দিল্লি, 11 এপ্রিল : অসামরিক বিমান পরিষেবা শুরু করার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি স্পষ্টভাবে । তবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI), ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) এবং অন্যান্য শেয়ারগ্রহীতারা আলোচনা করছেন কীভাবে লকডাউন পরবর্তী বিমান পরিষেবা শুরু করা যেতে পারে ।
এদিকে, বিমানবন্দরের সুরক্ষায় দায়িত্বে থাকা কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী (CISF) বাণিজ্যিক উড়ানগুলি পুনরায় চালু করার সময় লকডাউন পরবর্তী একটি নতুন প্রয়োজনীয় পরিকল্পনা করেছে।
CISF-এর পক্ষ থেকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে জমা দেওয়া হয়েছে নতুন পরিকল্পনার কথা । CISF বলেছে যে উড়ান চালু করতে হলে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে ।
- যাত্রীদের যথাযথ প্রতিরক্ষামূলক ব্যবস্থা (মাস্ক, গ্লাভস এবং স্যানিটাইজার) নিয়ে বিমানের নির্ধারিত সময়ের দু'ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে। অসামরিক বিমান চলাচল মন্ত্রককে অবশ্যই যাত্রী ও কর্মচারীদের জন্য বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান স্থানে স্যানিটাইজা়র বোতল রাখতে হবে।
- বিমানে দু'জন যাত্রীর মধ্যে একটি করে আসন খালি রাখতে হবে।
- প্রত্যেক এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের স্পষ্ট করে দেওয়া উচিত, টিকিট বুকিং করার সময় , যাত্রীদের পরিবারের সকলের কোয়ারান্টাইনের কোনও ইতিহাস থাকলে বিশদ তথ্য দিতে হবে ।
- যদি কোনও যাত্রী কোয়ারান্টাইনের ইতিহাস থাকে তাহলে CISF তাদের পৃথক চেকিং পয়েন্টে স্ক্রিনিং করবে ।এই চেকিং পয়েন্টে CISF কর্মকর্তারা সম্পূর্ণ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) ব্যবহার করে স্ক্রিনিং করবে। বিমান সংস্থাগুলির ক্রু প্রত্যেক যাত্রীকে স্যানিটাইজা়র সরবরাহ করবে।
কর্মকর্তাদের মতে, এই পরিকল্পনাটি বিবেচনাধীন । তাছাড়া বিমানবন্দরে কোনও ভাবেই ভিড় বাড়তে দেওয়া হবে না । CISF-র স্পেশাল ডিরেক্টর (বিমানবন্দর) জি.এ. গণপতি বলেছেন, "COVID-19-এর কারণে পরিস্থিতির পরিবর্তন হলে আমরা একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছি। এটি বিবেচনার জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে পাঠানো হয়েছ " ।
কোরোনা ভাইরাসের কারণে ভারতে যাত্রীবাহী বিমান চলাচল 25 মার্চ থেকে স্থগিত রাখা হয়েছে। মন্ত্রী হরদীপ পুরি টুইট করে বলেছেন, "দেশীয় ও আন্তর্জাতিক উভয় উড়ানের ক্ষেত্রে 15 এপ্রিল পর্যন্ত লকডাউন রয়েছে। এই সময়ের পরে বিমানগুলি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আমাদের প্রতিটি ক্ষেত্র ধরে ধরে পুনরায় মূল্যায়ন করতে হবে । "