ETV Bharat / bharat

আতঙ্কিত নয়, সতর্ক হোন ; ফের বার্তা মোদির - নরেন্দ্র মোদির সতর্কবার্তা

কোরোনার মোকাবিলায় ফের বার্তা প্রধানমন্ত্রীর ৷ সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানান তিনি ৷

modi
মোদি
author img

By

Published : Mar 21, 2020, 5:44 PM IST

দিল্লি, 21 মার্চ : কোরোনা ভাইরাস নিয়ে আগেই নিজের উদ্বেগ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কোরোনার মোকাবিলায় আগামীকাল জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন ৷ কাল দেশজুড়ে তা হওয়ার কথা ৷ তার আগে ফের একবার কোরোনা নিয়ে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ বললেন, "আতঙ্কিত নয়, সতর্ক হোন ৷"

আজ একাধিক টুইট করেন প্রধানমন্ত্রী ৷ কোরোনার মোকাবিলায় কী কী করা উচিত তা ফের মনে করিয়ে দেন ৷ তাঁর বার্তা, "নিজের বাড়িতেই থাকতে হবে তা নয় ৷ যে শহর বা গ্রামে আছেন বরং সেখানেই থাকুন ৷ অপ্রয়োজনে ঘুরে বেড়াবেন না ৷ এতে কারও কোনও উপকার হবে না ৷ এই সময় ছোট্ট কোনও কাজও বড় প্রভাব ফেলবে ৷"

  • This is the time we should all listen to the advise given by doctors and authorities.

    All those who have been told to stay in home quarantine, I urge you to please follow the instructions.

    This will protect you as well as your friends and family. #IndiaFightsCorona

    — Narendra Modi (@narendramodi) March 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর আরও সংযোজন, "ডাক্তার ও বিশেষজ্ঞরা যে সব পরামর্শ দিয়েছেন তা এখন মেনে চলা উচিত ৷ যাদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, তাঁরা নির্দেশ মেনে চলুন ৷ এতে আপনি, আপনার পরিবার ও বন্ধু-বান্ধব সুরক্ষিত থাকবেন ৷"

  • Minute precautions can make monumental impacts and save many lives.

    Saw this interesting video on social media. If you have such videos that can educate people and spread awareness on battling COVID-19, please do so using #IndiaFightsCorona. pic.twitter.com/OfguKRMs1g

    — Narendra Modi (@narendramodi) March 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দুটি বার্তা দেওয়ার আগে কোরোনা সতর্কতা নিয়ে আরও একটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ অসতর্কতার কারণে কীভাবে কোরোনা ভাইরাস দ্রুত সংক্রমিত হতে পারে সেই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করেন ৷

দিল্লি, 21 মার্চ : কোরোনা ভাইরাস নিয়ে আগেই নিজের উদ্বেগ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কোরোনার মোকাবিলায় আগামীকাল জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন ৷ কাল দেশজুড়ে তা হওয়ার কথা ৷ তার আগে ফের একবার কোরোনা নিয়ে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ বললেন, "আতঙ্কিত নয়, সতর্ক হোন ৷"

আজ একাধিক টুইট করেন প্রধানমন্ত্রী ৷ কোরোনার মোকাবিলায় কী কী করা উচিত তা ফের মনে করিয়ে দেন ৷ তাঁর বার্তা, "নিজের বাড়িতেই থাকতে হবে তা নয় ৷ যে শহর বা গ্রামে আছেন বরং সেখানেই থাকুন ৷ অপ্রয়োজনে ঘুরে বেড়াবেন না ৷ এতে কারও কোনও উপকার হবে না ৷ এই সময় ছোট্ট কোনও কাজও বড় প্রভাব ফেলবে ৷"

  • This is the time we should all listen to the advise given by doctors and authorities.

    All those who have been told to stay in home quarantine, I urge you to please follow the instructions.

    This will protect you as well as your friends and family. #IndiaFightsCorona

    — Narendra Modi (@narendramodi) March 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর আরও সংযোজন, "ডাক্তার ও বিশেষজ্ঞরা যে সব পরামর্শ দিয়েছেন তা এখন মেনে চলা উচিত ৷ যাদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, তাঁরা নির্দেশ মেনে চলুন ৷ এতে আপনি, আপনার পরিবার ও বন্ধু-বান্ধব সুরক্ষিত থাকবেন ৷"

  • Minute precautions can make monumental impacts and save many lives.

    Saw this interesting video on social media. If you have such videos that can educate people and spread awareness on battling COVID-19, please do so using #IndiaFightsCorona. pic.twitter.com/OfguKRMs1g

    — Narendra Modi (@narendramodi) March 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দুটি বার্তা দেওয়ার আগে কোরোনা সতর্কতা নিয়ে আরও একটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ অসতর্কতার কারণে কীভাবে কোরোনা ভাইরাস দ্রুত সংক্রমিত হতে পারে সেই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.