24 ঘণ্টায় কোরোনার নতুন স্ট্রেনে দেশে আক্রান্ত হননি কেউ

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 18 হাজার 645 । একদিনে মৃত্যু হয়েছে 201 জনের । তবে কোরোনার নতুন স্ট্রেনে গত 24 ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে ।

author img

By

Published : Jan 10, 2021, 2:57 PM IST

sdf
as

দিল্লি, 10 জানুয়ারি : গত 24 ঘণ্টায় দেশে কোরোনার নতুন স্ট্রেনে নতুন করে আক্রান্ত হননি কেউ । আজ স্বাস্থ্য ও পরিবার সুরক্ষা মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে । এখনও পর্যন্ত দেশে এই নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা 90 ।

গত বছরের শেষের দিকেই কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছিল ব্রিটেনে । যা আগের স্ট্রেনের থেকে 70 শতাংশ দ্রুত সংক্রমিত হচ্ছে বলে জানা যায় । আর তার জন্য দেশের একাধিক রাজ্যেই সতর্কতা জারি করা হয়েছে ।

29 ডিসেম্বর ব্রিটেন ফেরত ছয় ভারতীয়র শরীরে প্রথম কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গিয়েছিল । ভারতের পাশাপাশি ইট্যালি, ডেনমার্ক, জার্মানি, কানাডা, জাপান, স্পেন, সিঙ্গাপুরেও এই নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে ।

এছাড়া, কোরোনার এই নতুন স্ট্রেনের সঙ্গে মোকাবিলা করতে ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে । কয়েকদিন এই দুই দেশের মধ্যে বিমান পরিষেবা বন্ধ থাকার পর 6 জানুয়ারি ভারত থেকে ব্রিটেনের মধ্যে বিমান চলাচল শুরু হয় । আর ব্রিটেন থেকে ভারতের মধ্যে বিমান চলাচল শুরু হয় 8 জানুয়ারি । পাশাপাশি যাঁরা ব্রিটেন থেকে ফিরছেন তাঁদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ।

আরও পড়ুন : দেশে কোরোনায় দৈনিক মৃতের সংখ্যা কমল

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 18 হাজার 645 । মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 4 লাখ 50 হাজার 284 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 50 হাজার 999 জনের । দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছে 19 হাজার 299 জন । মোট সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 75 হাজার 950 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 23 হাজার 335 ।

দিল্লি, 10 জানুয়ারি : গত 24 ঘণ্টায় দেশে কোরোনার নতুন স্ট্রেনে নতুন করে আক্রান্ত হননি কেউ । আজ স্বাস্থ্য ও পরিবার সুরক্ষা মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে । এখনও পর্যন্ত দেশে এই নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা 90 ।

গত বছরের শেষের দিকেই কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছিল ব্রিটেনে । যা আগের স্ট্রেনের থেকে 70 শতাংশ দ্রুত সংক্রমিত হচ্ছে বলে জানা যায় । আর তার জন্য দেশের একাধিক রাজ্যেই সতর্কতা জারি করা হয়েছে ।

29 ডিসেম্বর ব্রিটেন ফেরত ছয় ভারতীয়র শরীরে প্রথম কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গিয়েছিল । ভারতের পাশাপাশি ইট্যালি, ডেনমার্ক, জার্মানি, কানাডা, জাপান, স্পেন, সিঙ্গাপুরেও এই নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে ।

এছাড়া, কোরোনার এই নতুন স্ট্রেনের সঙ্গে মোকাবিলা করতে ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে । কয়েকদিন এই দুই দেশের মধ্যে বিমান পরিষেবা বন্ধ থাকার পর 6 জানুয়ারি ভারত থেকে ব্রিটেনের মধ্যে বিমান চলাচল শুরু হয় । আর ব্রিটেন থেকে ভারতের মধ্যে বিমান চলাচল শুরু হয় 8 জানুয়ারি । পাশাপাশি যাঁরা ব্রিটেন থেকে ফিরছেন তাঁদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ।

আরও পড়ুন : দেশে কোরোনায় দৈনিক মৃতের সংখ্যা কমল

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 18 হাজার 645 । মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 4 লাখ 50 হাজার 284 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 50 হাজার 999 জনের । দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছে 19 হাজার 299 জন । মোট সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 75 হাজার 950 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 23 হাজার 335 ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.